বাংলাদেশের প্রধান ঝুঁকি অপরাধমূলক কর্মকাণ্ড

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
মার্কিন হামলার আশঙ্কা, সতর্ক ইরান
ইরানে সরকারবিরোধী বিক্ষোভ ঘিরে দেশটিতে যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কা জোরালো হয়েছে। দুই দেশের মধ্যে উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছেছে যে ২৪ ঘণ্টার মধ্যে এ হামলা চালানো হতে পারে বলে গতকাল বুধবার জানিয়েছে একটি সূত্র। এমন পরিস্থিতিতে পাল্টা হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। যেকোনো আগ্রাসন প্রতিরোধে ‘সর্বোচ্চ প্রস্তুত’ বলে ঘোষণা দিয়েছে তারা।
বণিক বার্তা
ঢাকায় মাঠ পার্ক জলাশয় দখল হলেও পরিবেশ আন্দোলনে নীরবতা
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ধানমন্ডির সাত মসজিদ রোডে গাছ কাটা, তেঁতুলতলা মাঠে থানা ভবন নির্মাণসহ বিভিন্ন ঘটনার প্রতিবাদে নাগরিক সমাজ ও পরিবেশবাদীদের পক্ষ থেকে আন্দোলন দেখা গিয়েছিল। বিগত শাসনামলে নেয়া পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিলের সংরক্ষিত জলাধারে এফডিসি থেকে পলাশী পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের সংযোগ সড়ক প্রকল্প বাতিলের দাবিতে পরিবেশকর্মীরা ২০২৪ সালের ডিসেম্বর থেকে টানা কয়েক মাস আন্দোলন করেন।
দেশ রূপান্তর
রাতের ভোটে লেনদেন ১০ হাজার কোটি
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘রাতের বেলায়’ ভোট নেওয়ার রহস্য উদঘাটন করতে প্রায় ছয় মাস ধরে পুলিশের সবকটি ইউনিট ও গোয়েন্দা সংস্থা তদন্ত করেছে। এতে রাতের কারিগরদের চিহ্নিত করার পাশাপাশি অর্থ লেনদেনের তথ্য জানা গেছে। পুলিশের অভ্যন্তরীণ তদন্তে জানা গেছে, রাতের ভোট সম্পন্ন করতে লেনদেন হয়েছে ১০ হাজার কোটি টাকা। এসব অর্থের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন ক্যাডারদের পেছনে ব্যয় হয়েছে সাড়ে ৩ হাজার কোটি টাকা। বাকি টাকার একাংশ কয়েকটি খাতে দেওয়ার পর উদ্বৃত্ত অর্থ মেরে দিয়েছেন আওয়ামী লীগ নেতারা।
বিবিসি বাংলা
অনিশ্চয়তায় জামায়াতের জোট, ভেতরে অবিশ্বাস
চরমোনাই পীরের ইসলামী আন্দোলনসহ দুটি দলের সঙ্গে জামায়াতে ইসলামীর টানাপোড়েন তৈরি হওয়ায় অনিশ্চয়তার মুখে পড়েছে তাদের ১১ দলীয় জোট।
জামায়াতকে নিয়ে 'অবিশ্বাস' আর 'সন্দেহের' কথা এসেছে এই জোটে। ইসলামী আন্দোলনের নেতারা আলাদা জোট গঠনের ইঙ্গিতও দিচ্ছেন।
দেশ রূপান্তর
ফ্যামিলি কার্ড ৫-৭ বছরের জন্য
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাষ্ট্র পুনর্গঠন ও গণতন্ত্র পুনরুদ্ধারকে কেন্দ্র করে বিএনপি তার নির্বাচনী ইশতেহার প্রায় চূড়ান্ত করেছে। দলটির ঘোষিত ৩১ দফা, জুলাই সনদ ও সাম্প্রতিক রাজনৈতিক দিকনির্দেশনার সমন্বয়ে গঠিত এ ইশতেহার শিগগির আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
বিবিসি বাংলা
বাংলাদেশসহ যে ৭৫টি দেশের অভিবাসন ভিসার কাজ স্থগিত করলো ট্রাম্প প্রশাসন
বাংলাদেশসহ ৭৫টি দেশের অভিবাসীদের জন্য অনির্দিষ্টকালের জন্য অভিবাসন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে ট্রাম্প প্রশাসন। এর ফলে যুক্তরাষ্ট্রে প্রবেশের বৈধ পথগুলো আরও সীমিত হয়ে যাচ্ছে।
বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর জানায়, যারা কল্যাণমূলক ও সরকারি সুবিধা নেওয়ার মাধ্যমে আমেরিকার জনগণের কাছ থেকে সম্পদ লুফে নিতে চায় তাদের পদ্ধতিগত 'অপব্যবহারের ইতি' টানতে চায় প্রশাসন।
বণিক বার্তা
ভোটের আগের মাসে রেমিট্যান্সে ৭২% প্রবৃদ্ধি
দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট আগামী ১২ ফেব্রুয়ারি। তার আগের মাস জানুয়ারিতেই রেকর্ড রেমিট্যান্স প্রবাহ। চলতি মাসের প্রথম ১৩ দিনেই প্রবাসী বাংলাদেশীরা দেশে পাঠিয়েছেন ১৫৯ কোটি ডলার বা ১ দশমিক ৫৯ বিলিয়ন ডলার। দেশের ইতিহাসে এত অল্প সময়ে এ পরিমাণ রেমিট্যান্স এর আগে আর কখনই আসেনি।
বিবিসি বাংলা
ক্রিকেট বোর্ড পরিচালক নাজমুলের মন্তব্য, ক্রিকেটারদের খেলা বর্জনের হুমকি, 'অনুতপ্ত' হয়ে বিসিবি'র বিবৃতি – কী হয়েছিল
বাংলাদেশ ক্রিকেট টিমের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে পরীক্ষিত 'ভারতের এজেন্ট' বলে ফেসবুক স্ট্যাটাস দিয়ে আলোচনায় আসা বিসিবি পরিচালক নাজমুল ইসলামের সাম্প্রতিক এক মন্তব্যের জের ধরে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল বর্জনের ডাক দিয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের সংগঠন 'ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন' বা কোয়াবের অন্তর্ভুক্ত ক্রিকেটাররা।
কোয়াবের সভাপতি মোহাম্মদ মিথুন বুধবার রাতে এক ভিডিওবার্তায় এই ঘোষণা দেন।
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রিকেটাররা "আজ পর্যন্ত একটাও বৈশ্বিক কাপ আনতে" পারেনি এবং তাদের পেছনে "খরচ করা হচ্ছে" বলে পরিচালক নাজমুল ইসলামের করা মন্তব্যের কয়েক ঘণ্টা পর এই সিদ্ধান্তের কথা জানানো হয় কোয়াবের পক্ষ থেকে।
সমকাল
বাংলাদেশের প্রধান ঝুঁকি অপরাধমূলক কর্মকাণ্ড
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈশ্বিক ঝুঁকি প্রতিবেদনে চলতি বছরে ‘অপরাধ এবং অবৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড’কে বাংলাদেশের প্রধানতম ঝুঁকি হিসেবে চিহ্নিত করা হয়েছে। আগের বছরগুলোতে মূল্যস্ফীতি, জ্বালানি সংকট, কর্মসংস্থানের মতো বিষয় বাংলাদেশের জন্য প্রধান ঝুঁকি হিসেবে স্থান পেত। এবার নির্বাচনের বছর প্রথমবারের মতো ‘অপরাধ’ সেই জায়গা নিল।
গতকাল বুধবার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) জেনেভা থেকে ‘গ্লোবাল রিস্ক রিপোর্ট-২০২৬’ প্রকাশ করেছে। এতে বিশ্বের জন্য প্রধান ঝুঁকি হিসেবে উঠে এসেছে ভূ-অর্থনৈতিক বিরোধ। বাংলাদেশের ক্ষেত্রে এটি দ্বিতীয় প্রধান ঝুঁকি। গত কয়েক বছরে ভূ-অর্থনৈতিক বিরোধ বা সংঘাত বাংলাদেশের প্রথম পাঁচ ঝুঁকির তালিকায় ছিল না।
আজকের পত্রিকা
আসন সমঝোতার আলোচনা, থমকে যাচ্ছে বারবার
প্রায় চূড়ান্ত পর্যায়ে গিয়েও শেষ মুহূর্তে আটকে গেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের আসন সমঝোতা। ইসলামী আন্দোলন বাংলাদেশের অসন্তোষে জোট নিয়ে আবার অনিশ্চয়তার আভাস মিলছে। এতে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ঘনিয়ে এলেও জোটের ভেতরে আসন বণ্টন নিয়ে ঐকমত্যে পৌঁছানো যাচ্ছে না।
গতকাল বুধবার বিকেলে সংবাদ সম্মেলন করে ১১ দলীয় জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে সেই সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। সমঝোতার ঘোষণা কবে দেওয়া হবে, সেটাও পরিষ্কার করা হয়নি।
সমকাল
নির্বাচনের খরচ এক হাজার কোটি টাকা বাড়ল
দেশে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজনের প্রস্তুতি নেওয়ায় নির্বাচনী খরচ উল্লেখযোগ্য হারে বাড়ছে। এই বছর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে– এমন ধরে নিয়ে ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেটে নির্বাচনী খরচের জন্য বরাদ্দ রাখা হয়েছিল দুই হাজার ৮০ কোটি টাকা। তবে জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট যুক্ত হওয়ায় প্রচার, ব্যবস্থাপনা ও সার্বিক কার্যক্রমের পরিধি বড় হচ্ছে। এ কারণে সংশোধিত বাজেটে আরও এক হাজার ৭০ কোটি টাকা বাড়িয়ে মোট বরাদ্দ তিন হাজার ১৫০ কোটি টাকা করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এসব তথ্য জানা গেছে।
