অভিযানে গিয়ে দৈনিক দুই পুলিশ আক্রান্ত

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
মন্ত্রীদের জন্য ৯০৩০ বর্গফুটের ফ্ল্যাট বানাবে সরকার, সুইমিংপুলসহ আরও কী কী থাকছে
ঢাকার মন্ত্রিপাড়ায় তিনটি ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এসব ভবনে থাকবে ৭২টি ফ্ল্যাট, যার আয়তন হবে ৮ হাজার ৫০০ থেকে ৯ হাজার ৩০ বর্গফুট। এ জন্য নেওয়া হচ্ছে ৭৮৬ কোটি টাকার একটি প্রকল্প।
রাজধানীর বেইলি রোড, মিন্টো রোড ও হেয়ার রোড মন্ত্রিপাড়া হিসেবে পরিচিত। নতুন তিন ভবন হবে বেইলি রোড ও মিন্টো রোডে। নতুন প্রকল্পে সেখানে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী এবং সাংবিধানিক সংস্থার প্রধানসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আবাসনের ব্যবস্থা করার কথা বলা হয়েছে।
দেশ রূপান্তর
আ.লীগের ভোট নিয়ে টানাটানি
নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিজয় নিশ্চিত করা, ভোটকে অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক করে তোলার সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করে এ সময়ে আওয়ামী লীগের ভোটারদের কদর বেড়েছে বিএনপি-জামায়াত, জাতীয় পার্টিসহ নির্বাচনে অংশ নেওয়া অন্য সব দলের কাছে। বিএনপি-জামায়াতসহ নির্বাচনী লড়াইতে নামা সব দলই আওয়ামী লীগের ভোট টানতে উঠে পড়ে লেগেছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা আওয়ামী লীগের ভোট টানতে যেসব আশ্বাস দিয়ে যাচ্ছেন, সেটিকে ভালো চোখে দেখছেন না। বিএনপি-জামায়াতের এ কৌশলকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও নিরেট আদর্শহীন রাজনীতি হিসেবে চিহ্নিত করেছেন।
বিবিসি বাংলা
কোন আসনে ভোটার ও প্রার্থী সবচেয়ে বেশি, কম কোন আসনে?
কয়েকদিন পরেই জাতীয় সংসদ নির্বাচন, আর এই নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছে রাজনৈতিক দলগুলো ও প্রার্থীরা। নির্বাচন কমিশনের তথ্য বলছে, দেশের ইতিহাসে প্রথমবারের মতো সর্বোচ্চ ভোটার রয়েছে এই নির্বাচনে।
সম্প্রতি সারাদেশের আসনভিত্তিক ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন বা ইসি।
এতে দেখা গেছে, আগামী ১২ই ফেব্রুয়ারির সংসদ নির্বাচন ও গণভোটে ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ভোট দিতে পারবেন।
দেশ রূপান্তর
‘বিষাক্ত’ বাতাসের শহর ঢাকা!
গত কয়েকদিন ধরে বায়ুদূষণে ঢাকার অবস্থান শীর্ষ পাঁচের মধ্যে রয়েছে। ঢাকার কিছু কিছু এলাকার বাতাসের মান বিপজ্জনক, কোনো এলাকায় খুবই অস্বাস্থ্যকর এবং কোনোটিতে অস্বাস্থ্যকর। শুধু সম্প্রতি নয়, গত কয়েক বছর ধরেই ঢাকার বায়ুর মান খুবই খারাপ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দেশে বায়ুদূষণ একটি বড় সমস্যা। এতে দিন দিন বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। এর বহুমাত্রিক ক্ষতিকর প্রভাব পড়ছে নারী, শিশু, বৃদ্ধ সবার ওপর। এমনকি গর্ভের শিশুর ওপরও মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়ছে।
বণিক বার্তা
১ ফেব্রুয়ারি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির লক্ষ্য নিয়ে এগোচ্ছে অন্তর্বর্তী সরকার
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বিদেশী কোম্পানির সঙ্গে চুক্তি প্রক্রিয়া বর্তমানে আইনি জটিলতায় রয়েছে। এ বিষয়ে উচ্চ আদালতে রিট দায়ের এবং রায়ে দ্বিধাবিভক্ত মত থাকায় পুরো বিষয়টি এখনো নিষ্পত্তিহীন। এর মধ্যেই চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় এ টার্মিনাল হস্তান্তরের প্রক্রিয়াটি গুছিয়ে আনতে দ্রুতগতিতে এগোচ্ছে অন্তর্বর্তী সরকার। নৌ-পরিবহন মন্ত্রণালয় ও পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের নথি অনুযায়ী, আগামী ১ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কনসেশন চুক্তি সম্পাদনের দিন ধার্য করা হয়েছে।
