প্রতি ৫ লাখ মানুষের জন্য ১ ডেন্টাল সার্জন, পদ সৃষ্টি করে পদোন্নতি দাবি

সরকারি হাসপাতালগুলোতে দাঁতের চিকিৎসা সংকট দিন দিন প্রকট হচ্ছে। দেশের প্রতিটি উপজেলায় গড়ে ৪ থেকে ৫ লাখ মানুষের মুখ ও দাঁতের চিকিৎসার দায়িত্বে রয়েছেন মাত্র একজন ডেন্টাল সার্জন। অথচ প্রতিবছর ৮ শতাধিক ডেন্টাল সার্জন পাস করেও সরকারি চাকরির সুযোগ পাচ্ছেন না পর্যাপ্ত পদ না থাকায়। আবার যারা কর্মরত আছেন, তারাও নিয়মিত পদোন্নতি ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। ফলে চিকিৎসাসেবায় বৈষম্য তৈরি হয়েছে। এই সংকট নিরসনে ছয় দফা দাবি জানিয়েছে বিসিএস ডেন্টাল ক্যাডার অ্যাসোসিয়েশন।
বুধবার (২১মে) রাজধানীর মিরপুরে সংগঠনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানায় বিসিএস ডেন্টাল ক্যাডার অ্যাসোসিয়েশন।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা. মো. আব্দুল্লাহ আল মামুন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ডা. কে এম আব্দুল্লাহ আল হারুন। এসময় বক্তব্য রাখেন ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. পরিমল চন্দ্র মল্লিক এবং সংগঠনের উপদেষ্টা সহকারী অধ্যাপক ডা. হায়দার আলী খান।
নেতারা বলেন, ‘সরকারি হাসপাতালে ডেন্টাল সার্জনদের জন্য পর্যাপ্ত পদ না থাকায় প্রতি বছর পাশ করা শত শত তরুণ চিকিৎসক বেকার হয়ে পড়ছেন। অন্যদিকে জনগণের মৌলিক অধিকার—মুখ ও দাঁতের স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে দেশের প্রান্তিক জনগোষ্ঠী।’
সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়, প্রারম্ভিক পদ না থাকায় বিসিএসে ডেন্টাল সার্জনের জন্য নিয়মিত নিয়োগ বিজ্ঞপ্তি হয় না। আবার বিসিএস ডেন্টাল ক্যাডারে অন্যান্য ক্যাডারের মতো নিয়মিত পদোন্নতির সুযোগও নেই। ফলে পুরোনো পদগুলোতে জনবল আটকে থাকছে, নতুনদের ঢোকার সুযোগ হচ্ছে না।
বিসিএস ডেন্টাল ক্যাডার অ্যাসোসিয়েশনের ৬ দফা দাবি হলো–
১. প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কমপক্ষে ৫টি এবং জেলা সদর হাসপাতালে অন্তত ৮টি ডেন্টাল সার্জনের পদ সৃষ্টি করতে হবে।
২. আসন্ন ৪৮তম বিশেষ বিসিএসসহ সকল বিসিএসে ‘ডেন্টাল সার্জন’ পদ অন্তর্ভুক্তির নিশ্চয়তা দিতে হবে।
৩. বিসিএস ডেন্টাল ক্যাডারের কর্মকর্তাদের অন্যান্য ক্যাডারের মতো নিয়মিত পদোন্নতি নিশ্চিত করতে হবে।
৪. নির্ধারিত ডেন্টাল সার্জন পদের স্থলে এমবিবিএস চিকিৎসক পদায়ন বন্ধ করতে হবে।
৫. রাজশাহী ও চট্টগ্রামসহ দেশের সকল ডেন্টাল ইউনিটকে পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজে রূপান্তর করতে হবে।
৬. মুখ ও দাঁতের চিকিৎসার জন্য বাজেটে বিশেষ বরাদ্দ নিশ্চিত করে ‘সবার জন্য স্বাস্থ্য’ লক্ষ্য বাস্তবায়ন করতে হবে।
বক্তারা আরও বলেন, একটি পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে মুখ ও দাঁতের চিকিৎসাকে প্রাধান্য দিতে হবে। এ ক্ষেত্রে শুধু এমবিবিএস চিকিৎসক দিয়ে স্বাস্থ্যসেবা কাঠামো চালানো যাবে না। আলাদা ক্যাডার হিসেবে ডেন্টাল সার্জনদের গুরুত্ব দিতে হবে।
অবিলম্বে এসব দাবি বাস্তবায়ন না হলে দেশের হাজার হাজার ডেন্টাল সার্জনের হতাশা যেমন বাড়বে, তেমনি সাধারণ জনগণের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাও কঠিন হয়ে পড়বে বলে হুঁশিয়ারি দেন নেতারা।
টিআই/এসআইআর