আজকের পত্রিকা
নাব্যতা-সংকটে পায়রা বন্দরের জাহাজ ভিড়ছে চট্টগ্রামে
পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে।
পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল) বিদ্যুৎকেন্দ্রের জন্য আনা কয়লাবাহী মাদার ভেসেলগুলো চট্টগ্রাম সমুদ্রবন্দরের বহির্নোঙরে খালাস করতে হচ্ছে। পরে লাইটার জাহাজে করে সেগুলো পাঠানো হচ্ছে পায়রা বন্দরে। এতে খরচ ও সময়—দুটোই বেড়েছে।
প্রথম আলো
২০১৮ সালের ভোট হয় রাত ১০টা-৩টার মধ্যে
২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতেই সারা দেশে ৮০ শতাংশ কেন্দ্রে ব্যালটে সিল মেরে বাক্সে ভরে রাখা হয়েছিল। রাত ১০টা থেকে শুরু হয় সিল মারা। চলে রাত ৩টা পর্যন্ত।
আওয়ামী লীগকে জেতাতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এভাবে ‘রাতের ভোট’ করার পরামর্শ দিয়েছিলেন তখনকার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারী, যিনি পরে সৌদি আরবে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান। জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আর দেশে ফেরেননি।
কালের কণ্ঠ
অন্তর্বর্তী সরকার বাতিল করেছে ২৯ প্রকল্প, সাশ্রয় ৫,৮৪৭ কোটি
জুলাই গণ-আন্দোলনে পলাতক শেখ হাসিনার সাবেক সরকারের রাজনৈতিক সিদ্ধান্তে নেওয়া অপ্রয়োজনীয় ১২ হাজার ৩২৬ কোটি টাকার ২৯টি উন্নয়ন প্রকল্প বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। ২০২৪-২৫ অর্থবছরে সরকারি উন্নয়ন ব্যয়ে শৃঙ্খলা ফেরাতে তাৎপর্যপূর্ণ এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রকল্পগুলো বাতিলের ফলে সরকার প্রায় পাঁচ হাজার ৮৪৭ কোটি টাকা সাশ্রয় করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)।
যুগান্তর
রাজনৈতিক অস্থিরতায় গতিহারা অর্থনীতি
সাম্প্রতিক সময়ে সৃষ্ট রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশের অর্থনৈতিক মন্দা থেকে পুনরুদ্ধার কার্যক্রম কিছুটা গতি হারিয়েছে বা শ্লথ হয়ে পড়েছে। যেখানে প্রতিবেশী দেশগুলোর অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রম স্থিতিশীল রয়েছে। এ কারণে চলতি অর্থবছরের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) সম্ভাব্য প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কিছুটা কমানো হয়েছে। আসন্ন সাধারণ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার ক্ষমতা নিয়ে কাঠামোগত সংস্কার বাস্তবায়ন কার্যক্রম অব্যাহত রাখলে বিদ্যমান রাজনৈতিক অনিশ্চয়তা হ্রাস পাবে। পাশাপাশি দেশের শিল্প খাত চাঙা হবে। এসব কারণে আগের পূর্বাভাসের চেয়ে দ্রুততর গতিতে সরকারি ব্যয় এবং বিনিয়োগ বাড়বে।
কালবেলা
কাজ নেই, তবু আছে কোম্পানি
গাজীপুর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত বাস চলাচলের একটি বিশেষায়িত সড়ক তৈরির পরিকল্পনা বাস্তবে রূপ দিতে ২০১২ সালে কাজ শুরু হয়, যা ২০১৬ সালে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ২০২৬ সালে এসেও শেষ হয়নি কাজ। পরিকল্পনা অনুযায়ী কাজ শেষ না হলেও প্রকল্পের অধীনে যেসব সড়ক তৈরি হয়েছে, সেগুলো এরই মধ্যে সব ধরনের যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। ময়মনসিংহ থেকে গাজীপুরের প্রবেশমুখের সড়কে আরও কিছু কাজ বাকি।
