যাত্রাবাড়ীতে অটোরিকশা চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ী থানার মাতুয়াইল এলাকায় অটোরিকশা চুরির অপবাদে নাহিদ (২৩) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গ্যারেজ মালিক আনোয়ার ও তার ছেলের সিয়ামকে ছাত্রদের সহায়তায় আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৩ আগস্ট) সাড়ে বিকেল ৩টায় গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা আব্দুল আলীম বলেন, আমার ছেলে একটি অটোরিকশা চালাত। গত পরশুদিন তার কাছ থেকে অজ্ঞাত চোরেরা তার অটোরিকশাটি চুরি করে নিয়ে যায়। পরে গতকাল মাতুয়াইল এলাকায় গ্যারেজ মালিক আনোয়ার ও তার ছেলেসহ বেশ কয়েকজন তাকে অটোরিকশা চুরির অপবাদে আটকে রেখে সারা রাত মারপিট করে মাতুয়াইল দক্ষিণপাড়া একটি জঙ্গলের মধ্যে ফেলে রেখে যায়। খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানান আমার ছেলে আর বেঁচে নেই।
তিনি আরও বলেন, কী নির্মমভাবে তারা আমার ছেলেকে পিটিয়ে হত্যা করেছে চোখে না দেখলে সেটি বিশ্বাস করতে পারবেন না। আমার ছেলেকে তারা সারারাত ধরে নির্যাতন করেছে। প্রথমে যাত্রাবাড়ী থানায় যাই সেখানে সেনাবাহিনী ও পুলিশ কেউই নেই পরে ছাত্রদের সহায়তায় ওই গ্যারেজ মালিক আনোয়ার ও তার ছেলে সিয়ামকে আমরা আটক করে নিয়ে আসি। যেহেতু যাত্রাবাড়ী থানায় এখন পর্যন্ত কোনো পুলিশ নেই তাই তাদের ডেমরা থানা পুলিশের কাছে দেওয়া হয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, যাত্রাবাড়ী থেকে এক যুবককে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল এরপর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বাবা জানিয়েছেন অটোরিকশা চুরির অপবাদ দিয়ে তাকে পিটিয়ে হত্যা করেছে গ্যারেজ মালিক ও তার ছেলে।
এসএএ/এসকেডি