দেড় দশকে সর্বনিম্ন নারী প্রার্থী

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
বিএনপির প্রার্থীদের ২২৯ জন উচ্চশিক্ষিত, ব্যবসায়ী ২০৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকে প্রার্থী হওয়া ব্যক্তিদের বেশির ভাগই উচ্চশিক্ষিত। পেশা হিসেবে বেশির ভাগ প্রার্থী ব্যবসা উল্লেখ করেছেন। অর্ধেকের বেশি প্রার্থীর বয়স ৬০ বছরের বেশি। কোটি টাকার বেশি স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে ২১৫ জনের।
সংসদ নির্বাচনে অংশ নিতে রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচন থেকে প্রার্থীদের হলফনামা দেওয়া বাধ্যতামূলক করা হয়। এবারের হলফনামায় প্রার্থীদের বয়স, শিক্ষাগত যোগ্যতা, পেশা, মামলার তথ্য, আয়, সম্পদসহ ১০ ধরনের তথ্য দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
কালের কণ্ঠ
সরকারি চাকুরেদের বেতন বৃদ্ধি উসকে দিতে পারে মূল্যস্ফীতি
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন ১০০ থেকে সর্বোচ্চ প্রায় ১৪৭ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এতে সর্বনিম্ন, অর্থাৎ ২০তম গ্রেডে মূল বেতন আট হাজার ২০০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ প্রথম গ্রেডে ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ ৬০ হাজার টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে। গ্রেড সংখ্যা অপরিবর্তিত রেখে মোট ২০টি ধাপই বহাল থাকছে।
দেশ রূপান্তর
ঢুকছে নির্বাচনকেন্দ্রিক গাড়ি!
জটমুক্ত কাস্টমসের কারশেড। এক সময় চট্টগ্রাম কাস্টমসের কারশেডে হাজারো গাড়ির বহর থাকলেও বর্তমানে তা নেমে এসেছে ৪৭১-এ। গত ৬ মাসে ৭ হাজারের বেশি গাড়ি আমদানি হলেও এগুলো দ্রুত ডেলিভারি হয়ে যাওয়ায় কারশেডে গাড়ির সংখ্যা কমছে। আসন্ন নির্বাচনী প্রচারণায় গাড়ির ব্যবহার বাড়ছে বলেই গাড়ি ডেলিভারির হার বেড়ে গেছে বলে ব্যবসায়ীদের ধারণা।
বণিক বার্তা
চালের দাম বাড়াতে ভূমিকা রেখেছে ঈদুল আজহার টানা ১০ দিনের ছুটি
বিশ্ববাজারে গত বছর চালের দাম কমলেও দেশে বেড়েছিল উল্লেখযোগ্য হারে। সরকারের তরফ থেকে বলা হচ্ছিল দেশে চালের পর্যাপ্ত মজুদ আছে। এর পরও বাজারে কৃত্রিম সংকট তৈরি করে চালের দাম বাড়িয়েছে সিন্ডিকেট। তবে বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক এক গবেষণা বলছে, সিন্ডিকেট নয়, গত বছর চালের দাম বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে ঈদুল আজহাকে কেন্দ্র করে টানা ১০ দিনের ছুটি। দেশের ইতিহাসে ঈদকে কেন্দ্র করে এত বড় সরকারি ছুটির তথ্য আর পাওয়া যায় না। মাসের এক-তৃতীয়াংশ ছুটি সেই সময় দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতির পাশাপাশি চালের দামেও বিরূপ প্রভাব ফেলেছিল।
প্রথম আলো
শিক্ষা খাতে ব্যর্থতার পাল্লা ভারী হচ্ছে
করোনাকালসহ দু-এক বছরের ব্যতিক্রম ছাড়া দেড় দশকের বেশি সময় ধরে শিক্ষাবর্ষের শুরুতে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যের পাঠ্যবই তুলে দেওয়ার একটি ধারাবাহিকতা তৈরি হয়েছিল। নতুন বই হাতে শিক্ষার্থীদের উচ্ছ্বাস, অভিভাবকদের স্বস্তি, উৎসবমুখর পরিবেশ—সব মিলিয়ে এটি হয়ে উঠেছিল শিক্ষাবর্ষ শুরুর একটি পরিচিত দৃশ্য। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) নিয়মিতভাবে এ দায়িত্ব পালন করে এসেছে।
কালের কণ্ঠ
প্রতীক পেয়ে প্রচারযুদ্ধ শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র তিন সপ্তাহ। গতকাল বুধবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ শেষ করেছেন রিটার্নিং অফিসাররা। আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু হওয়ার কথা থাকলেও প্রতীক পেয়েই প্রার্থীরা কর্মী-সমর্থক ও শুভানুধ্যায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সবার দোয়া কামনা করেন। কেউ কেউ ছুটে যান নির্বাচনী এলাকায়।
বণিক বার্তা
বেতন-ভাতা দ্বিগুণের বেশি বাড়ালে আরো সংকুচিত হয়ে পড়বে সরকারের ব্যয় সক্ষমতা
সরকারি চাকরিজীবীদের সর্বোচ্চ গ্রেডে ১০৫ শতাংশ ও সর্বনিম্ন গ্রেডে ১৪২ শতাংশ বেতন বাড়ানোর সুপারিশ করে গতকাল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে নবম জাতীয় পে কমিশন। সর্বনিম্ন ধাপে বেতন কাঠামো ৮ হাজার ২৫০ থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে। আর সর্বোচ্চ ধাপে বেতন কাঠামো ৭৮ হাজার থেকে বাড়িয়ে সুপারিশ করা হয়েছে ১ লাখ ৬০ হাজার টাকা। বেতন-ভাতা বাড়ানোর এ প্রস্তাব বাস্তবায়নে সরকারের প্রয়োজন হবে ১ লাখ ৬ হাজার কোটি টাকা।
বিবিসি বাংলা
গণভোট ও সংসদ নির্বাচনের দিন কি দুটি ব্যালটেই সিল দিতে হবে?
বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একদিনে দুটি ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে এবার। আগামী ১২ই ফেব্রুয়ারি একসঙ্গে, তবে আলাদা দুটি ব্যালটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়নে গণভোট হওয়ার কথা রয়েছে।
এর আগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার শাসনামলে বাংলাদেশে দুইটি গণভোট অনুষ্ঠিত হলেও সেগুলো জাতীয় সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠিত হয়নি। ফলে গণভোটের দিন একটি ব্যালটেই হ্যাঁ/না ভোট দিয়েছেন ভোটাররা।
বণিক বার্তা
দেশের ব্যাংকে টাকা রাখছেন না অতিধনীরা
সুইজারল্যান্ডের ক্রেডিট সুইসের তথ্য অনুযায়ী, বাংলাদেশে ১ মিলিয়ন ডলার (বর্তমান বিনিময় হার অনুযায়ী ১২ কোটি ২০ লাখ টাকা) বা এর বেশি মূল্যমানের সম্পদের মালিকের সংখ্যা প্রায় ৩৫ হাজার। জুরিখভিত্তিক এ ব্যাংকের রিসার্চ ইনস্টিটিউটের ভাষ্য হলো, এ দেশে কোটিপতি বা অতিধনীর সংখ্যা দ্রুতগতিতে বাড়ছে। অর্থনীতির আকারের সঙ্গে সংগতি রেখে বাংলাদেশে ধনিক শ্রেণীর সম্পদ বাড়ার বিষয়টি উঠে আসছে দেশী-বিদেশী বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্যে। যদিও ভিন্ন চিত্র দিচ্ছে দেশের ব্যাংকগুলোতে অতিধনীদের জমাকৃত আমানতের তথ্য। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত বছরের জুন শেষে দেশে ২৫ কোটি টাকার বেশি আমানত আছে, এমন ব্যক্তিশ্রেণীর ব্যাংক হিসাব ছিল মাত্র ১০৪টি। যেখানে এর এক বছর আগে ২০২৪ সালের জুনেও বড় অংকের আমানত থাকা এ ধরনের ব্যাংক হিসাব ছিল ২২৩টি। অর্থাৎ এক বছরের ব্যবধানে ২৫ কোটি টাকার বেশি জমা থাকা ব্যক্তি আমানতের হিসাব অর্ধেকের বেশি কমেছে। বিশ্লেষকরা বলছেন, অতিধনীরা ব্যাংকে টাকা না রেখে আমানত জমা রাখতে ভিন্ন উৎস খুঁজছেন।
কালের কণ্ঠ
সর্বস্ব হারানোর শঙ্কায় ৯ আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগকারীরা
বাংলাদেশ ব্যাংক ৯টি আর্থিক প্রতিষ্ঠান অবসায়নের (লিকুইডেশন) সিদ্ধান্ত নিয়েছে। এতে প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগকারী ও আমানতকারীদের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে। সম্প্রতি পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য করার পর থেকে ক্ষোভে ফুঁসছেন বিনিয়োগকারীরা। এরই মধ্যে ৯টি আর্থিক প্রতিষ্ঠান অবসায়নের সিদ্ধান্তে বিচলিত সবাই।
বণিক বার্তা
প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ শুরু প্রচারণা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে ২৯৮টি নির্বাচনী এলাকায় ১ হাজার ৯৭২ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। আজ থেকে প্রার্থীরা প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন। গতকাল এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা।
আজকের পত্রিকা
ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%
বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
ঢাকা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত ৩০ কিলোমিটার ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ নির্মাণ প্রকল্প শুরু হয় ২০১৪ সালের জুনে। প্রকল্পের মূল অনুমোদিত ব্যয় ছিল ৩৭৮ কোটি ৬৫ লাখ ৫৭ হাজার টাকা। ২০২৩ সালে ব্যয় দ্বিগুণ হয়ে দাঁড়ায় ৬৫৮ কোটি ৩৪ লাখ ৬০ হাজার টাকায়। এই টাকা দিচ্ছে বাংলাদেশ সরকার।
সমকাল
জামায়াত জোটে এখনও ১৩ আসনে সুরাহা হয়নি
