চট্টগ্রামে বিশেষ অভিযানে আরও ২৫ জন গ্রেপ্তার

বিশেষ ক্ষমতা আইন ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিনগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার দিনগত রাত ১২টা পর্যন্ত নগরীর বিভিন্ন থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গ্রেপ্তারদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী, অপরাধের সহযোগী ও অবৈধ অস্ত্রধারী রয়েছেন। আসামিদের বিরুদ্ধে এক বা একাধিক মামলা রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আরও পড়ুন
গ্রেপ্তারকৃতরা হলেন- কোতোয়ালি থানার মামলার আসামি চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের দপ্তর সম্পাদক আমিনুর রহমান ওরফে সায়েম (৩৩), চকবাজার থানার মামলার আসামি মো. ইদ্রিস জীবন (৩৬), চান্দগাঁও থানার মামলার আসামি ওসমান গনি (৫০), সদরঘাট থানার মামলার আসামি ইসলামিয়া কলেজ ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক কায়সার হামিদ (৩৬), পাঁচলাইশ থানার মামলার আসামি শফিকুল আলম (৪০), খুলশী থানার মামলার আসামি মো. শিপন (৩৩), হালিশহর থানার মামলার আসামি জাফর আহম্মেদ (৬৫), বাকলিয়া থানার মামলার আসামি সাতকানিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবুল হোসাইন (৬০), মো. সানি।
এছাড়াও রয়েছেন, ডবলমুরিং থানার মামলার আসামি মো. রাব্বি হোসেন ওরফে হৃদয় (২৫), মো. ফয়সাল (২৫), সাখাওয়াত হোসেন রানা (২৪), আকবরশাহ থানার মামলার আসামি তৌহিদুল ইসলাম (২৪), ইপিজেড থানার মামলার আসামি আজগর আলী (৪৮), মো. আলমগীর (৩৭), জলিল সরদার (৩৯), নিজামুল হক নিজাম (৩৫), পতেঙ্গা থানার মামলার আসামি মো. হালিম (৫৫), বায়েজিদ বোস্তামী থানার মামলার আসামি জালালাবাদ ওয়ার্ড ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম রাবির (২৬), খোরশেদ আলম (৪৪), মো. শাহজাহান (২৪), আব্দুল্লাহ ওরফে লোকমান (২৫), পাহাড়তলী থানার মামলার আসামি পাহাড়তলী থানা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক ও বৈষম্যবিরোধী আন্দোলনে হামলায় অর্থ জোগানদাতা শেখ আব্দুল মান্নান (৫৯), বেলাল হোসেন (৩৫) এবং কর্ণফুলী থানার মামলার আসামি মামুনুর রশিদ বাবু (৫৩)।
আরএমএন/এমএসএ