ক্যাডার অফিসার্স কো-অপারেটিভ সোসাইটির সভাপতি আকতার, সম্পাদক মমতাজ

বিসিএস কর্মকর্তাদের জন্য প্রতিষ্ঠিত ‘ক্যাডার অফিসার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডে’র নতুন সভাপতি পদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব আকতার হোসেন (প্রশাসন ক্যাডার), সম্পাদক পদে ঢাকা শিক্ষাবোর্ডের উপ পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মমতাজ উদ্দিন (সাধারণ শিক্ষা ক্যাডার) নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (ফেব্রুয়ারি ২০২৫) ঢাকার কেরানীগঞ্জে সমিতির প্রথম প্রজেক্টে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণের মাধ্যমে তারা নির্বাচিত হন। তারা আগামী তিন বছর এ দায়িত্ব পালন করবেন।
নির্বাচনে সহ-সভাপতি পদে সমবায় অধিদপ্তরের প্রকল্প পরিচালক তোফায়েল আহম্মদ (সমবায় ক্যাডার), যুগ্ম সম্পাদক পদে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মো. আহসান হাবিব (স্বাস্থ্য ক্যাডার), কোষাধ্যক্ষ পদে সমবায় অধিদপ্তরে উপ-নিবন্ধক নূর-ই-জান্নাত (সমবায় ক্যাডার) নির্বাচিত হন।
ব্যবস্থাপনা কমিটির নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন- মো. রিয়াজ উদ্দিন (সাধারণ শিক্ষা ক্যাডার), মোহাম্মদ আকতার হোসাইন অভি (স্বাস্থ্য ক্যাডার), মো. মাহবুব-এ-এলাহী (সড়ক ও জনপথ ক্যাডার) এবং মো. ইউনুস আলী মনজু (পশু সম্পদ ক্যাডার)।
আরও পড়ুন
এর আগে ২০২৩ সালে বিসিএস কর্মকর্তাদের জন্য ‘ক্যাডার অফিসার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’ নামে এই সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। সংগঠনটি ওই বছর ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশ সরকারের সমবায় অধিদপ্তরর থেকে নিবন্ধন পায়। এ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য হল ক্যাডারভুক্ত কর্মকর্তাদের টেকসই আধুনিক আবাসন নির্মাণ এবং কল্যাণধর্মী বহুমুখী প্রকল্প বাস্তবায়নের উদ্দেশে কাজ করা।
২০২৩ সালে মার্চ মাসে রাজধানীতে সংগঠনটির মিলনমেলার আয়োজন করা হয়। সংগঠনটির কার্যক্রমকে আরও বেগবান ও এগিয়ে নেওয়ার উদ্দেশে সদস্য সংগ্রহ এবং নিবন্ধনপ্রাপ্তি উপলক্ষ্যে আগ্রহী কর্মকর্তাদের নিয়ে দ্রুত সময় একটি কমিটি গঠন করার কথা বলা হয়। প্রায় দুই বছর পর এ সংগঠনটির প্রথম নির্বাচিত ব্যবস্থাপনা কমিটি গঠন করা হল।
এনএম/এমএন