মোহাম্মদপুরে হত্যাচেষ্টার ঘটনায় পাটালি গ্রুপের আরও চার সদস্য গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের জাফরাবাদ এলাকায় একই পরিবারের সাত সদস্যকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় পাটালি গ্রুপের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)। গ্রেপ্তাররা হলেন- মো. ফরহাদ (২৩), হাসান ওরফে পাটালি হাসান (২২), আলমগীর ওরফে ফর্মা আলমগীর (৩৭) ও মো. রফিক (২৩)।
ডিবি তেজগাঁও বিভাগের বরাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গত ১৪ মে রাত দেড়টার দিকে মোহাম্মদপুরের জাফরাবাদ ইত্যাদির মোড়ে বাদী আনোয়ার হোসেনের বসতবাড়ির সামনে পাটালি হাসানের নেতৃত্বে কিশোর গ্যাংয়ের সদস্যরা দেশীয় অস্ত্র ও চাপাতি নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে বাদীসহ তার পরিবারের সাত সদস্য গুরুতর রক্তাক্ত জখম হন।
ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং মোহাম্মদপুর থানায় হত্যাচেষ্টার একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।
ডিবি তেজগাঁও বিভাগ ঘটনার পরিপ্রেক্ষিতে তথ্য প্রযুক্তির সহায়তায় আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোর ৪টায় জিগাতলা এলাকায় অভিযান পরিচালনা করে ফরহাদকে গ্রেপ্তার করে। পরবর্তী সময়ে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সকাল ৬টায় কেরানীগঞ্জের ঘাটারচর এলাকায় অভিযান চালিয়ে হাসান, আলমগীর ও রফিককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে হামলায় ব্যবহৃত চারটি চাপাতি উদ্ধার করা হয়।
জেইউ/এমজে