গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ সাবেক স্বামীর বিরুদ্ধে

রাজধানীর হাজারীবাগে ছুরিকাঘাতে জুলেখা বেগম (৪৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে সাবেক স্বামী নজরুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় গৃহবধূকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বর্তমান স্বামী কবির জানান, আমি চলতি মাসের ২০ তারিখে জুলেখা বেগমকে বিয়ে করেছি। আমি একটি সিকিউরিটি গার্ডের চাকরি করি। ডিউটি করার সময় জানতে পারি আমার স্ত্রীকে তার সাবেক স্বামী নজরুল ইসলাম পেটে ছুরি মেরে হত্যা করেছে। ছুরি মারার সময় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
নিহত জুলেখার ভাগনি ইয়াসমিন জানান, আমার খালা আর তার সাবেক স্বামী নজরুল ইসলাম আপন চাচাতো ভাই ছিল। তার ঘরে এক ছেলে এক মেয়ে রয়েছে। চলতি মাসে কবির হোসেন তাকে বিয়ে করে। সেই ক্ষোভে আজ নজরুল ইসলাম আমার খালার পেটে ছুরি ঢুকিয়ে দেয়।
এ বিষয়ে জানতে চাইলে হাজারীবাগ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, হাজারীবাগের আমলা টাওয়ার এলাকায় এক নারীকে পেটে ছুড়ি ঢুকিয়ে দেওয়ার পর স্থানীয় জনতা নজরুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের সোপর্দ করে। হাসপাতালে নেওয়ার পর আহত জুলেখা বেগম মারা যান। আমরা জানতে পেরেছি নজরুল ইসলাম নিহত জুলেখার সাবেক স্বামী। বর্তমানে নজরুল ইসলাম নামে ওই ব্যক্তি আমাদের কাছে আটক রয়েছে।
এসএএ/এমএ