রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদ হলেন আশরাফুল ইসলাম

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রধান নগর পরিকল্পনাবিদ হয়েছেন মো. আশরাফুল ইসলাম।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) সূত্রে জানা গেছে, সোমবার রাজউকের পরিচালক (প্রশাসন) মমিন উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আশরাফুল ইসলামকে প্রধান নগর পরিকল্পনাবিদ করা হয়।
এর আগে রাজউকের সাধারণ সভায় আশরাফুলকে এই দায়িত্ব দেওয়া হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তিনি এই পদে দায়িত্ব পালন করবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।
আরও পড়ুন
জানা গেছে, আশরাফুল ইসলাম রাজউকের নগর পরিকল্পনাবিদ ও রাজউকের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন। একইসঙ্গে ডিটেইল এরিয়া প্ল্যানের (ড্যাপ) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন মো. আশারফুল ইসলাম।
এএসএস/পিএইচ