কুয়েতে ঈদুল আজহা উদযাপন করছেন বাংলাদেশিরা

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কুয়েতেও উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। স্থানীয় সময় ভোর ৫টা ৬ মিনিটে একযোগে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয় মসজিদ আল কাবির গ্রান্ড মসজিদে। এই মসজিদে এক সঙ্গে ১১ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে।
এছাড়াও কুয়েতের বিভিন্ন স্থানে বাংলাদেশি অধ্যুষিত এমন ২২টি মসজিদে বাংলা খুতবা পাঠ করেন বাংলাদেশি খতিবরা। বিদেশের মাটিতে নিজের মাতৃভাষায় ঈদে খুতবা শুনে আনন্দিত প্রবাসী বাংলাদেশিরা। মুসলিম উম্মাহর শাক্তি কামনা ও দেশবাসীসহ আত্মীয়-স্বজনের মঙ্গল কামনা করে নামাজে দোয়া মোনাজাত করা হয়।
নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এরপর প্রবাসীরা পশু কোরবানির জন্য ছুটে যান সরকার অনুমোদিত পশু জবাইখানায়। এরপর কোরবানির পশুর মাংস নিয়ে বাসায় ফিরে পরিবার বন্ধু-বান্ধব মিলে ঈদের আনন্দ একে অন্যের সঙ্গে ভাগাভাগি করেন তারা।
জেডএস