প্রতীক হওয়ার পরও জামায়াতে ইসলামীর জোটে আসন নিয়ে টানাপোড়েন চলছে। নরসিংদী-২, সুনামগঞ্জ-১, মৌলভীবাজার-৩ এবং চট্টগ্রাম-৮ আসন জোট শরিকদের ছেড়ে দিলেও জামায়াতের প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। মোট ১৩টি আসনে জোটের একাধিক দলের প্রার্থী রয়েছেন।
মৌলভীবাজার-৪ আসন নিয়ে এনসিপি এবং বাংলাদেশ খেলাফত মজলিসের, ফরিদপুর-৪ আসন নিয়ে জামায়াত ও বাংলাদেশ খেলাফত মজলিসের টানাপোড়েন চলছে। তারা এসব আসনে নিজেকে জোটের একক প্রার্থী হিসেবে দাবি করছেন।
যুগান্তর
ভবনের তালাবদ্ধ ছাদ বাড়াচ্ছে প্রাণহানি
রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি ছয়তলা ভবনে ১৬ জানুয়ারি অগ্নিকাণ্ডে দুই পরিবারের ছয়জনের মৃত্যু হয়। ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় আগুন লাগে অথচ সেখানে কেউ মারা যাননি। মারা গেছেন পঞ্চম ও ষষ্ঠ তলার বাসিন্দা। ওই দুটি ফ্ল্যাটে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেনি। ফায়ার সার্ভিস জনিয়েছে, ভবনের ছাদ তালাবদ্ধ থাকায় সিঁড়িতে প্রচুর কালো ধোঁয়া জমে। পঞ্চম ও ষষ্ঠ তলার বাসিন্দারা ছাদে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। ধোঁয়ায় দমবন্ধ হয়ে তাদের মৃত্যু হয়। ছাদ বন্ধের কারণে প্রাণহানির বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কেও অবহিত করেছে ফায়ার সার্ভিস।
সমকাল
আজ থেকে শুরু মাঠের লড়াই
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে। তপশিল ঘোষণার পর এক মাসেরও বেশি সময়ে নানা আনুষ্ঠানিকতা শেষে প্রতীক পেয়ে আজ থেকেই মূলত ভোটের লড়াইয়ে মাঠে নামছেন প্রার্থীরা। প্রচার শুরুর আগেই সব প্রার্থী ও রাজনৈতিক দলগুলোকে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। যদিও নির্বাচন ঘিরে আগেই আচরণবিধি লঙ্ঘনের ব্যাপক অভিযোগ এসেছে। সারাদেশ থেকে প্রার্থীদের সতর্ক করে শোকজ নোটিশ ও জরিমানার ঘটনাও ঘটেছে।
কালবেলা
৭৫ আসন নিয়ে উদ্বিগ্ন বিএনপি
কঠোর বার্তা, বহিষ্কারাদেশ, ক্ষমতায় গেলে মূল্যায়নের আশ্বাস, এমনকি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের অনুরোধও দমাতে পারেনি দলের বিদ্রোহীদের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে অন্তত ৬৩ আসনে ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী হয়ে লড়ছেন ৭৪ জন। এর বাইরে জোট সঙ্গীদের ছেড়ে দেওয়া ১৭টি আসনের মধ্যে স্বস্তিতে রয়েছেন চার প্রার্থী। বাকি ১৩ প্রার্থীর মধ্যে নিজস্ব প্রতীকে অংশ নেওয়া ছয়টি আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বিএনপির হেভিওয়েট নেতারা। ধানের শীষ প্রতীকে অংশ নেওয়া আট প্রার্থীর মধ্যে ছয়জন বিএনপির বিদ্রোহী প্রার্থীদের চ্যালেঞ্জের মুখে। দুটি আসনে বিএনপি ও শরিক দুই দলেরই প্রার্থী রয়েছে। সব মিলিয়ে ৭৫টি আসনে জয়-পরাজয় নিয়ে উদ্বিগ্ন বিএনপি।
দেশ রূপান্তর
দেড় দশকে সর্বনিম্ন নারী প্রার্থী
ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ৫১টি রাজনৈতিক দলের মধ্যে ৩০টিরই কোনো নারী প্রার্থী নেই। সভা-সেমিনারে নারীর ক্ষমতায়নের ‘বুলি আওড়ানো’ জামায়াতে ইসলামীর মতো বড় দলও দেয়নি কোনো নারী প্রার্থী। সব মিলিয়ে এবার নির্বাচনে নারী প্রার্থীর সংখ্যা আনুপাতিক হার মাত্র সাড়ে তিন শতাংশের কাছাকাছি। নবম, দশম, একাদশ ও দ্বাদশ নির্বাচন ‘অংশগ্রহণমূলক’ না হলেও নারী প্রার্থীর আনুপাতিক হার এবারের চেয়ে বেশি ছিল। অথচ দেশে নারী ভোটার আছে ৬ কোটি ২৮ লাখেরও বেশি।
