এএফসির সভায় বাংলাদেশের কোচিং রোডম্যাপ

বাংলাদেশে এএফসি এ লাইসেন্স কোচ রয়েছেন ৪৪ জন। কোনো পেশাদার লাইসেন্স কোচ নেই। এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সভায় বাংলাদেশকে কোচিংয়ে প্রো পর্যায়ে নেয়ার আশাবাদ ব্যক্ত করেছেন ব্রিটিশ টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি। গতকাল এএফসির ট্যাকনিক্যাল বিভাগের ভার্চুয়াল সভার আয়োজন করে। সেখানে এএফসি’র প্রায় প্রতিটি দেশই ছিল।
বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সেই সভায় বাংলাদেশকে কোচিংয়ে এ লেবেল থেকে প্রো লেবেলে তোলার অঙ্গীকার করেন, ‘এএফসি’র কোচিং কনভেনশনের আওতায় বাংলাদেশ কোচিং এডুকেশনে ভালো কাজ করছে। বাংলাদেশের লক্ষ্য কোচিংয়ে এ লেবেল থেকে প্রো থেকে পৌঁছানো।’
এ লেবেল থেকে প্রো’তে পৌছানোর রোডম্যাপ সম্পর্কে পল স্মলি বলেন, ‘আমরা প্রথমবারের মতো প্রো শুরু করছি। ছয়টি মডিউল শেষ হতে প্রায় দুই বছর সময় লাগবে। এরপর আরেকটি প্রো কোর্স পরিচালনা করার পরিকল্পনা রয়েছে। এভাবে আমরা ধীরে ধীরে এ থেকে প্রো পর্যায়ে যাব।’ প্রো লাইসেন্স হচ্ছে এশিয়ার ফুটবলে সর্বোচ্চ কোচিং সনদ।
২৮ জুন বাংলাদেশে প্রথম বারের মতো প্রো লাইসেন্স কোর্স অনুষ্ঠিত হবে। এজন্য এএফসিকে ধন্যবাদ দিয়েছেন পল,‘ এএফসি বাফুফের উপর আস্থা রাখায় আমার কৃতজ্ঞ। আশা করি সামনে প্রো কোর্স শুধু বাংলাদেশ নয় এশিয়ার ফুটবলে মান উন্নয়নে কাজ করবে।’ বাংলাদেশে প্রথমবারের মতো প্রো কোর্স করার জন্য ইতোমধ্যে ৪০’টির বেশি আবেদন জমা পড়েছে। আগামী দুই তিন দিনের মধ্যেই চূড়ান্ত তালিকা করতে চান পল, ‘তালিকটা চূড়ান্ত করা খুব জরুরি কারণ কোর্স শুরুর আগে কিছু কাজ রযেছে। সামনের সপ্তাহের শুরুতেই ট্যাকনিক্যাল কমিটি সেই তালিকা চূড়ান্ত করবে।’
কালকের সভায় চীন ও ডাচ ফুটবল এসোসিয়েশন কোচিং এডুকেশনের কিছু প্রস্তাবনা দিয়েছে। এই প্রস্তাবনার উপরই গতকাল বেশি আলোচনা হয়েছে। হল্যান্ড ইউরোপীয়ান দেশ তারা এএফসি’র সভায় কোচিং প্রস্তাবনা দেবার কারণ সম্পর্কে পল বলেন, ‘এএফসি’র ট্যাকনিক্যাল ও কোচিং বিভাগের অন্যতম দায়িত্বে কুভারম্যান। যিনি আবার হল্যান্ড ফেডারেশনের সঙ্গেও যুক্ত। হল্যান্ড কোচিং এডুকেশন নিয়ে ভালো কাজ করছি। সেই কাজের পুরো বিষয়টি আমাদের অবহিত করেছে।’ এএফসি’র সভা শেষে ফিফার সাথেও একটি সভা হয়েছে। সেই সভাতেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন পল স্মলি।
এজেড/এটি