বিপিএলসহ তিনটি টুর্নামেন্ট খেললেন ৮ দিনে, ৫ ম্যাচে রান ২৬

প্রায় ১৬ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে পাঁচদিনের ব্যবধানে তিনটি টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার টিম ডেভিড। এত লম্বা পথ পাড়ি দিয়ে আর্থিকভাবে লাভবান হয়েছেন ঠিকই, তবে দলকে জেতাতে পারেননি। যদিও তার যাত্রার শুরুটা যেখান থেকে হয়েছিল, সেই অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে চ্যাম্পিয়ন হয়েছিল ডেভিডের দল হোবার্ট হারিকেন্স। এরপর তিনি দুবাইয়ের আইএল টি-টোয়েন্টি এবং সর্বশেষ বিপিএলে খেলতে আসেন।
গত ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে বিগ ব্যাশ ২০২৪-২৫ মৌসুমের ফাইনাল। যেখানে হোবার্ট হারিকেন্সের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে সিডনি থান্ডার্স ৭ উইকেটে ১৮২ রান সংগ্রহ করে। লড়াকু লক্ষ্য তাড়ায় রীতিমতো তাণ্ডব চালিয়েছেন হোবার্টের ওপেনার মাইকেল ওয়েন। মাত্র ৩৯ বলে তার সেঞ্চুরিতে ভর করে ৩৫ বল এবং ৭ উইকেট হাতে রেখেই হোবার্ট চ্যাম্পিয়ন হয়েছে। বিজয়ীদের হয়ে ওই ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পাননি টিম ডেভিড।
এরপর আবুধাবির আইএল টি-টোয়েন্টিতে খেলতে তিনি হোবার্ট থেকে দুবাইয়ে পাড়ি দেন ১২ হাজার কিলোমিটার। ২৯ জানুয়ারি গাল্ফ জায়ান্টসের হয়ে টুর্নামেন্টটিতে প্রথম ম্যাচ খেলেন টিম ডেভিড। সেই ম্যাচে ১টি ছক্কায় ১০ বলে ৯ রান করেই আউট হন। তার দলও হেরে যায় ডেজার্ট ভাইপার্সের কাছে। দু’দিন পর ডেভিডের গাল্ফ জায়ান্টস মুখোমুখি হয় এমআই এমিরেটসের। ৯ বলে তিনি ১০ রান করার পর সেই ম্যাচটিও হেরে যায় গাল্ফ। তৃতীয় ম্যাচে অবশ্য আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে খেলতে নেমে ব্যাটিং করা হয়নি ডেভিডের।
আরও পড়ুন
অস্ট্রেলিয়ান এই ডানহাতি ব্যাটার এরপর পা রাখেন বাংলাদেশে। গতকাল (৩ ফেব্রুয়ারি) বিপিএলে তাকে নিয়ে এলিমিনেটর ম্যাচ খেলতে নামে রংপুর রাইডার্স। ম্যাচে টিম ডেভিড এমন এক শট খেলেছেন, যা তার স্বভাবসুলভ নয় মোটেই। নাসুম আহমেদের বলে কিছুটা এগিয়ে এসে তিনি ফ্রন্টফুটে খেলতে চাইলেন। ব্যাটে ঠিকঠাক সংযোগ না হওয়ায় ডেভিড ৯ বলে ফিরলেন ৭ রান করে। ছিল একটা চারের মার। পরে খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচটি হেরে বিপিএল থেকেই বিদায় নেয় রংপুর।
সবমিলিয়ে ৮ দিনে প্রায় ১৬ হাজার কিলোমিটার পাড়ি দিয়েছেন ডেভিড। যেখানে ২৮ বছর বয়সী এই অজি ব্যাটার ৫ ম্যাচে খেললেন তিন দলের হয়ে। যদিও ব্যাট করেছেন কেবল তিন ম্যাচে। বিপরীতে ২৮ বলে ডেভিডের ব্যাটে এসেছে মাত্র ২৬ রান। এর মধ্যে তার খেলা গাল্ফ জায়ান্টস (লিগ পর্ব) এবং রংপুর রাইডার্স (প্লে-অফ) দুটি ফ্র্যাঞ্চাইজিই ভিন্ন ভিন্ন টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।
টি-টোয়েন্টিতে অবশ্য টিম ডেভিডের পরিচিতি বিগ হিটার হিসেবে। এখন পর্যন্ত তিনি ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে মোট ২৬৯টি টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছেন। ২৪৪টি ইনিংসে ব্যাট করে ডেভিড ২৯.৬০ গড়ে করেছেন ৫১৫২ রান। কোনো সেঞ্চুরি না করলেও টি-টোয়েন্টিতে তার হাফসেঞ্চুরি মোট ১৭টি। ব্যাটিংয়ে ডেভিড রান করেছেন ১৬০.০০ স্ট্রাইকরেটে।
এএইচএস