কিংসের ২৩৩ গোল, রবসনের ফিফটি

বসুন্ধরা কিংসের অধিনায়ক রবসন রবিনহো দুর্দান্ত এক গোল করেছেন আজ (শুক্রবার)। কিংসের হয়ে এই গোল রবসনের লিগে ৫০তম। তাই ম্যাচের পর কিংসের পক্ষ থেকে রবসনকে সম্মাননাও দেয়া হয়েছে।
বসুন্ধরা কিংসের অধিনায়ক লিগে ৫০ গোল পূর্ণ করে বেশ উচ্ছ্বসিত। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত এই অর্জনে। এজন্য দলের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে ধন্যবাদ কোচিং স্টাফ ও ক্লাব কর্তৃপক্ষকে আমার ওপর আস্থা রাখায়। আগামীতেও আমার এই সাফল্য বজায় রাখতে চাই।’
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে (বিপিএল) ২০১৮ সাল থেকে খেলছেন রবসন রবিনহো। কোভিডের মৌসুম বাদ দিয়ে বসুন্ধরা কিংসের লিগে গোল সংখ্যা ২৩৩। সেই ২৩৩ গোলের মধ্যে রবসন রবিনহোর গোলই ৫০। তবে ব্রাজিলিয়ান এই ফুটবলার কিংসের হয়ে খেলছেন ২০২০-২১ মৌসুম থেকে।
বসুন্ধরা কিংসের জার্সিতে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতাও একজন ব্রাজিলিয়ান। আবাহনী থেকে কিংসে আসা ডরিয়েল্টন ২৭ গোল করেছেন। কিংসের দলীয় এবং ব্যক্তিগত গোলের সংখ্যাগুলো ক্লাব কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
বাংলাদেশের ফুটবলের তথ্য-পরিসংখ্যানের সংকট প্রকট। লিগের ইতিহাসে সর্বোচ্চ গোল, দেশি-বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি ম্যাচসহ আরও অনেক বিষয়ে সুনির্দিষ্ট তথ্য কখনও প্রকাশ করেনি ফুটবল ফেডারেশন। পেশাদার ক্লাব বসুন্ধরা কিংস অবশ্য তথ্যগত বিষয়েও যথেষ্ট সচেতনতা দেখিয়েছে।
এজেড/এএইচএস