চট্টগ্রাম প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামের পটিয়ায় আন্তঃজেলা প্রতারক চক্রের সক্রিয় তিন সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে সৌদি ১০০ রিয়েল মূল্যমানের ২০টি নোট, প্রতারণার কাজে ব্যবহৃত ৮টি মোবাইল ফোন ও নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- গোপালগঞ্জের সদর উপজেলার লিয়াকত আলী খান (৫৫), ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মো. সোহেল বেগ (৩৩) ও একই উপজেলার মো. জাহিদ খান ওরফে শহিদ (৪৫)।
পুলিশ জানায়, পটিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ডাকবাংলো সংলগ্ন মাদ্রাসা রোড এলাকায় স্থানীয় হার্ডওয়্যার ব্যবসায়ী মোহাম্মদ আলকাছ মিঞা (৬৩)-এর সঙ্গে ফেরিওয়ালা সেজে প্রথমে সখ্যতা গড়ে তোলে চক্রের এক সদস্য। পরে অন্যান্য সদস্যরা সৌদি রিয়েল দেখিয়ে বিক্রির প্রলোভন দেয়। এর মাধ্যমে গত ১৭ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে ওই ব্যবসায়ীর কাছ থেকে পাঁচ লাখ টাকা আত্মসাৎ করে চক্রের সদস্যরা। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে ২৯ সেপ্টেম্বর পটিয়া থানায় মামলা করেন।
চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বলেন, জনগণের কষ্টার্জিত অর্থ হাতিয়ে নেওয়া প্রতারক চক্রকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আন্তঃজেলা প্রতারক চক্রের এই সদস্যদের গ্রেপ্তার আমাদের বড় সাফল্য। জনগণের জানমাল রক্ষায় চট্টগ্রাম জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
এমআর/এআইএস