জঙ্গল সলিমপুর ৩০ হাজার কোটির নিষিদ্ধ ভূখণ্ড!

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় প্রায় দুই হাজার প্রার্থী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রায় দুই হাজার প্রার্থী। এর মধ্যে বিএনপির প্রার্থী আছেন ২৮৫টিতে। আর জামায়াতে ইসলামীর প্রার্থী আছেন ২৪৩টি আসনে।
সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রথম আলো প্রতিনিধিদের সংগ্রহ করা তথ্য বিশ্লেষণ করে দলীয় প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতার এ চিত্র পাওয়া গেছে।
কালের কণ্ঠ
অর্ধশত আসনে বিএনপির ‘বিদ্রোহী’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার শেষে পাবনার দুটি আসন বাদে ২৯৮টি আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৯৬৭। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে নির্বাচন কমিশন থেকে এই তথ্য জানানো হয়।
নির্বাচন কমিশন আরো জানায়, মোট দুই হাজার ৫৮৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। রিটার্নিং অফিসারদের বাছাইয়ে ৭২৬ জন বাদ পড়লে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়ায় এক হাজার ৮৫৮।
যুগান্তর
চূড়ান্ত লড়াইয়ে দুই হাজার প্রার্থী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত লড়াইয়ে মাঠে রয়েছেন বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ বিভিন্ন রাজনৈতিক দলের ১৯৬৭ প্রার্থী (ইসির প্রাথমিক হিসাব)। প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন মঙ্গলবার ৩০৫ প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। বিএনপির বেশ কয়েকজন বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র হিসাবে মনোনয়নপত্র দাখিল করলেও শেষ পর্যন্ত তাদের কয়েকজন নির্বাচন থেকে সরে গেছেন। ১০ দলীয় জোটের প্রার্থীদের সমর্থনে শরিক দলগুলোর প্রার্থীরা তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। তবে মাঠে রয়ে গেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরা। দলীয় কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ ও সমমনা বেশ কয়েকটি দলের প্রার্থী নেই এ নির্বাচনে। মঙ্গলবার বিকাল ৫টায় ২৯৮টি আসনে প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হয়েছে। পুনঃতফসিলের কারণে পাবনা-১ ও ২ আসনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৬ জানুয়ারি।
কালবেলা
জঙ্গল সলিমপুর ৩০ হাজার কোটির নিষিদ্ধ ভূখণ্ড!
চট্টগ্রাম নগরের একেবারে সন্নিকটে, তারপরেও যেন দেশের ভূখণ্ডের বাইরের এক স্থান জঙ্গল সলিমপুর। এখানে ঢুকলেই বোঝা যায়, এটি আর পাঁচটি এলাকার মতো নয়। পরিচয় ছাড়া প্রবেশ নিষেধ। প্রবেশমুখে লোহার গেট, পাহাড়ের ঢালে ঢালে পাহারা। অচেনা কাউকে দেখলেই মুহূর্তে চারপাশ থেকে ভেসে আসে সতর্কসংকেত। বিভিন্ন সূত্র বলছে, এই জঙ্গল সলিমপুরে চার দশক ধরে ধীরে ধীরে গড়ে উঠেছে একটি অঘোষিত ‘অধিকৃত রাষ্ট্র’, যেখানে রাষ্ট্রীয় আইন নয়, চলে সন্ত্রাসী গোষ্ঠীর নিজস্ব নিয়ম।
দেশ রূপান্তর
ফোলা-ফাঁপা চাহিদা গলার কাঁটা
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার চাহিদা বেশি দেখিয়ে অনেক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করেছে, যার অনেকগুলোর প্রয়োজনই ছিল না। এ কারণে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বেড়ে চাহিদার প্রায় দ্বিগুণ হয়েছে। রাজনৈতিক ও গোষ্ঠীস্বার্থ বিবেচনায় নির্মিত এসব বিদ্যুৎকেন্দ্রের জন্য বিপুল পরিমাণ ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে। ফাঁপানো চাহিদার বিদ্যুৎ গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে।
কালের কণ্ঠ
জঙ্গল সলিমপুরে একাধিক চক্রের চাঁদাবাজি, প্লট বাণিজ্য
দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুর হয়ে উঠছে সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা। পাহাড় কেটে প্লট বাণিজ্য, সরকারি খাসজমি দখল, মাদক ব্যবসা, চাঁদাবাজির নিয়ন্ত্রণ রাখতে সেখানে ঘটছে একের পর এক খুনের ঘটনাও। পাহাড় দখল করে তৈরি করা অবৈধ স্থাপনা উচ্ছেদে গিয়ে মারধরের শিকার হয়েছেন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য ও জেলা প্রশাসনের কর্মকর্তারা। স্থানীয় সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন জেলার পলাতক অপরাধীরা এই জঙ্গলে আশ্রয় নেন।
আজকের পত্রিকা
দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করার আবেদন করেই প্রার্থী ২৩
