গুঁড়া দুধে ৬৭ ভাগই ভেজাল

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
আচরণবিধি ভাঙছেন সব দলের প্রার্থীরাই
এবার প্রথমবারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় রাজনৈতিক দল ও প্রার্থীরা নির্বাচনী আচরণ বিধিমালা মেনে চলার অঙ্গীকারনামা দিয়েছিলেন। তবে অনেকেই সে অঙ্গীকার রক্ষা করছেন না। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) প্রায় সব দলের প্রার্থীরাই আচরণ বিধিমালা ভাঙছেন।
আজকের পত্রিকা
জাতীয় সংসদ নির্বাচন: ভোট বর্জনের চিন্তায় এনসিপি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন নির্বাচনে অংশগ্রহণের সব প্রস্তুতি নিলেও শেষ পর্যন্ত তারা ভোটের মাঠে থাকবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এবং সব দল সমান সুযোগ পাচ্ছে না বলে অভিযোগ আছে দলটির।
এই অবস্থায় এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গত রোববার সংবাদ সম্মেলন করে বলেছিলেন, এনসিপি নির্বাচনে অংশগ্রহণ করবে কি না, তা পুনর্বিবেচনা করা হতে পারে। আর গতকাল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি বলেছেন, যেকোনো সিদ্ধান্তের জন্য প্রস্তুত এনসিপি।
দেশ রূপান্তর
গুঁড়া দুধে ৬৭ ভাগই ভেজাল
শান্তিনগরের মুদি দোকানি জাহিদ হাসানের দোকানে সব পণ্য পাওয়া গেলেও তিনি নিজের তিন বছরের কন্যাশিশুর জন্য খাদ্যদ্রব্য কেনেন ‘একটু উন্নত’ ডিপার্টমেন্ট-স্টোর থেকে। তার বিশ্বাস, ভালো ব্র্যান্ডের খাদ্যপণ্য শিশুদের জন্য স্বাস্থ্যকর। দাম একটু বেশি হলেও তিনি সেখান থেকেই সন্তানের জন্য গুঁড়া দুধ, চকলেট, চিপস ও অন্যান্য খাদ্যপণ্য কেনেন।
বণিক বার্তা
হেক্টরপ্রতি ধানের ফলনে অনেক পিছিয়ে বাংলাদেশ
ধান উৎপাদনে বিশ্বে ভারত-চীনের পরই বাংলাদেশের অবস্থান। ২০২৪-২৫ অর্থবছরে দেশে ৪ কোটি ১৯ লাখ ১৬ হাজার টন চাল উৎপাদন হয়েছে। তবে হেক্টরপ্রতি ধান উৎপাদনে বিশ্বে অনেকটাই পিছিয়ে বাংলাদেশ। মরক্কো, ব্রাজিল, মিসর ও চীনে বাংলাদেশের চেয়ে হেক্টরপ্রতি দেড় গুণ ফলন হয়। অস্ট্রেলিয়ায় ফলন আড়াই গুণ ও তুরস্ক-যুক্তরাষ্ট্রে প্রায় দ্বিগুণ। এমনকি ভিয়েতনামে বাংলাদেশের চেয়ে হেক্টরপ্রতি ফলন প্রায় দেড় টন বেশি।
কালের কণ্ঠ
স্কুলের মতো বিশ্ববিদ্যালয় চালাতে চায় ইউজিসি
স্কুল-কলেজে শিক্ষক নিয়োগ দেয় সরকার। অনেকটা সেই আদলে বেসরকারি বিশ্ববিদ্যালয়েও উপাচার্য (ভিসি), উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ দিতে চায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
এমনকি যাঁরা বিনিয়োগ করে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করছেন, অর্থ ব্যয়, নিয়োগসহ নানা কাজে তাঁদের কোণঠাসা করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়কে অলাভজনক রেখে বিনিয়োগকে নিরুৎসাহ করার চেষ্টা করা হচ্ছে।
আজকের পত্রিকা
মামলার তদন্ত: ঢাকার খুনে পুলিশের ‘বিদেশ ফর্মুলা’
রাজধানী ঢাকায় কোনো ‘হাইপ্রোফাইল’ (উঁচু স্তরের) কেউ খুন হলে বা অন্য কোনো আলোচিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটলে প্রায়ই পুলিশের ভাষ্যে উঠে আসে বিদেশে অবস্থানরত সন্ত্রাসী কিংবা ‘গডফাদারের’ নাম। দেশের বাইরে থাকা ব্যক্তিদের ওপর দায় চাপানোর কারণে অনেক ক্ষেত্রে হত্যাকাণ্ডের প্রকৃত পরিকল্পনাকারী ও তাঁদের উদ্দেশ্য শেষ পর্যন্ত অজানা থেকে যায়।
দেশ রূপান্তর
ভোটে ভয় ভুয়া তথ্য-লুটের অস্ত্র
