মাদক কারবারির অস্ত্রের আঘাতে আহত যুবকের মৃত্যু

রাজধানীর রামপুরা থানার বউবাজার এলাকায় মাদক কারবারি লিমনের অস্ত্রের আঘাতে আহত আলমগীর হোসেন (২৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শুক্রবার (২৯ অক্টোবর) রাত ৯টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখান থেকে তাকে হৃদরোগ হাসপাতালে নেওয়া হয়। পরে শনিবার (৩০ অক্টোবর) ভোরে আবার ঢামেক হাসপাতালে নিয়ে আসার পথে মারা যায় আলমগীর।
নিহতের বন্ধু শরিফ উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, লিমন নামে এক মাদক কারবারি কয়েক দিন আগে জেল থেকে ছাড়া পায়। আলমগীরের উকিল শ্বশুর লিমনকে পুলিশে ধরিয়ে দিয়েছিলেন। আলমগীর পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। শুক্রবার রাতে তাকে একা পেয়ে লিমন দুই পায়ের রগ কেটে দেয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে হৃদরোগ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে আবার ঢাকা মেডিকেলে নিয়ে আসার পথে মারা যায় আলমগীর।
বিষয়টি নিশ্চিত করে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, লিমন নামে একজন জেল থেকে বেরিয়ে গতকাল আলমগীরকে কুপিয়ে যখম করে। পরে সে আজ ভোরে মারা যায়। তার সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে এখনো কেউ মামলা দায়ের করেনি। আমরা লিমনকে গ্রেফতারে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছি। তবে এখনো তাকে গ্রেফতার করতে পারিনি। তদন্ত চলছে পরে বিস্তারিত জানানো হবে।
এসএএ/ওএফ