আগের সেই মোহামেডানকে ফেরানোর প্রতিশ্রুতি

মোহামেডানের নব নির্বাচিত কমিটির পরিচালনা পর্ষদের প্রথম সভা ছিল আজ (শনিবার)। নতুন কমিটির প্রথম সভা থাকায় মতিঝিলের ঐতিহ্যবাহী ক্লাবে ছিল ক্রীড়াঙ্গনের অনেক ব্যক্তিদের পদচারণা। প্রায় আড়াই ঘন্টার উপর চলা মিটিংয়ে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত না আসলেও একটি লক্ষ্য পূরণে সবাই একমত, ‘মোহামেডান ইজ কামিং ব্যাক।’
সভা শেষে নির্বাচিত কমিটির সভাপতি জেনারেল (অব.) আবদুল মুবীন পরিচালকদের নিয়ে ফুটবলারদের সাথে সৌজন্য সাক্ষাত করেন। সভার পর সভাপতি গণমাধ্যমের সঙ্গে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি। ২৯ মার্চ পুনরায় সভা রয়েছে। সেই সভার পর তিনি কথা বলবেন বলে জানিয়েছেন।
সভাপতি গণমাধ্যমের সঙ্গে কথা না বললেও পরিচালকরা তাদের ভাবনা ও সভার আলোচনার বিষয়গুলো জানিয়েছেন। প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর বলেন, ‘প্রথমে মোহামেডানের সদস্যদের ধন্যবাদ জানাই এত সুন্দর একটি নির্বাচন সম্পন্ন করার জন্য। আমাদের আজকের সভায় একটি লক্ষ্যবস্তুতে সবাই একমত মোহামেডানের আগের দিন ফেরাতে হবে। আমরা যারা পরিচালক নির্বাচিত হয়েছি। এর মধ্যে ৭-৮ জনও যদি সক্রিয় থাকি তাহলে সেটা পুনরুদ্ধার করা সম্ভব।’
মোহামেডানের ঐতিহ্যের মূলে ফুটবল। সেই ফুটবলে ২০০২ সালের পর থেকে লিগ ট্রফি নেই সাদা কালোদের দলে। ফুটবলে দল গড়তে এখন অনেক অর্থ প্রয়োজন। অর্থ সংকটে তারকা ফুটবলারদের দলে ভেড়াতে পারে না মোহামেডান। সেই অর্থ সংকট দূর করার নিশ্চয়তা দিলেন এই পরিচালক, ‘মোহামেডানকে এখন অর্থ নিয়ে আর ভাবতে হবে না। দ্বিতীয় লেগে আমরা দুই-তিন জন ফুটবলার নিচ্ছি। আর পরবর্তী মৌসুমের জন্য ইতোমধ্যে চার জন ফুটবলারের সাথে আলোচনা ইতোমধ্যে হয়ে গেছে।’
মোহামেডান শুধু ফুটবল নয় আগে দাবাসহ অন্যান্য ডিসিপ্লিনেও খেলত। সামনের দিনগুলোতে আগের মোহামেডানকেই দেখার প্রত্যয় ব্যক্ত করলেন দেশের এই বিশিষ্ট শিল্পপতি, ‘রাতারাতি খুব বেশি পরিবর্তন ও সাফল্য পাওয়া সম্ভব নয়। এই বছর আমরা আগের চেয়ে অনেক ভালো করব। আর সামনের বছর আমরা সরাসরি চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়ব।’
মোহামেডানের দীর্ঘদিনের সমস্যা অনুশীলন মাঠ। নতুন কমিটির প্রথম সভায় সেটা নিয়ে আলোচনা হয়েছে। ক্লাবের অন্যতম পরিচালক মাহবুব আনামবে, ‘ঢাকায় অনেক ক্লাবেরই মাঠ সমস্যা রয়েছে, শুধু আমাদের নয়। আমাদের মাঠ সমস্যার সাময়িক সমাধান হয়েছে। ইউনাইটেড গ্রুপের মাঠ অনুশীলনের জন্য ব্যবহার করা হবে। ক্রিকেটের অনুশীলনের জন্য পিচও তৈরি হবে সেখানে।’
ক্লাবের সভাপতিই মূলত অনুশীলন সংকট নিরসনে এই ব্যবস্থা নিয়েছেন। ক্রীড়াঙ্গনের সবার দৃষ্টি ছিল মোহামেডানের ডিরেক্টর ইনচার্জের দায়িত্ব কে পান। প্রথম সভায় অবশ্য এটা নির্ধারণ হয়নি। ২৯ মার্চের সভায় এটি ঠিক হতে পারে। ডিরেক্টর ইনচার্জের পাশাপাশি ফুটবল, ক্রিকেট ,হকিসহ অন্যান্য কমিটিও গঠন হয়নি। ফুটবল লিগ চলমান থাকায় আগের কমিটি চলমান রাখার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।
এজেড/এমএইচ