সারা দেশে ভলিবলকে ছড়িয়ে দিতে হবে : মেয়র আতিকুল

ভলিবল ফেডারেশনের সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ঐতিহ্যবাহী খেলা ভলিবলকে দেশের সর্বত্র ছড়িয়ে দিতে হবে এবং সঠিক পরিচর্যার মাধ্যমেই ভালোমানের খেলোয়াড় তৈরি করতে হবে।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাতে রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত ‘বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন মেন'স ভলিবল চ্যালেঞ্জ কাপ-২০২১’ এবং ‘বঙ্গমাতা এশিয়ান সেন্ট্রাল জোন ওমেন'স ভলিবল চ্যালেঞ্জ কাপ-২০২১’ এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ভলিবল ফেডারেশনের সভাপতি ও ডিএনসিসি মেয়র বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মহান বিজয়ের মাসে বাংলাদেশ, মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, কিরগিস্থান এবং উজবেকিস্থান এই ৬টি দেশের অংশগ্রহণে দেশে প্রথমবারের মতো বঙ্গবন্ধু ও বঙ্গমাতার নামে ভলিবলে একইসঙ্গে দুটি টুর্নামেন্টের আয়োজন করা হয়। মানসম্পন্ন খেলোয়াড় তৈরির লক্ষ্যে সারাদেশে স্কুল ও জেলা পর্যায়ে ভলিবল প্রতিযোগিতার আয়োজন করা হবে। এছাড়াও ফুটবল ও ক্রিকেটের মতো ভলিবলেও প্রিমিয়ার লীগ আয়োজন করা হবে।
তিনি আরও বলেন, সময়ের চাহিদায় খেলাধুলায় নারীদের সক্রিয় অংশগ্রহণকে আরও সম্প্রসারণ করার লক্ষ্যে বিকেএসপিতেও নারীদের জন্য ভলিবল চালুর উদ্যোগ গ্রহণ করা হবে। সকলের আন্তরিক সহযোগিতায় স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি সুনির্দিষ্ট পরিকল্পনা মোতাবেক ভলিবলকে সামনের দিকে এগিয়ে নিতে চাই আমরা।
অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহ, মোহাম্মদ হাবিব হাসান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এএসএস/এসকেডি