৪৪তম বিসিএস : কোটাভিত্তিক প্রার্থীদের তথ্য ফরম পূরণের নির্দেশ

৪৪তম বিসিএস পরীক্ষার মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী কোটাভুক্ত প্রার্থীদের অনলাইনে নির্ধারিত ফরম পূরণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
সোমবার (২৩ জুন) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের আগামী ২৬ জুন সকাল ১০টার মধ্যে নির্ধারিত অনলাইন লিঙ্কে গিয়ে (https://forms.gl/cBMPQKMM1F6x5iLE6) ফরম পূরণ করতে হবে।
আরও পড়ুন
আরও জানানো হয়েছে, নির্ধারিত সময়ের পর ফরম দাখিল করা যাবে না। তাই সময়মতো তথ্য যাচাইয়ের স্বার্থে সংশ্লিষ্ট প্রার্থীদের দ্রুত ফরম পূরণের অনুরোধ জানানো হয়েছে।
আরএইচটি/এমএ