ব্যয় সাশ্রয়ে দুই দিবস পালিত হবে একসাথে

সরকারি ব্যয় সাশ্রয়ের উদ্দেশ্যে চলতি বছর ‘বিশ্ব পরিসংখ্যান দিবস’ এবং ‘জাতীয় পরিসংখ্যান দিবস’ একত্রে ২০ অক্টোবর উদযাপনের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
উপদেষ্টা পরিষদের ২৩তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সরকারি ব্যয় সাশ্রয়ের উদ্দেশ্যে ‘বিশ্ব পরিসংখ্যান দিবস’ এবং ‘জাতীয় পরিসংখ্যান দিবস’ একত্রে ২০ অক্টোবর তারিখে উদযাপনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। অন্যান্য বছর একই দিন অর্থ্যাৎ ২০ অক্টোবর তারিখে ‘জাতীয় পরিসংখ্যান দিবস’ পালন করা হবে।
আরও পড়ুন
জনস্বাস্থ্য রক্ষায় অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে চিনি, লবণ ও স্যাচুরেটেড ফ্যাটযুক্ত খাবার ও পানীয়ের মোড়কে চিনি, লবণ ও স্যাচুরেটেড ফ্যাট গ্রহণ সম্পর্কিত সতর্কবার্তা দেওয়ার প্রস্তাবও অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
এসএইচআর/এনএফ