বিপিডিবির লোকসান বেড়েছে ৯৪ শতাংশ

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
ইসলামপন্থীদের ভোট তিন বাক্সে বিভক্ত
শেষ পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়া ২৬৮ আসনে তারা নির্বাচন করবে। বাকি ৩২টি আসনে দলটি পছন্দের কোনো দলের প্রার্থীকে সমর্থন দেবে। অর্থাৎ ৩০০ আসনেই ইসলামী আন্দোলন ভোটে থাকছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এর মধ্য দিয়ে ইসলামপন্থীদের ভোট ‘এক বাক্সে’ আনার উদ্যোগ শেষ পর্যন্ত ব্যর্থ হলো। এখন ইসলামপন্থীদের ভোট স্পষ্টত ‘তিন বাক্সে’ বিভক্ত হয়ে পড়ল। এর রেশ ভোটের মাঠে কতটা-কীভাবে পড়ে, সেটি এখন দেখার বিষয়।
দেশ রূপান্তর
নতুন আশায় এনসিপির বঞ্চিতরা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটে আসন সমঝোতা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি শুরুতে ৩০০ আসনে এককভাবে প্রার্থী দেওয়ার কথা বললেও পরবর্তীকালে জামায়াতের নেতৃত্বাধীনে জোটের যাওয়ার সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্তের ফলে দলে প্রথম থেকেই ভাঙন দেখা দেয়।
কালের কণ্ঠ
রাজধানীতে এক বছরে ৬৪৩ বেওয়ারিশ লাশ
২০২৫ সালে বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা ৬৪৩টি লাশ বেওয়ারিশ হিসেবে রাজধানীর বিভিন্ন কবরস্থানে দাফন ও সত্কার করা হয়েছে। এর মধ্যে রায়েরবাজারে ৪৬১ জন এবং জুরাইন কবরস্থানে ১৭৫ জনের লাশ দাফন করা হয়। পোস্তগোলা শ্মশানে অন্য ধর্মের সাতজনের লাশ দাহ করা হয়। সেই হিসাবে প্রতি মাসে প্রায় ৫৪ অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ দাফন ও সত্কার করা হয়।
কালবেলা
প্রাচীন মন্দির ভাঙচুর, বিচার দাবি
কুমিল্লার বরুড়া উপজেলায় প্রায় ২০০ বছরের পুরোনো মন্দিরে ভাঙচুর চালানো হয়েছে। এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন হিন্দুরা। জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে তারা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
গতকাল শুক্রবার সকালে উপজেলার দক্ষিণ খোশবাস ইউনিয়নের চালিয়া গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সমকাল
পাঁচ বিভাগ ও সীমান্তবর্তী আসনে গুরুত্ব জামায়াতের
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী নির্ধারণে দেশের উত্তরাঞ্চলকে বিশেষ গুরুত্ব দিচ্ছে জামায়াতে ইসলামী। ভোট সামনে রেখে ১০ দল মিলে জোট করলেও শরিক দলগুলোতে এই অঞ্চলের আসনে খুব কম ছাড় দিয়েছে। রংপুর বিভাগের ৩৩টি আসনের মধ্যে মাত্র চারটি ছেড়েছে শরিকদের। আর রাজশাহী বিভাগের ৩৯টি আসনের মধ্যে শরিকদের জন্য ছেড়েছে তিনটি। আরও একটি বিভাগে আসন বণ্টনে জামায়াত ছাড় দেয়নি বললেই চলে। সেটি হলো খুলনা। এ বিভাগের ৩৬টি আসনের মধ্যে ৩৫টিই নিজেদের প্রার্থীর জন্য রেখেছে।
প্রথম আলো
পোশাকশিল্পে শ্রমিকের ৯% বার্ষিক মজুরি বৃদ্ধি, কেউ পাচ্ছেন, কেউ পাচ্ছেন না
