পূর্বাচল ইয়ুথ ক্লাবের ঈদ উপহার বিতরণ

রাজধানীর উত্তর বাড্ডা পূর্বাচল ইয়ুথ ক্লাবের আয়োজনে প্রতিবছরের ন্যায় এ বছরও গরিব ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। এসো মিলি ঈদের খুশিতে শ্লোগানে এ আয়োজনের উদ্বোধন করেন ক্লাবের সভাপতি মো. বদরুজ্জামান তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন ৩৮নং ওয়ার্ড পূর্বাচল ইউনিট আওয়ামী লীগের সভাপতি স্বপন, শফিকুল চৌধুরী অটল, ক্লাবের সাধারণ সম্পাদক তুষার আহমেদ, সাংবাদিক তৌফিক অপুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

ক্লাবের সভাপতি জানান, নিজেদের ব্যক্তিগত আর্থিক সহযোগিতা নিয়ে আমরা বেশ কয়েক বছর ধরে এই আয়োজন করে আসছি। ঢাকায় এখন সুস্থ ধারার ক্লাব বলতেই নেই। আমি জোর দিয়ে বলতে পারি আমাদের এই ক্লাবটি সমাজের উপকারী একটি ক্লাব। সম্পূর্ণ অরাজনৈতিক ও মাদকমুক্ত একটি ক্লাব। আমাদের এই আয়োজনে দেশ ও দেশের বাইরে থেকে বিভিন্নজন সহযোগিতার হাত বাড়িয়েছেন। এতে আমরা ভবিষ্যতে আরো বেশি করে ঈদ উপহার বিতরণ করতে পারব।

অনুষ্ঠানের শেষে ক্লাবের সাধারণ সম্পাদক সবাইকে ইফতার মাহফিলের দাওয়াত দেন এবং ক্লাবের ভবিষ্যৎ সামাজিক কার্যাবলী তুলে ধরেন।
ওএফ
