হিমালয়ের দেশে ফুটবল মিশনে বাংলাদেশ

বাংলাদেশ জাতীয় ফুটবল দল ত্রিদেশীয় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে কাঠমান্ডুর উদ্দেশ্যে আজ বৃহস্পতিবার দেশ ছেড়েছে। বাংলাদেশ বিমানে হিমালয়ের দেশে ২৩ ফুটবলার। শেষ মুহূর্তে ডিফেন্ডার রহমত কোভিড পজিটিভ হওয়ায় তিনি যেতে পারেননি। অধিনায়ক জামাল ভুইয়া কাঠমান্ডুতে যোগ দেবেন ২২ মার্চ।
বিমানে বসে বাংলাদেশ দলের ম্যানেজার ইকবাল হোসেন জানালেন, ‘বিমানবন্দরের আনুষ্ঠানিকতায় কোনো সমস্যা হয়নি। রহমত যেতে পারছে না পজিটিভ হওয়ায়। রাকিব নেগেটিভ রিপোর্ট পাওয়ায় আমাদের সফর সঙ্গী। সবার কাছে দোয়া চাই। নেপালে ভালো ফলাফল করে যেন সুস্থভাবে দেশে ফিরতে পারি।’
বাংলাদেশ দলের সঙ্গে দুই ব্রিটিশ কোচের সঙ্গে রয়েছেন অস্ট্রেলিয়ান ফিটনেস ট্রেনার। ব্রিটিশ গোলরক্ষক কোচ ইংল্যান্ড থেকে সরাসরি নেপালে যাবেন।
নেপালের রাজধানী কাঠমান্ডুতে পৌঁছে আরেক দফা করোনা পরীক্ষা করাতে হবে ফুটবলারদের। নেগেটিভ রিপোর্ট পেলে অনুশীলন করার সুযোগ পাবেন ফুটবলাররা।
এজেড/এটি