ম্যাচ শেষে ক্লান্ত বাংলাদেশ নারী হ্যান্ডবল দল স্টেডিয়ামে সামনে বাস না পেয়ে গরমে পার্কে এক ঘন্টা অপেক্ষা। বাস বিড়ম্বনায় ভিলেজে দুপুরে খাবারও পায়নি হ্যান্ডবল দল। নানা অব্যবস্থাপনার মধ্য দিয়ে চলছে ইসলামিক সলিডারিটি গেমস। ছবি-আরাফাত জোবায়ের,তুরস্ক কোনিয়া।