দেয়ালের ভাষা নিউজফিডে, পোস্টার থেকে পেজে

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
নির্বাচন ঘিরে গোপালগঞ্জসহ চার জেলায় বাড়তি নজর পুলিশের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গোপালগঞ্জসহ চার জেলায় পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে। ভোটের আগে ও ভোটের দিন নাশকতা, সহিংসতা এবং ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টির আশঙ্কায় এসব এলাকাকে বিশেষ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বণিক বার্তা
অন্তর্বর্তী সরকারের ২ লাখ ১২ হাজার কোটি টাকার নতুন প্রকল্পের ৪২ শতাংশই চট্টগ্রামে
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর গত ১৮ মাসে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ২০টি সভা হয়েছে। সভাগুলোয় অনুমোদন পেয়েছে ১৫৩টি নতুন প্রকল্প। আর এসব উন্নয়ন প্রকল্পে বরাদ্দ দেয়া হয়েছে প্রায় ২ লাখ সাড়ে ১২ হাজার কোটি টাকা। এ বরাদ্দের ৪২ শতাংশ অর্থই দেয়া হয়েছে চট্টগ্রাম বিভাগে। অন্যদিকে দারিদ্র্যপীড়িত রংপুর বিভাগে বরাদ্দ গেছে মাত্র ২ দশমিক ৪৪ শতাংশ অর্থ। অবশ্য রাজশাহী ও বরিশাল বিভাগ বরাদ্দ পেয়েছে আরো কম। রাজশাহীতে মাত্র ১ দশমিক ৩৮ ও বরিশালে শূন্য দশমিক ৮৬ শতাংশ বরাদ্দ গেছে। অর্থনৈতিকভাবে তুলনামূলক পিছিয়ে থাকা ময়মনসিংহ বিভাগের উন্নয়ন প্রকল্পে বরাদ্দ হয়েছে মাত্র ৩৭৬ কোটি টাকা, যা মোট বরাদ্দের শূন্য দশমিক ১৭ শতাংশ। বাংলাদেশ পরিকল্পনা কমিশনের নথিপত্রে উন্নয়ন বরাদ্দে অঞ্চল বা বিভাগভিত্তিক এ বৈষম্যমূলক চিত্র উঠে এসেছে।
বিবিসি বাংলা
দেড় বছরেও উদ্ধার হয়নি লুট হওয়া হাজারের বেশি অস্ত্র, নির্বাচনে নিরাপত্তা নিয়ে উদ্বেগ
বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানের সময় পুলিশের যেসব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ লুট হয়েছিল, দেড় বছরেও সেগুলো পুরোপুরিভাবে উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এক হাজারেরও বেশি আগ্নেয়াস্ত্র এবং দুই লাখের বেশি গোলাবারুদের এখনও কোনো হদিস পাওয়া যায়নি।
আসন্ন সংসদ নির্বাচনের আগে এসব অস্ত্রপাতি উদ্ধার না হলে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
কালের কণ্ঠ
সরকারি চাকুরেরা কোনো পক্ষ নিতে পারবেন না
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণভোটে সরকারি কোনো কর্মকর্তা-কর্মচারী কোনো পক্ষ নিতে পারবেন না। তাঁরা যদি ‘হ্যাঁ’ অথবা ‘না’-এর পক্ষে প্রচার চালান সেটি হবে দণ্ডনীয় অপরাধ। গতকাল মঙ্গলবার দুজন নির্বাচন কমিশনার গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ এবং গণভোট অধ্যাদেশের সংশ্লিষ্ট অনুচ্ছেদ ও ধারা উল্লেখ করে জানিয়েছেন, শুধু ভোট গ্রহণের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরাই নন, তাঁরা ছাড়াও যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী গণভোটকে প্রভাবিত করার চেষ্টা করবেন তাঁদের দণ্ডনীয় অপরাধে দোষী সাব্যস্ত হতে হবে।
বণিক বার্তা
উঠে আসছে না কৃষির মৌলিক সমস্যা
দেশে প্রতি বছর গড়ে দশমিক ২ শতাংশ হারে কৃষিজমি কমছে। উৎপাদনশীলভাবে ব্যবহার হচ্ছে না প্রায় ৫৬ শতাংশ জমি। ৪০ শতাংশ কৃষক পরিবার ভূমিহীন ও বর্গাচাষী। যাদের হাতে বেশি জমি তারা কৃষিকাজ করেন না। একদিকে বাড়ছে কৃষির উৎপাদন ব্যয়, অন্যদিকে ফসলের উপযুক্ত দাম পান না চাষী। কৃষি উপকরণ ও খাদ্য আমদানিনির্ভরতাও রয়েছে। এছাড়া ভূমির অব্যবস্থাপনা ও ফসলের উৎপাদনশীলতা বাড়াতে না পারার মতো মৌলিক সমস্যাগুলো নিয়েই যুগ যুগ ধরে চলছে দেশের কৃষি খাত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দলগুলো কৃষি ও কৃষককে নিয়ে নানা আশ্বাস দিচ্ছেন। যদিও এখনো নির্বাচনী ইশতাহার ঘোষণা করেনি বেশির ভাগ দল। তবে তাদের বক্তব্যে যেসব প্রতিশ্রুতির কথা বলা হচ্ছে, সেখানে কৃষকের সব মৌলিক সমস্যা উঠে আসেনি বলেই মনে করছেন এ খাতের বিশেষজ্ঞরা।
