বাউবিতে ভর্তির আবেদনকারী কুয়েত প্রবাসীদের তালিকা প্রকাশ

Dhaka Post Desk

কুয়েত প্রতিনিধি

০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:০৩ এএম


বাউবিতে ভর্তির আবেদনকারী কুয়েত প্রবাসীদের তালিকা প্রকাশ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে এসএসসি ও এইচএসসি ২০২৩/২৪ শিক্ষাবর্ষে ভর্তির জন্য কুয়েত প্রবাসী শিক্ষার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।

ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ৩ ফেব্রুয়ারি (শুক্রবার) থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দূতাবাসে সশরীরে উপস্থিত হয়ে নির্ধারিত ফিসহ ভর্তির কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে।

এসএসসি ও এইচএসসিতে ভর্তির জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট ও অনলাইনে পূরণকৃত আবেদন ফরমের প্রিন্টেড কপি এবং ভর্তির জন্য ফি বাবদ ৪৩ কুয়েতি দিনার দিতে হবে। এইচএসসি ভর্তির জন্য ফি বাবদ ৫৫ দশমিক ২৫০ কুয়েতি দিনার দিতে হবে।

উল্লেখ্য, অনেক ভর্তিচ্ছু প্রার্থী আবেদন করলেও তথ্যগত ভুলের কারণে যাদের নাম প্রকাশ করা হয়নি তাদেরকে +8801741032713 মোবাইল নম্বরে সরাসরি যোগাযোগ করতে বলা হয়েছে। এসএসসিতে ৪৮ ও এইচএসসিতে ৫২ জন ভর্তির জন্য আবেদন করেছেন। আগামী ১০ মার্চ থেকে অনলাইন ক্লাস শুরু হবে।

ওএফ

Link copied