আন্তর্জাতিক ক্যাডেট বিনিময় কর্মসূচি : মালদ্বীপ সফরে বিএনসিসি প্রতিনিধিদল

আন্তর্জাতিক ক্যাডেট বিনিময় কর্মসূচি ২০২৬-এ অংশ নিতে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বর্তমানে মালদ্বীপ সফর করছে। বিএনসিসি-এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সাঈদ আল মাসুদের নেতৃত্বে প্রতিনিধিদলটি গত ৩০ ডিসেম্বর মালদ্বীপে পৌঁছায়।
সফরের অংশ হিসেবে গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) প্রতিনিধিদলটি মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে সামরিক প্রশিক্ষণ, ক্যাডেট ও যুব পর্যায়ে বিনিময় কার্যক্রম এবং ভবিষ্যৎ যৌথ উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। হাইকমিশনার এই কর্মসূচিকে সামরিক 'সফট পাওয়ার' ও জনকূটনীতির একটি শক্তিশালী মাধ্যম হিসেবে অভিহিত করেন।
এবারের কর্মসূচিতে বাংলাদেশ ছাড়াও ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও স্বাগতিক মালদ্বীপের ক্যাডেটরা অংশ নিচ্ছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ আঞ্চলিক শান্তি রক্ষা, পারস্পরিক সহযোগিতা এবং প্রতিবেশী দেশগুলোর মধ্যে আস্থাবর্ধক সম্পর্ক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সফরকালে বিএনসিসি প্রতিনিধিদল মালদ্বীপের প্রতিরক্ষা উপমন্ত্রী, চিফ অব ডিফেন্স ফোর্স, পুলিশ কমিশনার এবং শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক করেন। এসব আলোচনার মাধ্যমে দুই দেশের প্রতিরক্ষা ও প্রাতিষ্ঠানিক সম্পর্ক আরও জোরদার হয়েছে।
এই সফর ক্যাডেট ও যুব পর্যায়ে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ প্রতিরক্ষা সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এটি কেবল সামরিক ক্ষেত্রে নয়, বরং দুই দেশের জনগণের মধ্যকার সম্পর্ককেও সুদৃঢ় করবে।
এমএন