কালের কণ্ঠ
লুটপাট রোধে স্বাস্থ্যে বরাদ্দ কমল
স্বাস্থ্য ও পুষ্টিসেবা উন্নয়নের নামে প্রস্তাবিত একটি বৃহৎ প্রকল্পে অস্বাভাবিক ও অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে আনার মাধ্যমে বড় ধরনের অপচয় রোধ করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রাথমিকভাবে প্রায় ১৩ হাজার ২২ কোটি টাকার যে ব্যয় প্রস্তাব করা হয়েছিল, তা পুনর্মূল্যায়নের পর প্রায় চার হাজার ২৮৭ কোটি টাকা কমিয়ে সংশোধিত ব্যয় আট হাজার ৭৩৫ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে সরকারের বিপুল অঙ্কের অর্থ সাশ্রয় হচ্ছে এবং প্রকল্পটি বাস্তবসম্মত ও জনমুখী কাঠামোয় ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
প্রথম আলো
শুল্ক কমলেও মুঠোফোনের দাম কি আদৌ কমবে
চলতি বছরের শুরুতেই দেশের বাজারে মুঠোফোনের দাম বাড়িয়ে দেন ব্যবসায়ীরা। কোম্পানি ও মডেলভেদে প্রতিটি মুঠোফোনের দাম বেড়ে যায় ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত। তবে সরকারের শুল্ক ছাড় দেওয়ায় দাম কমে আসবে বলে আশা দিয়েছেন মুঠোফোন আমদানিকারক ও ব্যবসায়ীরা। তাঁরা বলছেন, ফেব্রুয়ারি শুরুর আগেই দাম কমতে পারে।
বণিক বার্তা
ভোট দিয়েছেন সোয়া ৪ লাখ, দেশে পৌঁছেছে সাড়ে ২১ হাজার ব্যালট
বিদেশ থেকে ফিরতে শুরু করেছে প্রবাসী ভোটারদের পাঠানো পোস্টাল ব্যালট। গতকাল সকাল সাড়ে ১০টা পর্যন্ত ২১ হাজার ৫০৮টি পোস্টাল ব্যালট ফিরেছে। এছাড়া ৪ লাখ ২৫ হাজার ৭৮৮ জন প্রবাসী ভোট দিয়েছেন। তার মধ্যে ৩ লাখ ৭০ হাজার ৩২২ জন প্রবাসী ভোটদান শেষে সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে ব্যালট জমা দিয়েছেন। ওসিভি-এসডিআই প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানিয়েছেন।
প্রথম আলো
ফোন করলেই স্বাস্থ্যসেবা, অথচ এখন বন্ধ হওয়ার উপক্রম
টেলি স্বাস্থ্যসেবা ‘স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩’ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন দিতে পারছে না সেবা পরিচালন প্রতিষ্ঠান। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের আন্তরিকতার অভাবে গুরুত্বপূর্ণ সেবাটি ঝুঁকির মুখে পড়েছে।
দিন–রাত যেকোনো সময় ১৬২৬৩ নম্বরে ফোন করে মানুষ স্বাস্থ্য বিষয়ে পরামর্শ পেতে পারেন। এই সেবা বিনা মূল্যের। ১০০ জন এমবিবিএস ডিগ্রিধারী চিকিৎসক ও ২৫ জন হেলথ ইনফরমেশন কর্মকর্তা পালাক্রমে স্বাস্থ্য বাতায়নে সেবা দেন। বেতন না পেলে তাঁরা কাজ ছেড়ে দেবেন এবং সেবাটি বন্ধ হয়ে যাবে।
যুগান্তর
ভোটযুদ্ধে নেই অনেক হেভিওয়েট নেতা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠে প্রচারণা জমে উঠলেও ছোট-বড় বেশ কয়েকটি দলের হেভিওয়েট নেতা এবার প্রার্থী হননি। তবে সবার ভোটযুদ্ধে না থাকার কারণ এক নয়। খোঁজ নিয়ে জানা গেছে, মূলত চারটি কারণে এসব প্রার্থী নির্বাচন থেকে দূরে আছেন। প্রথমত, বার্ধক্যজনিত কারণে অনেকে নির্বাচন করার ঝুঁকি নেননি। তাদের বদলে উত্তরাধিকার হিসাবে প্রার্থী হয়েছেন স্ত্রী বা সন্তান। দ্বিতীয়ত, অনেকে রাজনৈতিক বাস্তবতায় কোণঠাসা অবস্থায় থাকার কারণে নির্বাচন থেকে দূরে আছেন। এছাড়া কেউ কেউ নির্বাচনে অংশ নিতে পারেননি কারাগারে বা আত্মগোপনে থাকার কারণে। আবার দু-একজনের অভিযোগ, দেশে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নেই। সব মিলিয়ে বেশ কয়েকটি দলের শীর্ষ নেতা এবার ভোটে অংশ নেননি।