ত্রয়োদশ সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে, লুট হওয়া অস্ত্র ও ককটেল আতঙ্ক ততই বাড়ছে। পাশাপাশি রাজনৈতিক বিরুদ্ধ, চাঁদাবাজি, আধিপত্য বিস্তার, কন্ট্রাক্ট কিলিং ও ককটেল বিস্ফোরণ নিয়ে আসন্ন নির্বাচনে বড় নিরাপত্তাঝুঁকিতে পরিণত হচ্ছে। রাজনৈতিক উত্তেজনা, প্রভাব বিস্তারের প্রতিযোগিতা এবং সম্ভাব্য সহিংসতা ঘিরে সন্ত্রাসী ও অপরাধী চক্রগুলো অস্ত্র ও ককটেল মজুদের দিকেও ঝুঁকছে। ২০২৪ সালে জুলাই-আগস্ট আন্দোলনের সময় দেশের বিভিন্ন থানা, ফাঁড়ি ও কারাগার থেকে লুট হওয়া অস্ত্রের ১ হাজার ৩৬২টি এখনো উদ্ধার হয়নি। লুট হওয়া এসব অস্ত্র ছিনতাই, ডাকাতির কাজে ব্যবহার করছে অপরাধীরা। পাশাপাশি এসব অস্ত্র উদ্ধার না হওয়ায় আসন্ন সংসদ নির্বাচনের নিরাপত্তা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে।
আজকের পত্রিকা
ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট
অনেকটা পাগলের মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী, এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন মশিউর রহমান ওরফে সম্রাট (৪০)। এসব খুনের ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তারের পর আজ সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
দেশ রূপান্তর
৫৯ শতাংশ ভোটকেন্দ্রই ‘ঝুঁকিপূর্ণ’
নিরাপত্তার নিরিখে ত্রয়োদশ সংসদ নির্বাচনের বেশিরভাগ ভোটকেন্দ্র ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৭৬১টি।
প্রথম আলো
ঘরে ডাকাতি, পথে ছিনতাই, মামলা বেড়েছে ৩৯%
চুরি, ডাকাতি, ছিনতাই, দস্যুতা ও অপহরণ—২০২৫ সালে এসব অপরাধের মামলার সংখ্যা বেড়েছে। অপরাধ বিশ্লেষকেরা বলছেন, মামলা বৃদ্ধি মানে অপরাধও বৃদ্ধি। এ ধরনের অপরাধ সাধারণ মানুষের জীবনযাত্রা ও চলাচলে বেশি প্রভাব ফেলে এবং নিরাপত্তাহীনতার বোধ তৈরি হয়। অবশ্য অন্য অপরাধও এ ক্ষেত্রে প্রভাব ফেলে।
কালের কণ্ঠ
হেভিওয়েটরা কে কার মুখোমুখি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত তালিকায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী কারা থাকছেন তা আজ মঙ্গলবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন পার হলেই জানা যাবে। আগামীকাল বুধবার নির্বাচন কমিশন সেই তালিকা প্রকাশ করবে। কিন্তু তার আগেই ভোটের লড়াইয়ে সবার নজর হেভিওয়েট প্রার্থীদের দিকে। তাঁরা কে কোথায় লড়ছেন তা চূড়ান্ত হয়ে গেছে।
সমকাল
ভোটে আটকানো যায়নি ৪৫ ঋণখেলাপিকে
ঋণখেলাপি হয়েও নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন কমপক্ষে ৪৫ প্রার্থী। গণপ্রতিনিধিত্ব আদেশসহ (আরপিও) বিভিন্ন আইনে ঋণখেলাপিদের আটকানোর সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। কিন্তু এসব প্রতিবন্ধকতা পেরিয়ে ৪৫ ঋণখেলাপি বেরিয়ে গেলেও বাদ পড়েছেন ৬৮ জন। ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের বাছাই এবং নির্বাচন কমিশনের আপিল শুনানি শেষ হয়েছে। এর পরে রয়েছে উচ্চ আদালতে আইনি লড়াই। ঋণখেলাপির অভিযোগে বাদ পড়া অনেকেই উচ্চ আদালতে আইনের আশ্রয় নেওয়ার ঘোষণা দিয়ে রেখেছেন।
যুগান্তর
চাপের মুখে নির্বাচন কমিশন
রাজনৈতিক দলগুলোর পালটাপালটি অভিযোগে কঠিন চাপের মুখে পড়েছে নির্বাচন কমিশন (ইসি)। পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীক মাঝামাঝি রাখা, দ্বৈত নাগরিকত্বের অভিযোগ থাকা প্রার্থীদের প্রার্থিতা বহাল বা বাতিল করা, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না হওয়া, পক্ষপাত আচরণ, জাতীয় সংসদের আগে সব ধরনের নির্বাচন বন্ধ করা এবং পরবর্তী সময়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের অনুমতি দেওয়াসহ বিভিন্ন ইস্যুতে দলগুলোর মধ্যে মতভিন্নতায় এ চাপ তৈরি হয়েছে। কারণ, এসব ইস্যুতে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি ইসিতে গিয়ে কয়েকদিন ধরে পালটাপালটি অভিযোগ করে আসছে। এ দলগুলো ইসির নিরপেক্ষ কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছে। একই ইস্যুতে দুদিন ধরে ঘেরাও কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