গণ-অভ্যুত্থানের পর শ্রম আন্দোলনের পরিপ্রেক্ষিতে উচ্চ মূল্যস্ফীতির চাপ সামলাতে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নিয়মিত ৫ শতাংশের সঙ্গে অতিরিক্ত ৪ শতাংশ ইনক্রিমেন্ট বা বার্ষিক মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত নেয় সরকার। সেই অনুযায়ী, গত বছর বড় তৈরি পোশাক কারখানাগুলো শ্রমিকদের ৯ শতাংশ মজুরি বৃদ্ধি করে। তবে ছোট-মাঝারি ও ঠিকায় কাজ করা (সাবকন্ট্রাকটিং) কারখানাগুলো এই মজুরি বৃদ্ধি করেনি। এবারও সেই পরিস্থিতির উন্নতি হয়নি, ফলে সব কারখানার শ্রমিকেরা বাড়তি ইনক্রিমেন্ট পাচ্ছেন না।
বণিক বার্তা
বিপিডিবির লোকসান বেড়েছে ৯৪ শতাংশ
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সদ্যসমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে নিট লোকসান দাঁড়িয়েছে ১৭ হাজার ২১ কোটি টাকায়, যা আগের অর্থবছরে (২০২৩-২৪) ছিল ৮ হাজার ৭৬৪ কোটি। সে হিসাবে এক বছরের ব্যবধানে সংস্থাটির নিট লোকসান ৯৪ শতাংশের বেশি বেড়েছে। অথচ বিদ্যুৎ খাতে ব্যয় সাশ্রয়, এ খাতের বিশেষ আইন বাতিল, সরকারি বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বৃদ্ধি, ট্যারিফ নেগোসিয়েশনসহ বেশকিছু উদ্যোগ নিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এসব উদ্যোগের কোনোটাই যদিও এ খাতের আর্থিক চাপ কমাতে পারেনি। বরং বিদ্যুৎ খাতের একক ক্রেতাপ্রতিষ্ঠান বিপিডিবির নিট লোকসান যেমন বেড়েছে, তেমনি সরকারি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন কমার বিপরীতে বেসরকারি খাতের প্রভাব আরো শক্তিশালী হয়ে উঠেছে।
কালের কণ্ঠ
নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘এনপিএ’র আত্মপ্রকাশ
নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন (এনপিএ)’ আত্মপ্রকাশ করেছে। গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে নতুন এই প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক যাত্রার ঘোষণা দেওয়া হয়।
আত্মপ্রকাশ অনুষ্ঠানে জানানো হয়, এনপিএর কেন্দ্রীয় কাউন্সিল ১০১ সদস্যবিশিষ্ট হবে। এর অন্যতম উদ্যোক্তা ও আত্মপ্রকাশ অনুষ্ঠানের সঞ্চালক ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক শিক্ষার্থী মীর হুযাইফা আল মামদূহ ৯৯ জন সদস্যের নাম ঘোষণা করেন।
বণিক বার্তা
নির্বাচনী ডামাডোলে ভোগ্যপণ্যের বাজারে তদারকিতে ভাটা
সাধারণত রমজানের অন্তত দেড় মাস আগে ভোগ্যপণ্যের বাজারে তদারকি শুরু হয়। এবার নির্বাচনী ডামাডোলে বাজার মনিটরিং কার্যক্রমের উল্লেখযোগ্য উদ্যোগ নেয়া হয়নি। যার পরিপ্রেক্ষিতে রমজানকে ঘিরে নিত্যপণ্যের পাইকারি বাজার চড়তে শুরু করেছে। বিশ্ববাজারে দাম নিম্নমুখী থাকার পাশাপাশি দেশে পর্যাপ্ত আমদানিও হয়েছে। তা সত্ত্বেও এক মাস আগেই পাইকারি বাজারে বেড়েছে প্রধান প্রধান ভোগ্যপণ্যের দাম। যা মধ্য ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া রমজানের খুচরা বাজারের দামে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন বাজারসংশ্লিষ্টরা।
কালের কণ্ঠ
জলাতঙ্ক টিকা সংকটে বিপন্ন জীবন
‘আমার খুব ব্যথা করছে মা’—কাঁপা কণ্ঠে এভাবে ককাচ্ছিল কুকুরের কামড় খাওয়া ১৪ বছরের শাহেদ। তার পাশে অসহায়ের মতো কাঁদছিলেন বাবা আব্দুর রশিদ ও মা আরোশী বেগম। কারণ, সিরাজগঞ্জ সদর হাসপাতালে জলাতঙ্ক প্রতিরোধী টিকা নেই, যেখানে ছেলেটি চিকিৎসা নিতে এসেছে। বাধ্য হয়ে তাঁরা বেসরকারি ফার্মেসিতে ছুটে বেড়ান।
কিন্তু সেখানেও টিকা নেই।
প্রথম আলো
