সব সূচকেই পিছিয়ে মাধ্যমিক শিক্ষা

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
এনসিপির ৩০ প্রার্থীর ২৬ জন উচ্চশিক্ষিত, চল্লিশোর্ধ্ব প্রার্থী মাত্র চারজন
জামায়াতে ইসলামীসহ ১০ দলের নির্বাচনী সমঝোতায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। দলটির ৩০ জন প্রার্থীর মধ্যে ২৬ জনই উচ্চশিক্ষিত। পিএইচডি করা প্রার্থী আছেন ২ জন, মাস্টার্স (স্নাতকোত্তর) ডিগ্রি আছে ১৮ জনের। এ ছাড়া প্রার্থীদের মধ্যে চিকিৎসক ২ জন, স্নাতক পাস ৪ জন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রার্থীরা নির্বাচন কমিশনে যে হলফনামা জমা দিয়েছেন, তা বিশ্লেষণ করে এই চিত্র পাওয়া গেছে।
দেশ রূপান্তর
দেশের ভোটে বিশেষ নজর বিদেশিদের
আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠে নেমে গেছে রাজনৈতিক দলগুলো ও প্রার্থীরা। ভোটের দিন কেন্দ্রে কেন্দ্রে ব্যালটের লড়াইয়ের আগেই ভোটারদের মন জয়ে জোর প্রচার শুরু হয়েছে। দূরের সীমান্তবর্তী জেলা থেকে শুরু করে রাজধানী পর্যন্ত দিন-রাতের জনসভায় শীর্ষ নেতারা দলের মূল ইস্যুগুলো সতর্কতার সঙ্গে তুলে ধরছেন। পাশাপাশি নিজেদের প্রচারের ধরন-ধারণ কেমন হতে পারে, তা দেখাচ্ছেন। একই সঙ্গে প্রতিপক্ষ দলকে ঘায়েল করার চেষ্টাও শুরু হয়েছে। সারা দেশে স্থানীয় পর্যায়ে আসনে আসনে প্রার্থীরাও হেঁটে, উঠান বৈঠকে ও ছোট-বড় সমাবেশে ব্যস্ত হয়ে পড়েছেন।
বণিক বার্তা
সব সূচকেই পিছিয়ে মাধ্যমিক শিক্ষা
দেশের শিক্ষার উন্নয়নে বিগত কয়েক দশকে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় করা হয়েছে। নেয়া হয়েছে নানা প্রকল্প। তবে বিভিন্ন প্রতিবেদন বলেছে, শিক্ষা খাতে বাংলাদেশ এখনো আশানুরূপ অগ্রগতি করতে পারেনি। বিশেষত শিক্ষার বিভিন্ন স্তরের মধ্যে মাধ্যমিক স্তর সব সূচকে সবচেয়ে পিছিয়ে। এ চিত্র উঠে এসেছে ‘মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে ২০২৫’-এ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও জাতিসংঘের শিশু তহবিলের (ইউনিসেফ) যৌথ এ জরিপ গত বছরের নভেম্বরে প্রকাশিত হয়।
কালের কণ্ঠ
৩১ দলে নারী প্রার্থী নেই ২০ দলে ৭৬ জন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭৬ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। গতকাল শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
বিবিসি বাংলা
আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কীভাবে অংশগ্রহণ ও অন্তর্ভুক্তিমূলক হবে?
