বার্সেলোনাতেই যাচ্ছেন মেসি-সতীর্থ আগুয়েরো?

ম্যানচেস্টার সিটি কিংবদন্তি সার্জিও আগুয়েরোর ক্লাব বদলানো নিশ্চিত। সম্প্রতি বিষয়টা দুই পক্ষই জানিয়েছে আনুষ্ঠানিকভাবে। তবে তার পরবর্তী গন্তব্য কোথায় হবে, তা নিয়ে বেশ গুঞ্জন চলছে ইউরোপীয় সংবাদ মাধ্যমে। তবে বেশ কিছু বিশ্বস্ত সূত্র জানাচ্ছে, জাতীয় দল সতীর্থ লিওনেল মেসির বার্সেলোনায় যোগ দেওয়ার সম্ভাবনা বেশ আগুয়েরোর।
বয়স ৩২ হয়ে গেছে। চলতি মৌসুম শেষেই ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তি শেষ তার। নতুন গন্তব্য হিসেবে আর্জেন্টাইন ক্লাব এন্তুদিয়েন্তেসকে দেখা হচ্ছিল, কিন্তু সম্প্রতি তিনি নিজেই এ গুঞ্জন উড়িয়ে দিয়ে জানিয়েছেন, ইউরোপীয় ফুটবলে আরও দুই বছর দিব্যি খেলে যেতে পারবেন তিনি।
নতুন গন্তব্য নিয়ে তাই শুরু হয়েছে জল্পনা-কল্পনা। আগ্রহী দলগুলোর ভেতরে নাম আছে বার্সেলোনার, যেখানে আছেন তার বন্ধু ও জাতীয় দলের সতীর্থ মেসি। আরেকটি ক্লাব হচ্ছে পিএসজি, যেখানে আরেক আর্জেন্টাইন মরিসিও পচেত্তিনো আছেন কোচ হিসেবে। দুটো দলই এখন তাকে পেতে খোঁজখবর নেওয়া শুরু করেছে, জানিয়েছে স্কাই স্পোর্টস ও ইউরোপীয় দলবদল বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো।
তবে সেখানে বলা হয়েছে, বার্সেলোনা তার সঙ্গে কথা শুরু করলেও, তাকে দেখছে বিকল্প হিসেবে। এদিকে কোচ রোনাল্ড কোম্যানের স্বদেশী মেম্ফিস ডিপাইকেও বিকল্পের তালিকায় রাখছে বার্সা। তবে আসছে দলবদল মৌসুমে একজন স্ট্রাইকারকে দলে ভেড়াতে যে মরিয়া দলটি, ব্যাপারটা স্পষ্ট।
এদিকে ফরাসি পরাশক্তি পিএসজিও যে আর্জেন্টাইন এই তারকাকে চায় এ বিষয়টিও জানাচ্ছে স্কাই স্পোর্টস। চুক্তি শেষ হয়ে যাওয়ায় তার দলবদলটা হবে বিনামূল্যে। তবে তার বেতন-ভাতার চাহিদা কেমন সে বিষয়ে জানতে তার এজেন্টের সঙ্গে আলোচনায় বসেছে কোচ পচেত্তিনোর দল।
শুরুতে আগুয়েরোকে নিয়ে গুঞ্জন ছিল জুভেন্তাস আর চেলসিরও। তবে দুই ক্লাবই এখন অন্য জায়গায় খেলোয়াড় কেনার ব্যাপারে প্রাধান্য দিচ্ছে বলে জানা গেছে। তবে তাকে পাওয়ার দৌড়ে অনেক দল থাকলেও শেষ সিদ্ধান্তটা আসবে তার পক্ষ থেকেই। আর মৌসুমের শেষ পর্যন্ত তিনি সময় নিতে চান বলেও জানা গেছে।
এনইউ