সমকাল
নতুন ওষুধে সর্বোচ্চ ৩৩% পর্যন্ত দাম বৃদ্ধির সুযোগ
নতুন ওষুধের সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) নির্ধারণবিষয়ক জাতীয় নীতিমালা অনুমোদন করেছে সরকার। এই নীতিমালার আওতায় নতুন জেনেরিক ওষুধের ক্ষেত্রে সর্বোচ্চ ৩৩ শতাংশ পর্যন্ত দাম বাড়ানোর সুযোগ পাবে প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো। এতে সব ওষুধের দামই সরকারের নির্ধারিত কাঠামোর মধ্যে থাকবে। ফলে এতদিন নতুন ওষুধ বাজারে ছাড়ার সময় কোম্পানিগুলো যে একতরফা দাম নির্ধারণ করত, সেই সুযোগ আর থাকছে না। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীন ঔষধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ) প্রণীত এই নীতিমালা গেজেট আকারে প্রকাশের অপেক্ষায় রয়েছে।
আজকের পত্রিকা
গণভোটে এক পক্ষ সরব, আরেক পক্ষ নীরব
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে অনেকটা ভিন্ন প্রেক্ষাপটে। এবারই প্রথম কোনো সাধারণ নির্বাচনের সঙ্গে পৃথক ব্যালটে হচ্ছে গণভোট। জুলাই জাতীয় সনদের সংবিধান-সংক্রান্ত সুপারিশকে আইনি ভিত্তি দেওয়া নিয়েই এই গণভোট। ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালাচ্ছে অন্তর্বর্তী সরকার।
যুগান্তর
অসহিষ্ণু হয়ে উঠছে রাজনীতি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনীতি কিছুটা অসহিষ্ণু হয়ে উঠছে। নির্বাচনি প্রচারের সময় প্রার্থীদের বক্তব্যে প্রকাশ পাচ্ছে এই অসহিষ্ণুতা। বিভিন্ন ইস্যুতে শুরু থেকেই রাজনৈতিক দলের নেতাদের মধ্যে বাগযুদ্ধ শুরু হয়। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপিসহ অন্যান্য দলের শীর্ষ নেতা ও প্রার্থীরা একে অন্যকে নিশানা করে ছুড়ছেন নানা অভিযোগের তির।
সমকাল
নির্বাচন সামনে রেখে চাঙ্গা মোটরসাইকেলের বাজার
ব্যস্ত জীবনে এখন যাতায়াতের অন্যতম প্রধান বাহন হয়ে উঠেছে মোটরসাইকেল। শুধু তাই নয়, অনেকের কর্মসংস্থানের ব্যবস্থাও করছে দুই চাকার এই যানবাহন। সিসি সীমা বৃদ্ধি এবং বৈশ্বিক ব্র্যান্ডগুলো ব্যবহারের অনুমোদন মোটরসাইকেল শিল্পকে চাঙ্গা করছে। তাতে বর্তমানে এ খাতের বাজারের আকার দাঁড়িয়েছে প্রায় ১০ হাজার কোটি টাকা। ২০৩০ সাল নাগাদ তা বেড়ে ১৬ হাজার কোটি টাকায় পৌঁছাতে পারে।
প্রথম আলো
জামায়াতের প্রার্থীদের মধ্যে ২০১ জন উচ্চশিক্ষিত, শিক্ষক ৭৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২৪ আসনে প্রার্থী রয়েছে জামায়াতে ইসলামীর। এর মধ্যে ২০১ জন উচ্চশিক্ষিত। জামায়াতের প্রার্থীদের মধ্যে এক-তৃতীয়াংশ শিক্ষক বা আগে শিক্ষকতা করেছেন। ব্যবসায়ীর সংখ্যাও কাছাকাছি। দলের প্রার্থীদের মধ্যে কোটি টাকার বেশি স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে ১১২ জনের।
কালের কণ্ঠ
শেষ একনেকে প্রকল্প ছাড়ের হিড়িক
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ ও ব্যয় পুনর্গঠনের বিষয়টি আজ রবিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তোলা হবে। এ ছাড়া উত্তরাঞ্চলের জন্য এক হাজার শয্যার বাংলাদেশ-চীন মৈত্রী জেনারেল হাসপাতালসহ ২৬টি নতুন ও সংশোধিত প্রকল্প অনুমোদনের জন্য তোলা হচ্ছে।
প্রথম আলো
মিটার–বাণিজ্যে আওয়ামী লীগ আমলের বিতর্কিত হেক্সিং এখন আবার তৎপর
বিদ্যুৎ খাতে মিটার সরবরাহ নিয়ে একটি চক্র তৈরি হয়েছিল গত সরকারের সময়। ওই চক্রে ঢুকে শত শত কোটি টাকার ব্যবসা করেছে চীনের কোম্পানি হেক্সিং। সরকারের সঙ্গে যৌথ কোম্পানি খুলে দরপত্র ছাড়াই সরাসরি মিটার বিক্রি করে। অর্থ পাচারের অভিযোগে মামলাও হয়েছিল, তবে ওই চক্রের দাপটে তা প্রত্যাহার করে নেওয়া হয় আওয়ামী লীগ সরকার আমলে। এখন আবার মিটার–বাণিজ্যের নিয়ন্ত্রণ নিতে তৎপর হয়ে উঠেছে কোম্পানিটি।