বাংলাদেশে গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়াই চলছে জাতীয় নির্বাচনের প্রস্তুতি।
২০১৪ সাল থেকে একাধারে তিনটি বিতর্কিত নির্বাচনের পর আবারো সব দলের অংশগ্রহণ ছাড়া আসন্ন নির্বাচনটি শেষ পর্যন্ত কতটা অংশগ্রহণমূলক হবে, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।
বাংলাদেশে পর পর তিনটি বিতর্কিত নির্বাচনের মধ্যে ২০১৪ আর ২০২৪ সালে বিএনপি ও জামায়াত অংশ না নেয়ায় একতরফা নির্বাচন হয়েছে।
দেশ রূপান্তর
দুই পক্ষের ভোটের লড়াই: ধর্ম ও অতীত নিয়ে টানাটানি
ভোটের মাঠে জমে উঠতে শুরু করেছে কথার লড়াই। প্রতিপক্ষকে ধরাশায়ী করতে এবং ভোটারের মন জয়ে দলগুলো একে অপরকে আক্রমণ করছে। গত দুই দিনে জনসভা-পথসভায় নেতাদের ভাষণে বড় হয়ে সামনে এসেছে ধর্মের কথা। এ ছাড়া অতীত কর্মকাণ্ড, দুর্নীতি নিয়েও চলছে খোঁচাখুঁচি। এসবের পাশাপাশি দলগুলো সামনে আনছে জনকল্যাণমূলক নানা প্রতিশ্রুতি।
কালের কণ্ঠ
প্রচারণায় মুখর ভোটের মাঠ
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশজুড়ে নির্বাচনী প্রচারণা জোরদার করেছে রাজনৈতিক দলগুলো। নির্বাচনী সভা, পথসভা ও গণসংযোগে দলগুলোর নেতাদের বক্তব্যে উঠে আসছে গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার নিশ্চিতকরণ, ব্যালটের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা পরিবর্তন, ফ্যাসিবাদ প্রতিরোধ এবং নিয়মতান্ত্রিক রাজনৈতিক সংগ্রামের কথা। কক্সবাজার, কুমিল্লা, নারায়ণগঞ্জ, খুলনা, ঠাকুরগাঁও, ব্রাহ্মণবাড়িয়া, বান্দরবান, গাজীপুর ও চট্টগ্রামের রাউজানে অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচিতে এসব বক্তব্য দেন নেতারা।
আজকের পত্রিকা
সেন্ট মার্টিন: ভ্রমণে কালোবাজারির দৌরাত্ম্য, দুই মাসেই হুমকিতে পরিবেশ
বঙ্গোপসাগরের বুকে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের পরিবেশ-প্রতিবেশ রক্ষায় সরকার নানা ধরনের বিধিনিষেধ আরোপ করেছে, কমিয়ে এনেছে পর্যটন মৌসুমের ব্যাপ্তি। নতুন নির্দেশনা অনুসারে ডিসেম্বর থেকে প্রতিদিন ২ হাজার করে পর্যটক এই দ্বীপে যাওয়ার সুযোগ পাচ্ছে। কিন্তু পর্যটন মৌসুমের দুই মাস না যেতেই ফের হুমকিতে পড়েছে প্রবালদ্বীপটি। এদিকে অভিযোগ পাওয়া গেছে, দ্বীপ ভ্রমণে ট্রাভেল পাস ও জাহাজের টিকিট নিয়ে রীতিমতো কালোবাজারি শুরু হয়েছে। কিছু ট্রাভেল এজেন্সি সিন্ডিকেট করে এসব করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
দেশ রূপান্তর
ড্রেজিংয়ের পাইপ সের দরে বিক্রি
