চট্টগ্রামে আগ্নেয়াস্ত্রসহ ৭ ডাকাত গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় আগ্নেয়াস্ত্রসহ সাত ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের কালীগঞ্জ ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ১টি এলজি, ১টি তাজা কার্তুজ, ১টি পাইপগান সদৃশ লোহার অস্ত্র, ১টি লোহার দেশীয় অস্ত্র, ৩টি বেসবল ব্যাট, ২টি জম্বি ব্যাট, ১টি তলোয়ার, ৫টি বড় রামদা ও ১টি কুড়াল উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন– মো. সাকিব ওরফে শাকিল (২১), শাহাদাত হোসেন (২২), মো. নেছার (২২), মো. সাইফুল ইসলাম (৩৫), মো. আরিফুল ইসলাম ওরফে বাবু (২৫), মো. হাবিব (২৩) ও মো. রাজীব চৌধুরী (২১)।
পুলিশ জানায়, রাত পৌনে ২টার দিকে প্রায় ২০ থেকে ২৫ জন ডাকাত ৪টি সিএনজি নিয়ে ওই এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া-পাল্টা ধাওয়ার পর সাতজনকে গ্রেপ্তার করা হয়।
সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মো. সোহানুর রহমান সোহাগ জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তাদের সোপর্দ করা হচ্ছে।
এমআর/বিআরইউ