মালদ্বীপের সাবেক প্রেসিডেন্টকে ইউএস-বাংলার ফুলেল শুভেচ্ছা

ইউএস-বাংলা এয়ারলাইন্সের পক্ষ থেকে মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট ও সাবেক স্পিকার মোহাম্মদ নাসিদকে ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে।
বুধবার (১০ জানুয়ারি) ৩ দিনের সফরে বাংলাদেশের উদ্দেশে মালদ্বীপের ভেলেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ত্যাগ করার সময় স্টেশন ম্যানেজার মোহাম্মদ জাইদুল ইসলামের নেতৃত্বে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
আরও পড়ুন
ইউএস-বাংলার এয়ারলাইন্সের মালদ্বীপের স্টেশন ম্যানেজার মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, মালদ্বীপের সাবেক এই প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরকালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে। এতে মালদ্বীপের কাছে বাংলাদেশের সুনাম বৃদ্ধি পাবে।
এছাড়া মোহাম্মদ নাসিদের বাংলাদেশের সফর দুই দেশের মধ্যে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
পিএইচ