যুবলীগ নেতা মুরাদ হত্যা মামলার আসামি গ্রেফতার

চট্টগ্রামের যুবলীগ নেতা হুমায়ুন কবির মুরাদ হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি মো. আফসার উদ্দিন রিয়াদকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে নগরীর ডবলমুরিং থানার মুনসুরাবাদ সিএন্ডবি কলোনির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ বলছে, এ সময় তার কাছ থেকে ইয়াবা এবং ইয়াবা বিক্রিলব্ধ নগদ টাকা উদ্ধার করা হয়েছে। একই বাসা থেকে আলম (৩৩) নামে মাদক মামলার আরও এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়।
ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, রিয়াদ ২০১৩ সালে চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য হুমায়ুন কবির মুরাদ হত্যা মামলার চার্জশিটভুক্ত ২ নং আসামি। এজাহারেও সে ২ নং আসামি। হত্যার পরপরই তাকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছিল। সেই হত্যা মামলা ছাড়াও তার বিরুদ্ধে অস্ত্র আইনেও একটি মামলা রয়েছে। বর্তমানে সে ইয়াবা ব্যবসায় যুক্ত। কক্সবাজার থেকে ইয়াবা এনে সে চট্টগ্রামে বিক্রি করে।
কেএম/এনএফ