সমকাল
প্রার্থীর ৩৪ শতাংশ তরুণ-যুবা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বৈধ প্রার্থীর সংখ্যা এক হাজার ৯৮১। এর মধ্যে ১০৯ প্রার্থী হলফনামায় বয়স উল্লেখ করেননি। বাকি বৈধ এক হাজার ৮৭২ প্রার্থীর হলফনামা বিশ্লেষণ করে সমকাল দেখেছে, তাদের মধ্যে বয়সে নবীন ও তরুণ, অর্থাৎ ২৫ থেকে ৪৫ বছর বয়সী প্রার্থী ৬৩৭ জন। যা মোট প্রার্থীর এক-তৃতীয়াংশেরও বেশি, ৩৪ দশমিক ০৩ শতাংশ। এক হাজার ২৩৫ প্রার্থী মধ্যবয়সী ও প্রবীণ। এই হার মোট প্রার্থীর প্রায় ৬৬ শতাংশ।
কালের কণ্ঠ
নির্বাচনের আগমুহূর্তে ১৪ হাজার শিক্ষক নিয়োগে তাড়াহুড়া
নির্বাচনের আগমুহূর্তে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪ হাজারের বেশি সহকারী শিক্ষক নিয়োগে তাড়াহুড়া করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। গত ২১ জানুয়ারি লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে মৌখিক পরীক্ষা। এরপর নির্বাচনের আগেই ১০ ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত ফল প্রকাশের পরিকল্পনা করা হয়েছে। মৌখিক পরীক্ষা দ্রুত শেষ করতে প্রত্যেক জেলায় একাধিক বোর্ড গঠনের নির্দেশও দেওয়া হয়েছে।
সমকাল
নির্বাচন নিয়ে সংখ্যালঘুরা ভয় বৈষম্য ও অনিশ্চয়তায়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা, ভোটাধিকার, বিচারপ্রাপ্তি ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা বলেছেন, নির্বাচন এলেই সবার অধিকারের কথা বলা হয়, বাস্তবে সংখ্যালঘুরা ভয়, বৈষম্য ও অনিশ্চয়তার মধ্যেই বসবাস করছে।
বণিক বার্তা
সরকারের সর্বোচ্চ ঋণ গ্রহণের বছর
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পতনের সময় দেশে সরকারের নেয়া ঋণের স্থিতি দাঁড়ায় ১৯ লাখ ২৩ হাজার কোটি টাকায়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর অনেকেই প্রত্যাশা করেছিলেন যে এ সরকার ব্যয় সংকোচনের পাশাপাশি ঋণ নেয়ার পরিমাণ কমিয়ে আনবে।
কালবেলা
ভোটের আগেই বিদেশিদের হাতে নিউমুরিং!
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বর্তমানে দেশের সবচেয়ে লাভজনক ও কৌশলগত বন্দর স্থাপনা হিসেবে বিবেচিত। পুরোদমে চালু হওয়ার পর থেকেই এটি চট্টগ্রাম বন্দরের রাজস্ব আয়ের প্রধান উৎস। দেশীয় অপারেটর ও নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত এই টার্মিনালটি শুধু রাজস্বই নয়, দেশের আমদানি-রপ্তানি ব্যবস্থার গতি, খরচ নিয়ন্ত্রণ এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
বণিক বার্তা
অভিযানে গিয়ে দৈনিক দুই পুলিশ আক্রান্ত
অপরাধীদের গ্রেফতার এবং পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধারে পরিচালিত হচ্ছে বিশেষ অভিযান ডেভিলহান্ট ফেইজ-২। বিশেষ এ অভিযান চলা অবস্থায় দেশের বিভিন্ন অঞ্চলে অভিযানে গিয়ে আক্রান্ত হচ্ছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ১৯ জানুয়ারি বগুড়ার ধুনটে মব তৈরি করে দুই পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটে। ওইদিন রাতেই সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র্যাবের ওপরও হামলার ঘটনা ঘটে। এ সময় সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারান এক র্যাব সদস্য। পুলিশের হিসাবে গড়ে প্রতিদিন প্রায় দুজন করে পুলিশ সদস্য আক্রান্ত হচ্ছেন অভিযান চালাতে গিয়ে। অপরাধ বিশ্লেষকদের মতে, এসব ঘটনার মধ্য দিয়ে আইন-শৃঙ্খলা রক্ষায় বিশৃঙ্খলার ছাপ স্পষ্ট হয়ে উঠেছে।