দ্বৈত নাগরিকত্ব ছাড়ার আবেদন করেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন ২৩ জন প্রার্থী। তাঁদের মধ্যে ১৫ জনই যুক্তরাজ্যের নাগরিকত্ব ছাড়া। এ ছাড়া যুক্তরাষ্ট্রের তিনজন, কানাডার দুজন এবং তুরস্ক, অস্ট্রেলিয়া ও ফিনল্যান্ড থেকে একজন করে নাগরিকত্ব ছেড়ে প্রার্থী হয়েছেন।
১৮ জানুয়ারি আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন (ইসি) এসব প্রার্থীকে ভোটের মাঠে লড়াইয়ের সুযোগ করে দেয়। ইসির শুনানি শেষে দ্বৈত নাগরিকত্ব থাকা তিনজন ভোটের মাঠ থেকে ছিটকে পড়েছেন। ইসি সূত্রে এসব তথ্য জানা গেছে।
দেশ রূপান্তর
ভোটে অনিশ্চয়তা দেখছেন অনেকে
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সে হিসাবে ভোটের বাকি মাত্র ২১ দিন। এখনো ভোটের মাঠে থাকা রাজনৈতিক দল ও অন্তর্বর্তী সরকারের বিভিন্ন অংশ নির্বাচনী অনিশ্চয়তার কথা বলে যাচ্ছে ঘরে-বাইরে। ভোটে অংশ নেওয়া বেশিরভাগ রাজনৈতিক দল নির্বাচন কমিশন ও সরকারের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ আনছে নিয়মিত। একমাত্র বিএনপি ভোটকেন্দ্রিক সমালোচনা ও অনিশ্চয়তার কথা বলছে না। নির্বাচনের ঠিক আগে ভোট ঘিরে নানা অভিযোগ সাধারণ মানুষের ভেতরে সন্দেহ-সংশয় তৈরি করেছে।
কালবেলা
আওয়ামী লীগের ভোট নিয়ে ‘কাড়াকাড়ি’
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ অংশ নিতে পারছে না ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। প্রকাশ্যে প্রায় সব রাজনৈতিক দল গণহত্যায় সম্পৃক্ততার অভিযোগে দলটিকে নির্বাচনের বাইরে রাখার কথা বললেও, বাস্তবে আওয়ামী লীগ সমর্থক ভোটারদের ঘিরে ভেতরে ভেতরে চলছে এক ধরনের নীরব প্রতিযোগিতা। ভোটের মাঠে এগিয়ে থাকতে আসনভিত্তিকভাবে এই ভোটব্যাংক দখলে মরিয়া প্রতিদ্বন্দ্বী দলগুলো। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের সমীকরণ—আওয়ামী লীগঘেঁষা ভোট টানতে পারলে তা বদলে দিতে পারে ফল। এমন প্রেক্ষাপটে নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের নেতা, কর্মী ও সমর্থকদের দলে টানাসহ নানান কৌশলের আশ্রয় নিচ্ছে দলগুলো।
বণিক বার্তা
২০২৫ সাল ছিল সড়কে সর্বোচ্চ মৃত্যুর বছর
সড়ক দুর্ঘটনায় ২০২৫ সালে দেশে ৫ হাজার ৪৯০ জনের মৃত্যু হয়েছে। এ তথ্য দেশের সড়ক পরিবহন খাতের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ)। সংস্থাটির হিসাবে দেশের সড়কে সর্বোচ্চ মৃত্যু হয়েছে গত বছর। সরকারি হিসাবে এমন সময়ে সড়কে বছরে সর্বোচ্চসংখ্যক মানুষের মৃত্যু হলো যখন দেশ পরিচালনার দায়িত্বে আছে জুলাই অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে গঠিত অন্তর্বর্তী সরকার, যে অভ্যুত্থানের বীজ ২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলনে প্রোথিত বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে, দেশে বিশৃঙ্খল সড়ক পরিবহন খাত সংস্কারের একটা বড় সুযোগ ছিল বর্তমান সরকারের হাতে। কিন্তু অন্তর্বর্তী সরকার তা করতে পারেনি, উল্টো এ সময়ে সড়কে বিশৃঙ্খলা বেড়েছে।
দেশ রূপান্তর
৬ বিষয়ে ৩১ প্রস্তাবনা জামায়াতের
সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য নীতিগত রূপরেখা ও ভবিষ্যৎ ভাবনা তুলে ধরেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। যেখানে টেকসই অর্থনীতি, দুর্নীতিমুক্ত, ব্যবসাবান্ধব পলিসি, কৃষিতে স্বয়ংসম্পূর্ণ, শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, আইসিটিতে অগ্রাধিকার, তরুণদের জন্য পরিকল্পনা ও রেমিট্যান্স সক্ষমতাসহ ছয় বিষয়ে ৩১ প্রস্তাবনা দিয়েছে।
বিবিসি বাংলা
গ্রিনল্যান্ড নিয়ে 'আর পিছু হটার সুযোগ নেই,' জানিয়ে দিলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের হুমকি আরো জোরদার করেছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি পোাস্টে তিনি বলেছেন, 'আর পিছু হটার সুযোগ নেই' এবং 'গ্রিনল্যান্ড অপরিহার্য।"
এর আগে হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিলো, গ্রিনল্যান্ড দখলে তিনি কতদূর যেতে ইচ্ছুক?
তিনি উত্তরে বলেছিলেন, "আপনারা তা দেখতে পাবেন।"
প্রথম আলো
অনুষদের বদলে স্কুলব্যবস্থা, আগের মতোই থাকবে সাত কলেজ
ঢাকার সাতটি বড় সরকারি কলেজ নিয়ে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনের অধ্যাদেশের খসড়া চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। দীর্ঘ বিতর্ক ও আন্দোলনের প্রেক্ষাপটে আগের খসড়ার কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে।
পরিমার্জিত খসড়া অনুযায়ী, নতুন বিশ্ববিদ্যালয়ে অনুষদের পরিবর্তে ‘স্কুলভিত্তিক’ একাডেমিক ব্যবস্থা থাকলেও সাত কলেজের নিজস্ব পরিচয়, বৈশিষ্ট্য, অবকাঠামো এবং স্থাবর-অস্থাবর সম্পত্তি অক্ষুণ্ন থাকবে। কলেজগুলোর শিক্ষা কার্যক্রমও চলবে বর্তমানে যেভাবে চলছে, অনেকটা সেভাবেই।