অবশেষে ড্রেজিংয়ের পাইপের বৃত্ত থেকে বের হলো চট্টগ্রাম কাস্টমস। ছয় বছরের বেশি সময় ধরে চট্টগ্রাম বন্দর ও কাস্টমসের অকশন শেডে পড়ে থাকা ৮৪ কোটি টাকার প্রায় দুই হাজার পাইপ ও আট কনটেইনার ফিটিংস নিলামে বিক্রি হলো ১১ কোটি ৬০ লাখ টাকায়। আর এর মাধ্যমে একলটে সবচেয়ে বেশি টাকা রাজস্ব আয়ের রেকর্ড গড়ল কাস্টমস। ড্রেজিংয়ের এসব পাইপ কেটে টুকরো টুকরো করার জন্য জড়ো করা হচ্ছে হালিশহর সাগরপাড়ে। টুকরো করার পর স্ক্র্যাপ লোহা হিসেবে কেজির দরে বিক্রি হবে রি রোলিং মিলগুলোতে।
সমকাল
পদ্মা ব্যারাজ নির্মাণকাজ শুরু মার্চে
ছয় দশক ধরে আলোচনা ও সম্ভাব্যতা যাচাইয়ের পর বহুল আলোচিত পদ্মা ব্যারাজ নির্মাণ করতে যাচ্ছে সরকার। আগামী মার্চ মাসেই প্রকল্পের কাজ শুরু হচ্ছে। আপাতত প্রকল্পের ব্যয় ধরা হচ্ছে ৫০ হাজার ৪৪৪ কোটি টাকা। তবে এ ব্যয় বাড়তে পারে। এত বড় ব্যয়ের জোগান বিবেচনায় তিনটি পর্যায়ে প্রকল্পের কাজ শেষ করা হবে। ব্যারাজ নির্মাণে ব্যয় জোগান দেওয়া হবে সরকারের নিজস্ব অর্থায়নে। আপাতত কোনো বিদেশি ঋণ নেই প্রকল্পে। তবে উন্নয়ন সহযোগীদের আগ্রহ দেখা গেলে পরিস্থিতি বুঝে পরবর্তী সময় ঋণ নেওয়া হতে পারে। আগামীকাল রোববার জাতীয় অর্থনৈতিক পর্ষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে অনুমোদনের জন্য প্রকল্পটি উপস্থাপন করা হবে।
আজকের পত্রিকা
১৬ আসন: চট্টগ্রামে জোটে-ভোটে টালমাটাল জামায়াত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মধ্যে জামায়াতে ইসলামীর প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৩টিতে। ৩টি আসন ছেড়ে দেওয়া হয়েছে শরিকদের। এদিকে জোট থেকে বেরিয়ে গিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রায় প্রতিটি আসনে প্রার্থী দিয়েছে। জোট এবং এতে ভাঙনের কারণে চাপে পড়েছে এই জোট। এই বিবেচনায় ভালো অবস্থানে বিএনপি। সব আসনেই নিজস্ব প্রার্থী। তবে বিপত্তি সৃষ্টি করেছে দুই আসনে তিন বিদ্রোহী প্রার্থী।
সমকাল
এলপিজি সংকট এখনও কাটেনি
সরকার ও ব্যবসায়ীদের ধারাবাহিক আশ্বাসের মধ্যেও দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সংকট কাটেনি। রাজধানীসহ বিভিন্ন এলাকায় এখনও এলপি গ্যাস পাওয়া যাচ্ছে না। কোথাও সিলিন্ডার মিলছে না। পাওয়া গেলেও এক হাজার ৩০৫ টাকার ১২ কেজি এলপিজি কিনতে হচ্ছে দুই হাজার ২০০ থেকে দুই হাজার ৬০০ টাকায়। ফলে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ব্যয় চাপে পড়েছে। তবে সরকার রমজান সামনে রেখে তিন লাখ ৫১ হাজার ৭০০ টন এলপিজি আমদানির সিদ্ধান্ত নিয়েছে। ফলে গ্রাহক ভোগান্তি শিগগির কমে যাওয়ার প্রত্যাশা করা হচ্ছে।
কালের কণ্ঠ
ভোটে তরুণরাই নির্ধারক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি। গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে নির্বাচনী প্রচার। সারা দেশে বইছে নির্বাচনী হওয়া। বিভিন্ন রাজনৈতিক দলের ও স্বতন্ত্র প্রার্থীরা ভোটারদের মন জয় করতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন।
