বড় ম্যাচের আগে আবারও চোটের ধাক্কা রিয়াল মাদ্রিদে

চলতি মাসেই লা লিগা এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বড় ম্যাচ খেলতে নামবে রিয়াল মাদ্রিদ। তবে তার আগে নিজেদের পুরোনো দুর্বলতা রক্ষণভাগ নিয়ে তারা নতুন করে ধাক্কা খেয়েছে। চোটের কারণে পুরো মৌসুম থেকে ছিটকে গেছেন রাইটব্যাক দানি কারভাহাল ও সেন্টারব্যাক এডার মিলিটাও। নতুন করে চোটের তালিকায় যুক্ত হয়েছেন এক বছরেরও বেশি সময় পর মাঠে ফেরা ডেভিড আলাবা। যদিও তিনি কতদিন বাইরে থাকবেন সেটি এখনও জানা যায়নি।
আজ (মঙ্গলবার) এক বিবৃতিতে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা জানিয়েছে, ‘রিয়াল মাদ্রিদের মেডিকেল বিভাগের পরীক্ষায় চোট ধরা পড়েছে ডেভিড আলাবার। তার বাম পায়ে অ্যাডাক্টরে চোট পেয়েছে। চোটের অগ্রগতি পর্যবেক্ষণ করা হচ্ছে এই মুহূর্তে।’
অস্ট্রিয়ান এই ডিফেন্ডারকে ঠিক কবে নাগাদ আবারও পাওয়া যাবে সেটি অবশ্য নিশ্চিত করতে পারেনি রিয়াল মাদ্রিদ। তবে বাঁ পায়ের ঊরুর মাংসপেশির চোট যে তাকে সহসাই মাঠে ফিরতে দেবে না সেটা অনেকটাই অনুমেয়। চোট কাটিয়ে মাঠে ফিরতে আলাবার অন্তত দুই থেকে তিন সপ্তাহ লাগবে বলে জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যম। এর আগে সম্প্রতি হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন আরেক তারকা ডিফেন্ডার অ্যান্টোনিও রুডিগার। জার্মান এই ফুটবলারেরও মাঠে ফিরতে প্রায় একই রকম সময় লাগতে পারে।
— Real Madrid C.F. (@realmadrid) February 4, 2025
চলতি মৌসুম থেকে অনেক আগেই ছিটকে গিয়েছিলেন কারভাহাল। এরপর মিলিটাও–ও ইনজুরি কাটিয়ে ফেরার অল্প সময়ের মাঝে নতুন করে এসিএলের চোট পান। যা দুর্বল করে দেয় রিয়ালের রক্ষণভাগ। এই অবস্থায় কার্লো আনচেলত্তি নিয়মিত ডিফেন্ডারদের অনুপস্থিতিতে বাধ্য হয়ে বেশ কিছু ম্যাচে সেন্টারব্যাক হিসেবে দুই মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা ও অহেলিয়া চুয়ামেনিকে খেলিয়েছেন। এর মধ্যে কামাভিঙ্গাও ভুগছেন হ্যামস্ট্রিংয়ের চোটে। এ ছাড়া রক্ষণে প্রায় নিয়মিত হয়েছেন এর আগে গেমটাইম না পাওয়া রাউল অ্যাসেনসিও।
আরও পড়ুন
এদিকে, রিয়াল মাদ্রিদের সামনে গুরুত্বপূর্ণ ম্যাচ আসন্ন। তার আগে নতুন করে আলাবা ও রুডিগারের চোট লস ব্লাঙ্কোসদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দেবে। গত ১৯ জানুয়ারি লা লিগায় লাস পালমাসের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রায় ১৩ মাস পর মাঠে ফিরেছিলেন আলাবা। সবমিলিয়ে খেলেছেন মাত্র ৪টি ম্যাচ। যার প্রতিটিতেই তাকে বদলি হিসেবে নামানো হয়। আনচেলত্তি সতর্কতার সঙ্গে তাকে ব্যবহার করলেও, খারাপ সময়টাকে ঠিক পেরোতে পারলেন না!
চ্যাম্পিয়ন্স লিগে অনেকটা টেনেটুনে প্লে-অফ নিশ্চিত করেছে রিয়াল। এরই মাঝে লা লিগার সর্বশেষ ম্যাচে তারা অবনমনের পথে থাকা এস্পানিওলের বিপক্ষে হেরে বসে। এমন অবস্থায় লিগ টেবিলের দুইয়ে থেকে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলা অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে ৯ ফেব্রুয়ারি খেলতে নামবে রিয়াল। এরপর আগামী ১২ ও ২০ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফের দুই লেগে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাধারী ম্যানচেস্টার সিটিকে তারা মোকাবিলা করবে।
এএইচএস