লন্ডনে ‘মাইক’ সিনেমা প্রদর্শন, উপচে পড়া ভিড়

আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত বাংলা চলচ্চিত্র ‘মাইক’ এর এক্সক্লুসিভ স্ক্রিনিং ডায়েসপাডা ৭১ নিবেদিত ও তাদের তত্ত্বাবধানে পূর্বলন্ডনের জেনেসিস সিনেমা হলে অনুষ্ঠিত হয়েছে।
এই ইভেন্টটি রোববার (২৭ এপ্রিল) বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।
সিনেমা শুরুর আগে আয়োজকরা জানান– শিশুতোষ ‘মাইক’-এর মাধ্যমে তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ইতিহাস জানতে পারবে। জাতির শ্রেষ্ঠ সন্তান, একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের উৎসর্গে চলচ্চিত্রটি প্রদর্শন করা হয়।
আরও পড়ুন
সিনেমা দেখে ব্রিটিশ বাঙালি সিনেমা বোদ্ধা ডা. মোহাম্মদ রেজাউল করিম ঢাকা পোস্টকে বলেন, বিদেশের মাটিতে বাংলা সিনেমা দেখার চেয়ে আনন্দ হয় না। যারা এর আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ। এরকম ভালো ভালো সিনেমা বিদেশের মাটিতে প্রদর্শিত হোক, বাংলা ভাষা সংস্কৃতি বিদেশের মাটিতে ছড়িয়ে পড়ুক এটিই প্রত্যাশা।
মাইক ইংরেজি সাবটাইটেলসহ প্রদর্শিত হওয়ায় ব্রিটিশ বাংলাদেশি দর্শকরাও সহজেই সিনেমাটি উপভোগ করেছেন। পূর্ণদৈর্ঘ্য শিশুতোষ চলচ্চিত্রটির পরিচালক ও প্রযোজক এফ এম শাহীন। এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, ফেরদৌস আহমেদ, তানভীন সুইটি, নাদের চৌধুরী, ঝুনা চৌধুরী, জয়িতা মহলানবিশ, সংগীতা চৌধুরী, রহিম সুমন, ইকবাল হোসাইন ও শিশুশিল্পী সানজিদ রহমান খান।
এমএসএ