নির্বাচনী সমঝোতার বিষয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ইসলামী আন্দোলন

বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’ জোটের সংবাদ সম্মেলনে অংশ নেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে নির্বাচনী সমঝোতা বিষয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ইসলামী আন্দোলন। সার্বিক বিষয়ে অবস্থান জানাতে শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে দলটি।
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ এ তথ্য নিশ্চিত করেছেন।
দলটির পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনী সমঝোতা বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের অবস্থান নিয়ে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচনী সমঝোতা বিষয়ে প্রেস ব্রিফিং করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
এদিকে গত রাতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সংবাদ সম্মেলন করে ২৫৩ আসনের সমঝোতা ঘোষণা দেয় ১১ দলীয় জোট। তবে শেষ পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ এতে অংশ নেয়নি।
এএসএস/এমএসএ