বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানি ৩ লাখের বেশি

একাত্তরে পর বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানের মধ্যে এখন অবদি ১ লাখ ২৬ হাজার ৯৪১ পাকিস্তানি নাগরিক দেশে ফিরে গেছে। তবে এখনও বাংলাদেশে আটকে আছে ৩ লাখ ২৪ হাজার ১৪৭ পাকিস্তানি নাগরিক, যাদের বসবাস বাংলাদেশের ১৪ জেলায় ৭৯টা ক্যাম্পে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ে আলোচনার প্ল্যাটফর্ম ফরেন অফিস কনসালটেশন বা এফওসি বৈঠক শেষে সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন।
পররাষ্ট্রসচিব জানান, আটকে পড়া পাকিস্তানিদের বিষয়ে আলোচনা হয়েছে। দেড় দশকের আগে আমরা বিভিন্ন সময়ে এ বিষয়টা নিয়ে কথাবার্তা বলেছি। এখন পর্যন্ত ১ লাখ ২৬ হাজার ৯৪১ পাকিস্তানি নাগরিক সেখানে ফিরে গেছেন। আর বাকি আছে ৩ লাখ ২৪ হাজার ১৪৭ জন, যারা বাংলাদেশের ১৪ জেলায় ৭৯টা ক্যাম্পে বসবাস করছে।
আরও পড়ুন
পাকিস্তান থেকে কত টাকা পায় বাংলাদেশ
পাকিস্তানের কাছে বাংলাদেশের পাওয়া ক্ষতিপূরণের বিষয়ে পররাষ্ট্রসচিব জানান, বাংলাদেশের পরিকল্পনা মন্ত্রণালয়ের সাবেক ডেপুটি চেয়ারম্যানের একটা হিসাব অনুযায়ী, ৪ হাজার মিলিয়িন ইউএস ডলার পাওনা। আরেকটা হিসাবে বলা আছে, ৪ দশমিক ৩২ বিলিয়ন; এটা একটা। আমরা আজকের আলোচনায় এই ফিগারটা বলেছি। আরেকটা হচ্ছে, ১৯৭০ সারের নভেম্বরে যে ভয়াবহ ঘূর্ণিঝড় হয় সেখানে বিভিন্ন বিদেশি রাষ্ট্র ও এজেন্সি ২০০ মিলিয়ন ইউএস ডলার সমপরিমাণ অর্থ দান করেছিল, সেটার হিস্যা আমরা চেয়েছি।
উল্লেখ্য, প্রায় ১৫ বছর পর আজ ঢাকায় পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক করে বাংলাদেশ ও পাকিস্তানের। পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ দেশটির পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন। আর ঢাকার পক্ষে পররাষ্ট্রসচিব জসীম উদ্দিন নেতৃত্ব ছিলেন। দুই ঘণ্টার বেশি সময় ধরে চলে উভয়পক্ষের আলোচনা।
এনআই/এসএম