বণিক বার্তা
৫০ কোটি টাকার বেশি ব্যাংক ঋণের প্রায় অর্ধেকই এখন খেলাপি
অর্থনৈতিক কর্মকাণ্ডে স্থবিরতা, উচ্চ মূল্যস্ফীতি ও বাড়তি সুদহারের প্রভাবে বেশি ক্ষতিগ্রস্ত হয় যেকোনো দেশের ছোট ও ক্ষুদ্র উদ্যোক্তারা। সে হিসাবে এ ধরনের পরিস্থিতিতে তাদেরই বেশি ঋণখেলাপি হওয়ার কথা। যদিও দেশের কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে উঠে এসেছে বিপরীত চিত্র। পরিসংখ্যান বলছে, দেশের ব্যাংক খাতে ১ কোটি টাকার কম এমন ঋণের মধ্যে ১৬ শতাংশ খেলাপি। অন্যদিকে ৫০ কোটি টাকার বেশি এমন ঋণের প্রায় অর্ধেকই খেলাপির খাতায় উঠেছে।
সমকাল
ইসির আপিলে ৪২৫ প্রার্থী বৈধ ফিরলেন বাদ পড়ার ৫৯%
নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে ভোটের মাঠে ফিরেছেন বাছাইয়ে বাদ পড়া ৭২৩ প্রার্থীর অর্ধেকেরও বেশি– ৪২৫ জন। এর মধ্যে ৫১টি নিবন্ধিত রাজনৈতিক দলের ২৬৩ জন ও স্বতন্ত্র ১৬২ প্রার্থী রয়েছেন। অর্থাৎ আপিলে সমাধান পেয়েছেন বাদ পড়া প্রার্থীর প্রায় ৫৯ শতাংশ। সব মিলিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপিলে বৈধ বিবেচিত প্রার্থীর সংখ্যা আগের রেকর্ড ছাড়িয়েছে। তবে বিএনপি ও তার জোটের বিকল্প প্রার্থী না থাকায় আপাতত দুটি আসন দলটির প্রার্থীশূন্য রয়েছে।
বণিক বার্তা
অর্ধেক কাজ শেষ করার পর ৯৬৮০ কোটি টাকা ব্যয় বৃদ্ধির প্রস্তাব
ঢাকার দ্বিতীয় দ্রুতগতির উড়ালসড়ক ‘ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে’র ভৌত কাজ শেষ হয়েছে ৫৮ শতাংশের মতো। নির্মাণাধীন উড়ালসড়কটির কাজের এ পর্যায়ে এসে ব্যয় বাড়ানোর উদ্যোগ নিয়েছে বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। প্রকল্পের ব্যয় ৯ হাজার ৬৮০ কোটি টাকা বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। এটি অনুমোদন হলে ৫৫ দশমিক ১৫ শতাংশ বেড়ে প্রকল্পটির ব্যয় দাঁড়াবে ২৭ হাজার ২৩৩ কোটি টাকা, যেখানে শুরুতে বরাদ্দ ছিল ১৬ হাজার ৯০১ কোটি টাকা।
যুগান্তর
টাকা খরচের স্বাধীনতা নেই বাংলাদেশের
রেলের একটি কারিগরি সহায়তা প্রকল্পের জন্য ৪৪ কোটি ৩২ লাখ টাকা অনুদান দিচ্ছে দক্ষিণ কোরিয়া। কিন্তু এই অর্থ খরচে স্বাধীনতা নেই বাংলাদেশের। পরামর্শক নিয়োগসহ সব ক্ষেত্রে খরচ করতে হবে কোরিয়ান কোম্পানির মাধ্যমেই। ‘অ্যাডভান্সড প্রজেক্ট অব রোলিং স্টক (ক্যারেজ) অপারেশন অ্যান্ড ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ রেলওয়ে’ শীর্ষক প্রকল্পে এই অনুদান দেবে দেশটি। তবে পুরো প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হবে ৪৯ কোটি ৫০ লাখ টাকা। এর বাকি ৫ কোটি ৯৯ লাখ টাকা ব্যয় করা হবে সরকারের নিজস্ব তহবিল থেকে।
বিবিসি বাংলা
গ্রিনল্যান্ড নিয়ে শুল্ক আরোপে অটল ট্রাম্প, সার্বভৌমত্ব রক্ষার ঘোষণা দিয়েছে ইইউ
ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার গ্রিনল্যান্ড দখলের দাবির বিরোধিতা করলে তিনি ইউরোপীয় দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকি শতভাগ বাস্তবায়ন করবেন।
তবে গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব রক্ষায় একজোট হয়েছে ইউরোপের মিত্র দেশগুলো।
ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেছেন, হুমকি দিয়ে যুক্তরাষ্ট্র ডেনমার্কের অধীনে থাকা স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের মালিক হতে পারে না।
