দামের সঙ্গে বাড়ছে স্বর্ণ ডাকাতি

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
পেশার স্বার্থে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকা সময়ের দাবি
যেকোনো পরিস্থিতিতে স্বাধীন সাংবাদিকতা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন সংবাদপত্রের সম্পাদক, প্রকাশক এবং গণমাধ্যমকর্মীরা। বক্তারা বলেন, বর্তমান পরিস্থিতিতে গণমাধ্যমের সামনে বড় বাধা হলো অনৈক্য। এ জন্য গণমাধ্যম হামলার শিকার হচ্ছে। গণমাধ্যমের ওপর এ আঘাত মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বাধীন সাংবাদিকতার জন্য সবার ঐক্যবদ্ধ হওয়া এখন সময়ের দাবি।
দেশ রূপান্তর
দামের সঙ্গে বাড়ছে স্বর্ণ ডাকাতি
দামের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জুয়েলারি প্রতিষ্ঠানে চুরি-ডাকাতির ঘটনা। দেশের বিভিন্ন স্থানে জুয়েলারি দোকানগুলো টার্গেট করে সুপরিকল্পিতভাবে প্রায়ই ডাকাতির ঘটনা ঘটছে। এ নিয়ে উদ্বিগ্ন ব্যবসায়ীরা। তদন্ত-সংশ্লিষ্টরা জানিয়েছেন, বছরে এক থেকে দুটি প্রতিষ্ঠান বা বাড়ি টার্গেট করে চক্রের সদস্যরা। এরপর তিন থেকে চার মাস ধরে পরিকল্পনা শেষে পূর্ণ প্রস্তুতি নিয়ে মিশনে নামে তারা। গ্রেপ্তার এড়াতে তারা মোবাইল ফোন ব্যবহার করে না। আর আগে থেকেই ঠিক করে রাখে চুরি-ডাকাতির স্বর্ণালংকার বিক্রির স্থান।
আজকের পত্রিকা
জাতীয় সংসদ নির্বাচন: দলগুলোর কাঠগড়ায় ইসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা সমান সুযোগ নষ্ট করার অভিযোগ তুলেছে রাজনৈতিক দলগুলো। দলগুলোর এই অভিযোগের কাঠগড়ায় নির্বাচন কমিশন (ইসি)। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন দল ইসির বিরুদ্ধে অভিযোগ এনেছে।
প্রথম আলো
সীমান্তে অবৈধ পারাপার ও অস্ত্র চোরাচালান, ২৭ জেলায় ৭৮৭ ‘লাইনম্যান’
সীমান্তে অবৈধ পারাপার, জাল টাকার কারবার ও অস্ত্র চোরাচালান বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে অপরাধ ঘটিয়ে সীমান্ত হয়ে পালানোর ঘটনা নির্বাচনকেন্দ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে।
সম্প্রতি সরকারের আইনশৃঙ্খলা-সংক্রান্ত বেশ কয়েকটি সভায় সীমান্ত নিয়ে এমন উদ্বেগের কথা উঠে এসেছে। এমন পরিস্থিতিতে দেশের সীমান্তবর্তী ২৭টি জেলায় বিশেষভাবে নজরদারির জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশকেও (বিজিবি) আরও সতর্ক হতে বলা হয়েছে।
বণিক বার্তা
পাঁচ বছরের ব্যবধানে অপহরণ বেড়েছে দ্বিগুণেরও বেশি
নালা নির্মাণের কাজ পরিদর্শনে গিয়ে অপহরণ হন বগুড়ার সারিয়াকান্দি পৌরসভার উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম বিপ্লব। পরে দুই দফা মুক্তিপণ দিয়ে পরিবারের সদস্যরা তাকে ছাড়িয়ে আনেন। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী অজ্ঞাত কয়েকজনকে আসামি করে অপহরণ মামলা করেন। কেবল বিপ্লবই নন, গত পাঁচ বছরের ব্যবধানে সারা দেশে অপহরণের ঘটনা এবং মামলা বেড়েছে দ্বিগুণেরও বেশি। বিশেষজ্ঞরা বলছেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতায় এ ধরনের অপরাধ বেড়েই চলেছে। তবে পুলিশের দাবি, এসব ঘটনার অধিকাংশই ব্যবসায়িক ও আর্থিক লেনদেনকে ঘিরে সংঘটিত হচ্ছে।
বিবিসি বাংলা
দ্বৈত নাগরিকেরা স্থানীয় ভোটে প্রার্থী হতে পারলেও সংসদ নির্বাচনে কেন পারেন না?
