দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি আহত

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় সাত প্রবাসী বাংলাদেশি আহত হয়েছেন। তবে বর্তমানে প্রাথমিক চিকিৎসা নিয়ে সবাই সুস্থ রয়েছেন।
১৪ ফেব্রুয়ারি (রোববার) রাত ৮টার দিকে জোহানেসবার্গ থেকে ফিরতি যাত্রায় নদার্ন কেপ প্রদেশের ফ্রাইবার্গ নামক এলাকায় তারা দুর্ঘটনার শিকার হন। সড়ক দুর্ঘটনায় আহত বাংলাদেশিরা হলেন, ইব্রাহীম আহমেদ, কাজী বোরহান উদ্দিন, সাইফুল ইসলাম, ইলিয়াস মামুন, আসলাম উদ্দিন, জামান, রাসেদুল ও যাইয়ান আহমেদ।
ফ্রাইবার্গ নামক এলাকায় তাদের মাইক্রোবাসটিকে সামনে থেকে একটি গাড়ি ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে যাত্রীদের মধ্যে কয়েকজন আহত হন। পরবর্তী সময়ে তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ আছেন।
আরএইচ