রজব মাস মুসলিমদের কাছে যে কারণে গুরুত্বপূর্ণ

ইসলামি বর্ষপঞ্জির অন্যতম মর্যাদাপূর্ণ মাস রজব। কোরআন ও হাদিসের আলোকে এই মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। অনেক মুসলমানের মনে প্রশ্ন জাগে রজব মাস কেন বিশেষ, এ মাসে কি কোনো নির্দিষ্ট ইবাদত করা জরুরি?
পবিত্র চার মাসের একটি
রজব হলো ইসলামি ক্যালেন্ডারের চারটি সম্মানিত বা পবিত্র মাসের একটি। কোরআনে আল্লাহ তায়ালা বলেন, আল্লাহর কাছে মাসের সংখ্যা বারোটি, যার মধ্যে চারটি পবিত্র। (সুরা তাওবা, আয়াত : ৩৬) এই চার মাস হলো জিলকদ, জিলহজ, মুহাররম ও রজব।
এই মাসগুলোতে যুদ্ধ-বিগ্রহ নিষিদ্ধ ছিল। তবে আলেমদের ব্যাখ্যায় ‘যুদ্ধ’ শব্দটির অর্থ শুধু অস্ত্রধারী সংঘাত নয়। এর মধ্যে রয়েছে আত্মসংযমের সংগ্রাম, রাগ দমন, হতাশার বিরুদ্ধে লড়াই, খারাপ অভ্যাস ত্যাগ এবং জুলুম ও অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া। তাই রজব মাস মুসলমানদের জন্য আত্মশুদ্ধি ও নৈতিক উন্নয়নের বিশেষ সময়।
হাদিসে রজব মাস
সহিহ বুখারিতে বর্ণিত এক হাদিসে মহানবী হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, বছর বারো মাসের, যার মধ্যে চারটি পবিত্র। এর তিনটি ধারাবাহিক, জিলকদ, জিলহজ ও মুহাররম। আর চতুর্থটি হলো রজব, যা জুমাদাল উখরা ও শাবানের মাঝামাঝি অবস্থিত।
এই হাদিসে রজবকে ‘রজব মুদার’ বলা হয়েছে। কারণ মুদার গোত্র এই মাসকে বিশেষভাবে সম্মান করত। ধারাবাহিক তিন মাসের বাইরে অবস্থান করায় একে কেউ কেউ ‘রজবুল ফারদ’ বা একাকী রজবও বলে থাকেন।
রজব নিয়ে প্রচলিত হাদিসের সত্যতা
ইসলামী গবেষকদের মতে, রজব মাসের বিশেষ ফজিলত নিয়ে নির্ভরযোগ্য কোনো হাদিস নেই, শুধু এটুকু ছাড়া যে এটি চারটি পবিত্র মাসের একটি। নির্দিষ্টভাবে রজবে রোজা রাখা বা দান করার আলাদা কোনো সওয়াব নির্ধারিত হয়নি।
তবে একটি গুরুত্বপূর্ণ হাদিসে নবী (সা.) শাবান মাসে বেশি রোজা রাখার কারণ ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, রজব ও রমজানের মাঝামাঝি এই মাসটি মানুষ অবহেলা করে, অথচ এ মাসেই আমল আল্লাহর কাছে পেশ করা হয়। তাই তিনি চান, তার আমল রোজা অবস্থায় পেশ হোক।
এই হাদিসের আলোকে আলেমরা বলেন, রজব ও শাবান দুই মাসই ভালো আমলের প্রস্তুতির সময়। রমজান যেহেতু রোজার মাস, তাই রজবেও নফল রোজা রাখা যেতে পারে। তবে এতে কোনো বিশেষ ফজিলতের দাবি নেই। এটি বছরের অন্য মাসের নফল রোজার মতোই।
রজব মাসে কেন অনেকে রোজা ও দান করেন?
অনেক মুসলমান রজবকে রমজানের প্রস্তুতির মাস হিসেবে দেখেন। কেউ রমজানে ছুটে যাওয়া রোজা এ মাসে কাজা করেন। নারীরা হায়েজজনিত কারণে বাদ পড়া রোজা রজব ও শাবানে আদায় করেন।
এ ছাড়া প্রতি মাসে তিন দিন রোজা রাখা, সোম ও বৃহস্পতিবার রোজা রাখা এসব সুন্নত আমল রজবেও প্রযোজ্য। তাই এ মাসে রোজা রাখা স্বাভাবিকভাবেই মুসলমানদের মধ্যে জনপ্রিয়।
রমজান যেহেতু যাকাতুল ফিতরের মাস, তাই অনেকে আগেভাগেই রজব ও শাবানে দান-সদকা শুরু করেন। এই তিন মাসকে অনেকেই দান করার সুবর্ণ সময় বলে মনে করেন।
ভিত্তিহীন ইবাদত থেকে সতর্কতা
রজব মাসে একটি প্রচলিত ইবাদতের নাম সালাতুর রাগায়েব। এটি প্রথম জুমার রাতে মাগরিব ও এশার মাঝখানে ১২ রাকাত নামাজ হিসেবে পরিচিত। তবে আলেমদের মতে, এই নামাজের পক্ষে কোনো সহিহ হাদিস নেই। নবী (সা.), তার সাহাবি বা পরবর্তী উত্তম প্রজন্ম কেউই এটি আদায় করেননি।
ইসরা ও মিরাজ প্রসঙ্গ
কিছু ঐতিহাসিকের মতে, নবী মুহাম্মদ (সা.)-এর মক্কা থেকে বায়তুল মুকাদ্দাস এবং সেখান থেকে ঊর্ধ্বাকাশে গমনের ঘটনা ইসরা ও মিরাজ রজবের ২৭ তারিখে সংঘটিত হয়েছিল। এ কারণে অনেকেই এই মাসকে বিশেষ গুরুত্ব দেন।
এই ঐতিহাসিক ঘটনা ছিল ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড়। খাদিজা (রা.) ও আবু তালিবের ইন্তেকালের পর আল্লাহ তায়ালা নবীকে সান্ত্বনা ও সম্মান দিতে এই মহাযাত্রা করান। একই সঙ্গে এটি মুসলমানদের কাছে মসজিদুল আকসার গুরুত্ব স্মরণ করিয়ে দেয়।
তবে আলেমদের স্পষ্ট বক্তব্য হলো, ২৭ রজবে বিশেষভাবে রোজা রাখার বিষয়ে কোনো সহিহ হাদিস নেই। যদি দিনটি সোম বা বৃহস্পতিবারের সঙ্গে মিলে যায়, তখন সাধারণ সুন্নত হিসেবে রোজা রাখা যেতে পারে।
রজব মাসে কী করবেন?
রজব মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আত্মপ্রস্তুতি। রমজানের আগমনের জন্য নিজেকে মানসিক ও আত্মিকভাবে তৈরি করা। আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা, খারাপ অভ্যাস পরিত্যাগের চেষ্টা করা, নফল নামাজ, দোয়া ও দান-সদকায় মনোযোগী হওয়া। এসবই এ মাসের মূল করণীয়।
সারসংক্ষেপ
সব মিলিয়ে রজব মাসের বিশেষত্ব এই যে, আল্লাহ তায়ালা একে চারটি পবিত্র মাসের অন্তর্ভুক্ত করেছেন। এই মাস মুসলমানদের জন্য আত্মসংযম, আত্মশুদ্ধি ও রমজানের প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ সময়।
এনটি