বাংলাদেশের আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হলেও তাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে দ্বৈত নাগরিকত্ব যথাযথভাবে ত্যাগ না করার কারণে। আবার কোনো কোনো প্রার্থী দ্বৈত নাগরিক হয়েও এ নিয়ে হলফনামায় তথ্য গোপন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে রিটার্নিং কর্মকর্তাদের দুই ধরনের সিদ্ধান্ত নিয়ে ইসিতে আপিল করা হয় এই মাসের শুরুতে।
বণিক বার্তা
নানা উদ্যোগ সত্ত্বেও বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমেনি যুক্তরাষ্ট্রের
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরোপিত পাল্টা শুল্ক কমাতে দরকষাকষিতে যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি বাড়ানোর নানা উদ্যোগ নিয়েছিল অন্তর্বর্তী সরকার। এ উদ্যোগের অংশ হিসেবে এরই মধ্যে গম, ভুট্টা, সয়াবিন, তুলাসহ বেশকিছু পণ্য আমদানি হয়েছে। এলএনজি, উড়োজাহাজ, যন্ত্রাংশসহ আরো নানা পণ্য আমদানির বিষয়ে চুক্তি করেছে বাংলাদেশ। যদিও প্রাপ্ত তথ্যে দেখা যাচ্ছে, বিদায়ী বছরে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের আমদানি বাড়েনি। উল্টো বছরটিতে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি আরো বেড়েছে।
যুগান্তর
বিএনপি কখনো ‘গুপ্ত’ বা ‘সুপ্ত’ বেশ ধারণ করেনি
বিএনপির আপসহীন ভূমিকার কারণে ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে এ দলকে দমিয়ে রাখা সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেড় দশকেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের তীব্রতা কখনো কখনো হয়তো কিছুটা স্তিমিত হয়েছে কিংবা আন্দোলন কখনো তুঙ্গে উঠেছে। এ আন্দোলন করতে গিয়ে বছরের পর বছর ধরে অসংখ্য গুম-খুন-অপহরণ-মিথ্যা মামলায় হয়রানি ও নির্যাতনের পরও বিএনপির একজন নেতাকর্মীও রাজপথ ছাড়েনি। একই পরিবারের এক ভাই গুম হয়েছে, আরেক ভাই গিয়ে তার জায়গায় পরের দিন রাজপথে আন্দোলনকে আরও তীব্রতর করার শপথ নিয়ে দাঁড়িয়ে গেছে। কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা। শনিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গুম-খুন ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তারেক রহমান এসব কথা বলেন।
বণিক বার্তা
অবৈতনিক শিক্ষাদানে দক্ষিণ ও মধ্য এশিয়ায় সবচেয়ে পিছিয়ে বাংলাদেশ
মানুষের মৌলিক অধিকারগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ধরা হয় শিক্ষাকে। জাতিসংঘ টেকসই উন্নয়নের লক্ষ্য বা এসডিজি হিসেবে যে ১৭টি লক্ষ্য স্থির করেছে তার মধ্যে চতুর্থটি হলো সবার জন্য অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক গুণগত শিক্ষা নিশ্চিতকরণ এবং জীবনব্যাপী শিক্ষালাভের সুযোগ সৃষ্টি। বাংলাদেশসহ জাতিসংঘের ১৯৩টি সদস্যরাষ্ট্র সর্বসম্মতভাবে ২০১৫ সালে টেকসই উন্নয়নের লক্ষ্য বা এসডিজি গ্রহণ করেছে। ২০৩০ সালের মধ্যে এ লক্ষ্য বাস্তবায়নের কথা।
কালের কণ্ঠ
সমঝোতার সময় আর দুই দিন
সময় আর মাত্র দুই দিন। আজ ১৮ জানুয়ারি রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানি শেষ হওয়ার পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনার দুটি আসন ছাড়া ২৯৮টি আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী চূড়ান্ত হয়ে যাবে। এরপর ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। প্রার্থিতা প্রত্যাহারের দিনটি শেষ হলে বিএনপির বিদ্রোহী প্রার্থীদের যেমন নির্বাচনী মাঠ থেকে সরানো যাবে না, তেমনি জামায়াত নেতৃত্বাধীন জোটে ইসলামী আন্দোলনের আসার সম্ভাবনার পথও বন্ধ হয়ে যাবে।
প্রথম আলো
একীভূত পাঁচ ব্যাংকের আমানতের মুনাফায় ‘হেয়ারকাট’, এরপর কী
একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা পাঁচ ব্যাংকের আমানতকারীদের ২০২৪ ও ২০২৫ সালের আমানতের মুনাফা কেটে রাখার সিদ্ধান্ত হয়েছে। আন্তর্জাতিক রীতি মেনে মুনাফা ‘হেয়ারকাট’ করার এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে আমানতকারীরা এ সময়ের মুনাফা পাবেন না।
যাঁরা ইতিমধ্যে এ সময়ের মুনাফা তুলে নিয়েছেন, তাঁদের মুনাফার সমপরিমাণ অর্থ আমানত থেকে কেটে রেখে হেয়ারকাট পদ্ধতি কার্যকর করা হবে। বিশ্বজুড়ে ব্যাংক একীভূত প্রক্রিয়ায় হেয়ারকাট-প্রক্রিয়া অনুসরণ করা হয়। ব্যাংক সংকটে পড়লে বা একীভূত করার উদ্যোগে এ প্রক্রিয়া মানা হয়। বাংলাদেশও একই পথ বেছে নিয়েছে।
দেশ রূপান্তর
আছে ঢের তবু কেন আমদানি
সদ্য শেষ হওয়া আমন মৌসুম থেকে চালের ভালো জোগান পাওয়া গেছে। বাজারে নতুন চালের সরবরাহও আছে। সরকারের কাছে আছে চালের রেকর্ড মজুদ। তারপরও সরবরাহ সংকটের অজুহাতে চাল ব্যবসায়ীরা শুরু করেছেন নতুন চালবাজি। অভিযোগ আছে, ‘মন্ত্রণালয়ে ম্যানেজ করে’ ইতিমধ্যে সুনির্দিষ্ট ‘দুটি’ জাতের চালের দাম বাড়িয়েছেন তারা। কিন্তু সরকার এ বিষয়ে যৌক্তিক কোনো পদক্ষেপ না নিয়ে ‘উল্টো পথে হাঁটতে’ শুরু করেছে। মাত্র দুটি জাতের চালের দাম বৃদ্ধি ঠেকাতে সরবরাহ বাড়ানোর নাম করে বেসরকারি খাতে চাল আমদানির সুযোগ দেওয়ার পাঁয়তারা হচ্ছে খোদ খাদ্য মন্ত্রণালয় থেকে। মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, একটি পক্ষ খাদ্য উপদেষ্টাকে চাল আমদানির জন্য রাজি করাতে উঠে পড়ে লেগেছে। আলোচনায় এখনো আমদানির পরিমাণ নির্ধারণ হয়নি।
