রোহিঙ্গা আশ্রয়শিবিরে সক্রিয় সশস্ত্র গোষ্ঠী!

২৭ ফেব্রুয়ারি ২০২৩।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সিলেটের এমসি কলেজের পরিসংখ্যান বিভাগে অনার্স বা স্নাতক (সম্মান) চালু হয় ২০০৪-০৫ শিক্ষাবর্ষে। একই বিভাগে স্নাতকোত্তর বা মাস্টার্স চালু হয় ২০১১ সালে। শতবর্ষী এই কলেজে ডিগ্রি (পাস কোর্স) ও উচ্চমাধ্যমিক শ্রেণিও রয়েছে। ডিগ্রি এবং উচ্চমাধ্যমিকে পরিসংখ্যান পড়ার সুযোগ আছে। কিন্তু কলেজটিতে পরিসংখ্যান বিভাগে শিক্ষকের পদ মাত্র চারটি। তবে আট মাস ধরে কর্মরত আছেন শুধু একজন। এর পাশাপাশি আজকের জাতীয় দৈনিকের গুরুত্বপূর্ণ খবরগুলো একবার দেখে আসি—
প্রথম আলো
জাতীয় বিশ্ববিদ্যালয়: কলেজে উচ্চশিক্ষার অবস্থা ‘শোচনীয়’
রাজনৈতিক কারণ ও ব্যবসায়িক মানসিকতা থেকে বিভিন্ন কলেজে ঢালাওভাবে স্নাতক চালু করা হয়েছে। দেশের ৮৮০টি কলেজে অনার্স বা স্নাতক চালু রয়েছে। কলেজে শিক্ষার্থী পিছু ব্যয় মাত্র ৭৪৩ টাকা। পাঠদান নিয়মিত হয় না, শিক্ষক কম, শ্রেণিকক্ষের সংকট।
কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরগুলোতে মিয়ানমারের আরাকান স্যালভেশন আর্মিসহ (আরসা) ১১টি সশস্ত্র দুর্বৃত্ত গোষ্ঠী সক্রিয় রয়েছে। মাদক, চাঁদাবাজি, মানব পাচার নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই দলগুলোর মধ্যে সংঘর্ষ হচ্ছে।
প্রথম আলো
কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরে সক্রিয় ১১ সশস্ত্র গোষ্ঠী
ঘটছে ব্যক্তিভিত্তিক হত্যাকাণ্ড। দলগুলোর মধ্যে আরসার উপস্থিতি ও সন্দেহজনক কার্যক্রম নিরাপত্তার ঝুঁকি তৈরি করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে মন্ত্রণালয়টির দেওয়া এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। ১৫ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে প্রতিবেদনটি তুলে ধরা হয়।
আরও পড়ুন >>> আরসা’র অস্তিত্ব ও রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলের গণরুমে ছাত্রী নির্যাতনের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠিত তদন্ত কমিটি। এতে নবীন সেই ছাত্রীর ওপর অমানবিক নির্যাতন এবং তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণের প্রমাণ মিলেছে।
যুগান্তর
ছাত্রীর আর্তনাদে উল্লাস করে নির্যাতনকারীরা
মারধর-অত্যাচারের সময় ছাত্রীটি যখন আর্তনাদ করছিলেন তখন অট্টহাসি আর উল্লাসে মেতেছিল নির্যাতনকারীরা। এছাড়া চিৎকার করলে তার মুখে গামছা ঢুকিয়ে দেওয়া হয়। একপর্যায়ে পিপাসায় কাতর হয়ে পড়েন ভুক্তভোগী ছাত্রী। পানি চাইলেও তাকে দেওয়া হয়নি। উলটো ডাইনিংয়ে নিয়ে পরিত্যক্ত ময়লা গ্লাস চেঁটে পরিষ্কার করতে বাধ্য করা হয়। পুরো ঘটনায় সবচেয়ে উগ্র ভূমিকায় ছিলেন মীম ও ঊর্মি নামের দুই ছাত্রী।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলে ছাত্রী নির্যাতনের আলোচিত ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের কমিটি। গতকাল রবিবার সকাল ১০টায় তদন্ত কমিটির সদস্যসচিব আলীবদ্দীন খান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে এ প্রতিবেদন জমা দেন।
কালের কণ্ঠ
ইবিতে ছাত্রী নির্যাতন তদন্ত প্রতিবেদনে নির্যাতনের সত্যতা
বিশ্ববিদ্যালয়ের তদন্ত প্রতিবেদনে কী উল্লেখ করা হয়েছে, সে বিষয়ে সংশ্লিষ্ট কেউ আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দিতে রাজি হননি। তবে তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ছাত্রীকে নির্যাতন ও ভিডিও ধারণের সত্যতা পাওয়া গেছে। নির্যাতনকারী শনাক্ত এবং তাঁদের কী ধরনের শাস্তির সুপারিশ করা হয়েছে সে বিষয়ে ওই সূত্র কোনো তথ্য দিতে পারেনি।
চিকিৎসক সংকটে দক্ষিণাঞ্চলের স্বাস্থ্যসেবা ভেঙে পড়েছে। বরিশাল, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, বরগুনা ও ঝালকাঠির সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকের ১৮০৭টি পদের বিপরীতে ৮২১টিই ফাঁকা।
যুগান্তর
দক্ষিণাঞ্চলের স্বাস্থ্যসেবা ভেঙে পড়েছে
হাসপাতালে যথাযথ সেবা পাচ্ছেন না রোগীরা। রোগী ও তাদের স্বজনরা জানান, চিকিৎসকরা এত ব্যস্ত থাকেন যে তাদের সঙ্গে কথাই বলা যায় না। শূন্য পদে চিকিৎসক নিয়োগের দাবি দীর্ঘদিনের হলেও কোনো প্রতিকার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন চিকিৎসক নেতারাও।
আরও পড়ুন >>> দুর্নীতি কি বন্ধ হবে?
তেরো বছর আগে বাগেরহাটের রামপালে বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগে কয়লা বিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। চুক্তি অনুযায়ী ২০১৮ সালে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত অগ্রগতি ৯০ শতাংশের মতো।
দেশ রূপান্তর
অসময়ে রামপাল ভোগাবে বহুকাল
পুরো কাজ কবে নাগাদ শেষ হবে তা নিয়ে অনিশ্চয়তার মাঝেই কেন্দ্রটি থেকে আদৌ পুরো সক্ষমতায় বিদ্যুৎ পাওয়া যাওয়া নিয়েও তৈরি হয়েছে সংশয়। অথচ এই কেন্দ্রের ৪ বছর পর পটুয়াখালীর পায়রায় একই ক্ষমতার কয়লা বিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। বাংলাদেশ-চীনের যৌথ উদ্যোগে কেন্দ্রটির নির্মাণকাজ শেষ হয়েছে ২০২০ সালে। সেখানে সমান সক্ষমতার আরও একটি কয়লা বিদ্যুৎকেন্দ্র নির্মিত হচ্ছে, যেটি ২০২৫ সালে উৎপাদনে আসার কথা রয়েছে।
এছাড়া জ্বালানি না পেলে ভোগাবে লোড শেডিং; সংকল্প থেকে সংশয়ে নির্বাচন কমিশন; মধ্যপ্রাচ্য থেকে আসছে সিংহভাগ রেমিট্যান্স; ৩৯ জঙ্গি মিজোরাম সীমান্তে!; ব্যাংকে চেকের মাধ্যমে লেনদেন কমেছে সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।
