চোখে কম দেখেন ৭৫% গাড়িচালক

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
ক্ষুদ্রঋণদাতা এনজিওতে বসবে স্বতন্ত্র পরিচালক
ব্র্যাক, আশা, টিএমএসএস, বুরো বাংলাদেশ, উদ্দীপনসহ বড় আকারের ক্ষুদ্রঋণদাতা প্রতিষ্ঠান বা এনজিওগুলো এত দিন নিজেদের পর্ষদের মাধ্যমেই পরিচালিত হয়ে আসছিল। সরকার এখন এসব এনজিওতে দুজন করে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়ার বিধান করতে যাচ্ছে।
ক্ষুদ্রঋণদাতা প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদে সদস্যসংখ্যা এখন ৫ থেকে ১০। নতুন বিধান কার্যকর হলে বাধ্যতামূলকভাবে রাখতে হবে দুজন স্বতন্ত্র পরিচালক।
আজকের পত্রিকা
সঞ্চয়পত্রের মুনাফা কমছে
বাজেট ঘাটতি পূরণে সরকারের অভ্যন্তরীণ ঋণের অন্যতম বড় উৎস সঞ্চয়পত্র বিক্রি। কিন্তু চড়া সুদের চাপ কমাতে সরকার সঞ্চয়পত্রের ঋণ থেকে ধীরে ধীরে সরে আসছে। মানুষের যাতে সঞ্চয়পত্র কিনতে আগ্রহ কমে, সে জন্য ধাপে ধাপে কমানো হচ্ছে সুদহার। এরই অংশ হিসেবে আগামী বছরের জানুয়ারি থেকে সুদের হার আরও দেড় শতাংশ কমানোর নির্দেশনা দেওয়া হয়েছে। সেই আলোকে আগামী ডিসেম্বরে নতুন সুদহার ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক।
কালের কণ্ঠ
চোখে কম দেখেন ৭৫% গাড়িচালক
রাজধানী ঢাকার গাড়িচালকদের ৭৫ শতাংশের চশমা ব্যবহারের প্রয়োজন রয়েছে। ৮০ শতাংশ চালকের প্রথমবার চশমা লেগেছে। ৭৫ শতাংশ চালক জানেনই না তাঁদের দৃষ্টিশক্তি দুর্বল। সায়েদাবাদ বাস টার্মিনালে ৮০ ও মহাখালী বাস টার্মিনালে চালকদের ৭৯ শতাংশের চোখে ত্রুটি রয়েছে।
যুগান্তর
বিচারক হয়েও পদে পদে করেছেন অবিচার
বহুল আলোচিত ঢাকার সেই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) রেজাউল করিম চৌধুরীকে অবশেষে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিলম্বে হলেও ২৯ সেপ্টেম্বর আইন ও বিচার বিভাগের এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়, যা সুপ্রিমকোর্টের সঙ্গে পরামর্শক্রমে গৃহীত হয়। সোমবার আইন অঙ্গনে এ খবর চাউর হওয়ার পর সবার মধ্যে একধরনের স্বস্তি নেমে আসে। বিশেষ করে তার দ্বারা যারা নানাভাবে হয়রানির শিকার হয়েছেন, তাদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।
আরও পড়ুন
বণিক বার্তা
গমের উৎস যুক্তরাষ্ট্র, অর্থ পাবে সিঙ্গাপুরের প্রতিষ্ঠান
বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে প্রথমবারের মতো গম আমদানি হবে যুক্তরাষ্ট্র থেকে। গত ২০ জুলাই ইউএস হুইট অ্যাসোসিয়েটসের সঙ্গে এ-সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষর করে খাদ্য মন্ত্রণালয়। এরই মধ্যে গমের চারটি চালান যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে রওনা হয়েছে বলে পরিবহন-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। প্রথম চালানটি ২৪ বা ২৫ অক্টোবর নাগাদ বাংলাদেশে পৌঁছার কথা রয়েছে, যার অর্থ পরিশোধ হবে সিঙ্গাপুরভিত্তিক গম সরবরাহের তৃতীয় পক্ষ প্রতিষ্ঠান এগ্রোকর্প ইন্টারন্যাশনালের সিঙ্গাপুরের ব্যাংক হিসাবে।
সমকাল
ঢাকায় মার্কিন দূতাবাস এলাকায় নিরাপত্তা জোরদার
ঢাকায় মার্কিন দূতাবাস ও আশপাশ এলাকায় সোমবার রাতে হঠাৎ নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াট সদস্যরা সেখানে নিয়োজিত ছিলেন। এ ছাড়া পুলিশের গুলশান বিভাগের সদস্য ঘটনাস্থলে যান।
এ ব্যাপারে জানতে চাইলে রাত ১২টার দিকে গুলশান থানার ওসি হাফিজুর রহমান সমকালকে বলেন, ‘মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে।’ কেন ও কী কারণে হঠাৎ নিরাপত্তা জোরদার করা হলো– এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
যুগান্তর
সেনানিবাসে কারাগার ঘোষণা
ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িক কারাগার ঘোষণা করা হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, ঢাকা সেনানিবাসের বাশার রোডসংলগ্ন উত্তরদিকে অবস্থিত ‘এমইএস বিল্ডিং নম্বর-৫৪’কে সাময়িকভাবে কারাগার হিসাবে ঘোষণা করা হলো। ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ধারা ৫৪১(১)-এর ক্ষমতাবলে এবং কারা আইন ১৮৯৪-এর ধারা ৩(বি) অনুসারে ভবনটিকে সাময়িক কারাগার হিসাবে ঘোষণা দেওয়া হয়। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আদেশ জারি করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে। তবে এই কারাগারে কাদের রাখা হবে, কোন উদ্দেশ্যে ভবনটি সাময়িক কারাগার হিসাবে ব্যবহৃত হবে, সে বিষয়ে প্রজ্ঞাপনে কিছু বলা হয়নি।
সমকাল
স্বামীর সহিংসতার শিকার ৭৬% নারী
দেশের ৭৬ শতাংশ নারী জীবনে অন্তত একবার স্বামীর হাতে সহিংসতার শিকার হয়েছেন। সে হিসাবে প্রতি চার নারীর মধ্যে তিনজনকে এ সহিংসতা সইতে হয়েছে। সহিংসতার ধরনের মধ্যে আছে– শারীরিক, মানসিক, যৌন, অর্থনৈতিক ও নিয়ন্ত্রণমূলক আচরণ। সহিংসতার শিকার হলেও ৯৩ শতাংশ নারীই প্রতিকারমূলক কোনো আইনি পদক্ষেপের পথে হাঁটেননি। ৬২ শতাংশ নারী সহিংসতার কথা কখনও প্রকাশই করেননি।
কালবেলা
বিচার বিভাগের স্বাধীনতা পূর্ণতা পাচ্ছে
বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে বিচার-কর্ম বিভাগের সংস্কারে অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজনৈতিক প্রভাবমুক্ত স্বাধীন এবং দক্ষ ও দুর্ভোগমুক্ত বিচার বিভাগ গড়ে তুলতে এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে। এবার বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার মাধ্যমে এই সংস্কার কার্যক্রমকে পূর্ণতা দিতে যাচ্ছে সরকার। এরই মধ্যে পৃথক সচিবালয় প্রতিষ্ঠার জন্য অধ্যাদেশ জারির উদ্যোগ নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে আইন মন্ত্রণালয় থেকে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ-২০২৫-এর একটি খসড়া তৈরি করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় এই খসড়া অধ্যাদেশ উপদেষ্টা পরিষদের বৈঠকে উত্থাপনের জন্য মন্ত্রিপরিষদের আন্তঃমন্ত্রণালয় সংক্রান্ত বাছাই কমিটির কাছে পাঠানো হয়েছে। সূত্র জানিয়েছে, মন্ত্রিপরিষদ থেকে আগামী বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এই খসড়া অধ্যাদেশ উত্থাপন করা হবে। বৈঠকে আলোচনাসাপেক্ষে খসড়া অধ্যাদেশ চূড়ান্ত করা হবে।
যুগান্তর
এফডিআরে আটকা ৫৩ হাজার কোটি টাকা
শুধু ব্যক্তির আমানত নয়, বড় অঙ্কের প্রাতিষ্ঠানিক আমানতও আটকে আছে দুর্বল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে। একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাংকের কাছেই বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পাওনা ৩৭ হাজার কোটি টাকার স্থায়ী আমানত (এফডিআর)। এর বাইরে আরও অনেক দুর্বল ব্যাংকের কাছে আটকে আছে বিপুল অঙ্কের এফডিআরের টাকা, যা ফেরত দিতে পারছে না । ইতোমধ্যে দুর্বল পাঁচ ব্যাংককে মার্জার বা একীভূত করার কাজ প্রায় চূড়ান্ত। এদিকে দুর্বল ২০টি নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে (এনবিএফআই) আটকে আছে ১৬ হাজার কোটি টাকার বেশি প্রাতিষ্ঠানিক এফডিআর। এর মধ্যে অতি দুর্বল ৯টি আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত হয়ে গেছে।
বিবিসি
বাংলাদেশের রাজনীতিতে সেফ এক্সিট কারা নিয়েছিলেন?
'সেফ এক্সিট' নিয়ে রাজনীতির ময়দানে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এক সপ্তাহের বেশি সময় ধরে আলোচনা তুঙ্গে। তবে বিশ্লেষকরা বলছেন, এই বিষয়টি এখন আলোচনায় উঠে আসলেও বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে অন্তত তিনবার সেফ এক্সিটের ঘটনা ঘটেছে।
