চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

চট্টগ্রাম নগরের দেওয়ানহাট এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় দেওয়ানহাট ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ জানায়, অজ্ঞাত পরিচয়ের বৃদ্ধের বয়স আনুমানিক ৭০ বছর। ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেন ওই বৃদ্ধকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে কাটা পড়ে ওই বৃদ্ধের মৃত্যু হয়।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ভুক্তভোগীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তার মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন
এমআর/এসএসএইচ