দেশে এলপিজি আমদানি কমেছে দেড় লাখ টন, দ্বিগুণ দামেও সিলিন্ডার পাচ্ছেন না ভোক্তা
দেশে প্রতিবছর ১০ শতাংশের বেশি হারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চাহিদা বাড়ে। তাই বাজারে সরবরাহ বাড়াতে হয়। ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে আমদানি বেড়েছে প্রায় ৩ লাখ ৩৬ হাজার টন।
আর আগের বছরের তুলনায় গত বছর আমদানি কমেছে প্রায় দেড় লাখ টন। বছরের শেষ তিন মাসে আমদানি কমার হার ছিল বেশি। এতে এলপিজির বাজারে তীব্র সংকট তৈরি হয়েছে।
বণিক বার্তা
নারী ও সংখ্যালঘুদের ওপর সহিংসতা বাড়ছে বাংলাদেশে
বাংলাদেশে নির্বাচন সামনে রেখে নারী ও ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সহিংসতা বাড়ছে। এটি মানবাধিকার রক্ষায় দেশটির অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা প্রকাশ করছে।
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) ওয়েবসাইটে ১৪ জানুয়ারি প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়। এটি লিখেছেন এইচআরডব্লিউর নারী অধিকার বিভাগের জ্যেষ্ঠ সমন্বয়ক শুভজিৎ সাহা।
যুগান্তর
বিএনপির মিত্ররা তাকিয়ে জাতীয় সরকারের দিকে
আসন সমঝোতার পর বিএনপির বিদ্রোহীদের অনেকেই মাঠে থাকায় কিছুটা চাপা ক্ষোভ আছে মিত্রদের মধ্যে। কিন্তু তা সত্ত্বেও মিত্র দলগুলোর নেতারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কারণ তাদের প্রত্যাশা-পরাজিত হলেও হয় তারা জাতীয় সরকারে স্থান পাবেন, নয়তো জায়গা হবে উচ্চকক্ষে। সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে দলগুলোর এমন মনোভাবের কথা জানা গেছে।
দেশ রূপান্তর
থানায় থানায় গাড়ি সংকট
ছাত্র-জনতার অভ্যুত্থানের পটপরিবর্তনের পর পুলিশের সবকটি ইউনিটিতে প্রকট আকার ধারণ করে যানবাহন ব্যবস্থাপনা। অবস্থা এমন যে, থানা ও ফাঁড়িগুলোতে যানবাহন নেই বললেই চলে। গাড়ির অভাবে ঠিকমতো অপারেশন কার্যক্রম চালাতে পারছে না পুলিশ। ফলে আসামি গ্রেপ্তার নিয়ে বড় ধরনের সমস্যায় পড়তে হয় তাদের। এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে অতিরিক্ত অভিযান চালানোর পরিকল্পনা নেওয়া হলেও গাড়ি সংকটে দুশ্চিন্তায় পড়েছেন পুলিশের শীর্ষ কর্তারা। ইতিমধ্যে পুলিশের জন্য নতুনের পাশাপাশি অতিরিক্ত যানবাহন চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে জানানো হয়, দ্রুত যানবাহন ক্রয় করতেই হবে। এজন্য অন্তত ৩০০ কোটি টাকা প্রয়োজন। পরে মন্ত্রণালয় ২৭৫ কোটি টাকার গাড়ি কেনার সিদ্ধান্ত দিলেও গতকাল শুক্রবার পর্যন্ত সম্পূর্ণ অর্থ পায়নি পুলিশ। ফলে অর্থাভাবে পুরোদমে গাড়ি কিনতে পারছে না বলে জানিয়েছে পুলিশ সূত্র।
যুগান্তর
গানম্যান দিয়ে টার্গেট কিলিং ঠেকানো যাবে না
