রাকিব নেগেটিভ, তবু বাংলাদেশ দলে করোনা পজিটিভ এক

দুপুর সোয়া দুইটা ফ্লাইট। জাতীয় দলের সব ফুটবলারের লাগেজ গোছানো সম্পন্ন। এর মধ্যে ছয় জন ছিলেন শঙ্কিত মনে। পাঁচ জন ফুটবলার ছিলেন রিপোর্টের ফলাফলের অপেক্ষায় আর রাকিব ছিলেন পজিটিভ থেকে নেগেটিভ হওয়ার প্রার্থনায়। রাকিবের প্রার্থনা কবুল হয়েছে। পজিটিভ থেকে নেগেটিভ হওয়ার রিপোর্ট পেয়েছেন তিনি।
অন্য দিকে পাঁচ জনের মধ্যে চারজনের নেগেটিভ আসলেও ডিফেন্ডার রহমত মিয়ার পজিটিভ এসেছে। বাফুফের মেডিক্যাল কমিটির ডেপুটি চেয়ারম্যান আলী ইমরান ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জাতীয় ফুটবল দলের নেপাল সফরের আগে করোনা ফলাফল নিয়ে কয়েক প্রস্থ নাটকই হলো। এক দিন আগে পজিটিভ হওয়া মিডফিল্ডার রাকিব হোসেন আজ নেগেটিভ ফলাফল পেয়েছেন। ফলে দলের সাথে আজ যেতে তার কোনো বাধা নেই। অন্য দিকে দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার রহমত মিয়ার পজিটিভ রেজাল্ট আসায় আজ দলের সাথে নেপালগামী বিমানে উঠা হচ্ছে না তার। রাকিবকে নিয়ে টিম বাস রওনা হয়েছে বিমানবন্দরের উদ্দেশ্য আর রহমত হোটেলে রয়ে গেছেন৷
রহমত জাতীয় দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার। রহমত পজিটিভ হওয়ায় জাতীয় দলের রক্ষণভাগের শক্তি কমছে। শেষ মুহূর্তে রহমত দল থেকে ছিটকে গেলেও কোচ জেমি ডে এখনই হাল ছেড়ে দিচ্ছেন না। জানালেন, পরেও তিনি যোগ দিতে পারবেন দলের সঙ্গে। বললেন, ‘২০ মার্চ আবার পরীক্ষা করানো হবে। নেগেটিভ আসলে ২২ মার্চ ফ্লাইটে রওনা হবে।’
এজেড/এনইউ