বিভিন্ন শ্রেণি-পেশা, বয়স ও ধর্মের ভোটারের জন্য রয়েছে পৃথক প্রতিশ্রুতি। তবে এর মধ্যে তরুণ ভোটারদের আকৃষ্ট করতে সব প্রার্থী বিশেষ মনোযোগ দিচ্ছেন। কারণ নির্বাচনের ফলাফলে বড় ভূমিকা রাখবে তরুণ ভোটারদের ভোট। মোট ভোটারের এক-তৃতীয়াংশই তরুণ।
ইত্তেফাক
গ্রেপ্তারের পর ‘মাদক কারবারির’ মৃত্যু, রংপুরে পুলিশের ওপর হামলা
রংপুরে পুলিশ হেফাজতে মামুন নামে এক ‘মাদক কারবারির’ মৃত্যুর অভিযোগ এনে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে সংশ্লিষ্ট থানার ওসিসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
বণিক বার্তা
২০ বার সংস্কারের উদ্যোগ সত্ত্বেও কমেনি সরকারি কর্মচারীদের দুর্নীতি
স্বাধীন বাংলাদেশে সিভিল সার্ভিস সংস্কারে অনেকবার উদ্যোগ নেয়া হয়েছে। বিভিন্ন নাম ও কাঠামোয় গঠিত কমিটি এক্ষেত্রে কাজ করেছে। ক্ষমতায় থাকা সরকারগুলো কমিশন ও টাস্কফোর্স গঠন করে সেবার মান, নিয়োগ ও পদোন্নতি নীতি, বেতন কাঠামোসহ প্রশাসন সংস্কারের চেষ্টা করেছে। বিভিন্ন আমলে গঠিত এসব কমিটির সুপারিশের বড় অংশ বাস্তবায়ন হয়নি। শুধু বেতন কাঠামো বাস্তবায়নই নিয়মিতভাবে হয়েছে। যদিও এতে সরকারি কর্মচারীদের দুর্নীতির প্রবণতা কমেনি বলেই মনে করেন বিশেষজ্ঞরা।
কালবেলা
নির্বাচনে এআই আতঙ্ক
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এক নজিরবিহীন বাঁকে দাঁড়িয়ে আছে, যেখানে প্রথাগত প্রচারের জায়গা দখল করে নিয়েছে ডিজিটাল প্রযুক্তি। এবারের নির্বাচনে দেয়ালজুড়ে কাগজের পোস্টার নিষিদ্ধ হওয়ায় ভোটারদের মন জয়ের লড়াই এখন শুধু জনসভা বা বিলবোর্ডে সীমাবদ্ধ নেই, বরং তা সরাসরি চলে এসেছে সাধারণ মানুষের স্মার্টফোনের স্ক্রিনে। তবে এ আধুনিক প্রচারের সমান্তরালে এক নতুন ও ভয়াবহ সংকট হিসেবে দেখা দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইর অপব্যবহার।
বণিক বার্তা
২০০৮ সালের নির্বাচনে কারসাজিতে সহায়তা করেছিল তত্ত্বাবধায়ক সরকারের একটি অংশ
নবম জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বহুল আলোচিত ঘটনা। দীর্ঘ জরুরি অবস্থা, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের শাসন এবং রাজনীতির মাঠ কঠোর নিয়ন্ত্রণের মধ্যে ২০০৮ সালে অনুষ্ঠিত ওই ভোটকে তখন ‘গণতন্ত্রে প্রত্যাবর্তন’ হিসেবে উপস্থাপন করা হয়। নির্বাচন কমিশনের ঘোষিত হিসাবে সেবার ভোটার উপস্থিতি ছিল অস্বাভাবিক, ৮৭ শতাংশের বেশি।
যুগান্তর
বছরে তৈরি হচ্ছে ৫ লাখ টন সিসাজনিত বর্জ্য
ব্যাটারিচালিত রিকশা, ভ্যান ও অটোরিকশার কারণে প্রতিবছর দেশে প্রায় ৪ লাখ ৮০ হাজার টন সিসা, অ্যাসিড ও ব্যাটারি বর্জ্য তৈরি হচ্ছে। ৭০ শতাংশ ব্যাটারি অস্বাস্থ্যকর পরিবেশে ভাঙা হয়। ফলে শুধু ঢাকায় বসবাসরত ৯৮ শতাংশ শিশুর রক্তে উদ্বেগজনক মাত্রার বেশি সিসার উপস্থিতি পাওয়া গেছে।