সমকাল
প্রচারের ছয় দিনে আচরণবিধি ভঙ্গের ৮০ অভিযোগ
জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে আচরণবিধি লঙ্ঘন না করার অঙ্গীকার মানছেন অনেকেই। প্রায় সব দলের প্রার্থীরাই আচরণবিধিমালা ভাঙছেন। তপশিল ঘোষণার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দল ও প্রার্থীর বিরুদ্ধে এ নিয়ে অভিযোগ আসতে শুরু করে। সময়ের সঙ্গে সঙ্গে প্রতিদিনই এর মাত্রা বাড়ছে।
আজকের পত্রিকা
দেয়ালের ভাষা নিউজফিডে, পোস্টার থেকে পেজে
নির্বাচনী প্রচারের চেনা দৃশ্যপট বদলে যাচ্ছে। দেয়ালজুড়ে স্লোগান, অলিগলিতে পোস্টারের জঙ্গল—এবার আর এসব দেখা যাচ্ছে না। নির্বাচন কমিশনের বিধিতে পোস্টার ও দেয়াললিখন নিষিদ্ধ হওয়ায় প্রার্থীরা বাধ্য হচ্ছেন প্রচারের ধরন পাল্টাতে। সেই শূন্যতা পূরণ করছে অনলাইন প্ল্যাটফর্ম—ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব থেকে শুরু করে বিভিন্ন সংবাদভিত্তিক, বিনোদন বা ব্যক্তিগত ওয়েবসাইট।
দেশ রূপান্তর
কাঁটা ৫১২ অস্ত্র কারবারি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ এখন সারা দেশেই। প্রার্থীরা নানা কৌশলে ভোট চেয়ে আবেদন জানাচ্ছেন ভোটারদের কাছে। প্রার্থীরা একে অপরকে আঘাত-পাল্টা আঘাত করছেন; ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন প্রত্যেকেই। আবার তাদের সমর্থকরাও সংঘর্ষে লিপ্ত হচ্ছেন। ইতিমধ্যে সারা দেশে অর্ধশত সংঘর্ষের ঘটনা ঘটেছে।
কালবেলা
গরিবের আবাসনের নামে ধনীদের ফ্ল্যাট
রাজধানীর নিম্ন ও মধ্যম আয়ের মানুষের আবাসন সংকট নিরসনের কথা বলে একের পর এক প্রকল্প হাতে নিচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। কাগজে-কলমে এসব প্রকল্পকে ‘সাশ্রয়ী আবাসন’ হিসেবে উপস্থাপন করা হলেও বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। গরিব ও মধ্যবিত্তদের স্বপ্ন দেখানো এসব আবাসন প্রকল্প যেন ক্রমেই রূপ নিচ্ছে বিলাসী ব্যয়ের প্রদর্শনীতে, যার সুবিধাভোগী হচ্ছে সমাজের বিত্তশালী ও ক্ষমতাবান শ্রেণি। উত্তরার ১৭ নম্বর সেক্টরে ৯৪০ কোটি টাকা ব্যয়ে মাত্র ৫৯২টি ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ তারই জলজ্যান্ত উদাহরণ। উৎসব ভাতা, সেমিনার, গাড়ি কেনা, পরামর্শ সেবা ও প্রচার ব্যয়ের নামে বিভিন্ন খাতে বাড়তি কোটি কোটি টাকা বরাদ্দের এই প্রকল্প সত্যিই কাদের জন্য—সে প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। কারণ একদিকে যখন রাজধানীর নিম্ন আয়ের মানুষ মাথা গোঁজার ঠাঁই খুঁজে ফিরছেন, তখন অন্যদিকে সরকারি জমিতে গড়ে তোলা কথিত এসব ‘সাশ্রয়ী’ ফ্ল্যাটের একেকটিরই গড় মূল্য দাঁড়াচ্ছে দেড় কোটি টাকার কাছাকাছি। যার নাগাল পাওয়া নিম্ন ও মধ্যম আয়ের মানুষের কাছে শুধুই স্বপ্ন মাত্র।
দেশ রূপান্তর
২ কিমি বাইপাসে সময় বাঁচবে দেড় ঘণ্টা
চট্টগ্রামের পাহাড়তলী-ঝাউতলা বাইপাসে বদলে যাবে ঢাকা-কক্সবাজার রেলপথ। মাত্র দুই দশমিক দুই কিলোমিটার দীর্ঘ রেলপথ নতুন করে নির্মাণে ঢাকা-কক্সবাজার রুটে যাতায়াতের সময় প্রায় দেড় ঘণ্টা কমে আসবে। শিগগিরই এই বাইপাস নির্মাণের কাজ শুরু করতে যাচ্ছে রেলওয়ে। রেলপথ নির্মাণের জন্য পরামর্শক প্রতিষ্ঠানও নিয়োগের পর্যায়ে রয়েছে।