নির্বাচনকালীন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও টার্গেট কিলিং বন্ধে প্রস্তুতি নিয়েছে সরকার। এরই অংশ হিসাবে নিরাপত্তা ঝুঁকিতে থাকা অর্ধশতাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে দেওয়া হয়েছে গানম্যান। এছাড়া রাজনৈতিক দলের আরও বেশকিছু গুরুত্বপূর্ণ নেতা ও বিশিষ্ট ব্যক্তির নিরাপত্তা জোরদার করা হয়েছে। সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার তালিকার ভিত্তিতেই এই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে ‘গুটি কয়েক’ ব্যক্তিকে গানম্যান দিয়ে বা নির্ধারিত লোকদের নিরাপত্তা বাড়িয়ে পরিকল্পিত হত্যাকাণ্ড বা নাশকতা বন্ধ করা সম্ভব নয় বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। সামনের দিনগুলোতে টার্গেট কিলিং বাড়ার আশঙ্কা করে তারা বলেছেন, দেশের সার্বিক নিরাপত্তাব্যবস্থা যথেষ্ট নয়। সবার জন্য নিরাপত্তা নিশ্চিত করা না গেলে সরকারের উদ্দেশ্য ব্যর্থ হবে।
সমকাল
বড় প্রকল্পনির্ভর উন্নয়নের বদলে সমন্বিত পরিকল্পনা জরুরি
বড় প্রকল্পনির্ভর উন্নয়নের বদলে নগর সমস্যার সমাধানে সমন্বিত পরিকল্পনা, উন্নয়ন ব্যবস্থাপনা ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করাই এখন সবচেয়ে জরুরি। দেশে একটিও পরিকল্পিত শহর গড়ে ওঠেনি।
গতকাল শুক্রবার অনলাইনে আয়োজিত পরিকল্পনা ও উন্নয়ন বিশ্লেষণী অনুষ্ঠানে বক্তারা এসব মত দেন। ‘২০২৫ সালে বাংলাদেশের নগর এলাকার পরিকল্পনা, উন্নয়ন, পরিবেশ ও ন্যায্যতা: নাগরিকদের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি)।
কালবেলা
খালেদা জিয়ার আদর্শই হবে চালিকাশক্তি
বিএনপির সদ্য প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক এবং কর্মজীবন, গণতন্ত্র ও মানুষের অধিকারের প্রশ্নে তার আপসহীন সংগ্রামের কথা তুলে ধরে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজন তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন। তারা বলেছেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী হয়েও খালেদা জিয়া বিগত সরকারের আমলে রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হয়েছেন। চব্বিশের গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতনের পর তিনি কোনো ধরনের বিদ্বেষ ছড়াননি। নির্যাতিত হয়েও কারও বিরুদ্ধে অসম্মানজনক মন্তব্য করেননি। বরং ওই সময় তরুণ সমাজের প্রতি ধৈর্য ধরার এবং দেশকে পুনর্গঠনের আহ্বান জানিয়েছিলেন। তিনি রাজনৈতিক উদারতা ও শিষ্টাচারের দৃষ্টান্ত তৈরি করে গেছেন। একই সঙ্গে তিনি সত্য ও ন্যায়ের পক্ষে আজীবন লড়াই করেছেন। গণতন্ত্র ও স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে ছিলেন আপসহীন। বাংলাদেশ যতদিন থাকবে, ইতিহাসের প্রতিটি অধ্যায়ে খালেদা জিয়ার নাম লেখা থাকবে। খালেদা জিয়ার আদর্শই হবে ভবিষ্যৎ বাংলাদেশের চালিকাশক্তি। দেশ গঠনে তার মৃত্যুর শোককে শক্তিতে পরিণত করে আমাদের এগিয়ে যেতে হবে।
বিবিসি বাংলা
তামিম ইকবাল, বিসিবি ও কোয়াব- ত্রিমুখী সংকটের নেপথ্যের রাজনীতি ও পুঞ্জিভূত ক্ষোভ
বাংলাদেশের ক্রিকেট এমন এক মোড়ে এসে দাঁড়িয়ে যেখানে স্বভাবতই তিনটি পথ তিন দিকে চলে গেছে।
একদিকে মোস্তাফিজের ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ যাত্রায় বাঁধা, একদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অভ্যন্তরীণ রাজনীতি, অন্যদিকে সমর্থকদের মধ্যে দুটি পক্ষ- এক পক্ষ কিছুতেই মানছেন না ক্রিকেটাররা নিজেদের ইচ্ছায় বিপিএল বয়কট করতে পারেন, অপর পক্ষ বলছেন ক্রিকেটাররাই ক্রিকেটের প্রাণ, তাদের আঁতে ঘা দিয়ে ক্রিকেট এগোনো যাবে না।
