বৈভবের ব্যাটে চড়ে টি-টোয়েন্টিতে রাজস্থান রয়্যালসের বিশ্বরেকর্ড

একটা ছোটো তুলনা থেকে শুরু করা যাক। ২০২৫ আইপিএলে নিজেদের ৯ ম্যাচ শেষে চেন্নাই সুপার কিংস পাওয়ারপ্লের ৬ ওভারে এখন পর্যন্ত হাঁকিয়েছে ৫ ছক্কা। বিপরীতে বৈভব সুর্যবংশী তিন আইপিএল ইনিংস মিলিয়ে পাওয়ারপ্লেতে আদায় করে নিয়েছেন ১০ ছক্কা। ১৪ বছর বয়েসী বৈভবের এমনই মাহাত্ম্য।
তবে তার এমন বিধ্বংসী মেজাজের সবচেয়ে বড় ঝড়টা সইতে হয়েছে গুজরাট টাইটান্সকে। মোহাম্মদ সিরাজ, ইশান্ত শর্মা কিংবা রশিদ খান কেউই পাত্তা পাননি বৈভবের সামনে। ১৪ বছর বয়সে খেললেন টি-টোয়েন্টি ইতিহাসের অন্যতম সেরা ইনিংসটাই। এত কম বয়সে কার কারোরই এই ফরম্যাটে সেঞ্চুরি নেই। ৩৫ বলে করা ওই সেঞ্চুরি আইপিএল ইতিহাসেই দ্বিতীয় দ্রুততম।
গতকাল ঘরের মাঠে বৈভব সুর্যবংশীর এমন বিধ্বংসী ব্যাটিংয়ের সুবাদে টি-টোয়েন্টিতে আরও একটা বিশ্বরেকর্ড নিজেদের করে নিয়েছে রাজস্থান রয়্যালস। ক্রিকেটের এই শর্টার ফরম্যাটে সবচেয়ে কম বল খেলে ২০০-এর বেশি টার্গেট তাড়া করেছে রাজস্থান। গতকাল গুজরাটের দেয়া ২১০ রানের ইনিংস রাজস্থান রয়্যালস পেরিয়ে গেছে ১৫.৫ ওভারে।

এর আগে ২০১৮ সালে ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্টে মিডলসেক্সের ২২২ রানের টার্গেট সারে অতিক্রম করেছিল ঠিকঠিক ১৬ ওভারে। ২০২৪ সালে গুজরাটেরই ২০১ রানের টার্গেট রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু পার করেছিল ১৬ ওভারেই। গতকালের ম্যাচে এই দুই দলের চেয়ে এক বল কম খেলেছে রাজস্থান রয়্যালস।
আরও পড়ুন
টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বলে ২০০+ টার্গেট তাড়া
১৫.৫ - রাজস্থান রয়্যালস বনাম গুজরাট টাইটাস; জয়পুর (২০২৫)
১৬.০ - সারে বনাম মিডলসেক্স; দ্য ওভাল (২০১৮)
১৬.০ - রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু বনাম গুজরাট টাইটান্স; আহমেদাবাদ (২০২৪)
১৬.০ - পাকিস্তান বনাম নিউ জিল্যান্ড; অকল্যান্ড (২০১৫)
অবশ্য এমন দারুণ বিশ্বরেকর্ডের জন্য কেবল বৈভবকেই ধন্যবাদ দিয়ে ক্ষান্ত হবে না রাজস্থান রয়্যালস। তার ওপেনিং পার্টনার যশস্বী জয়সওয়াল নিজেও খেলেছেন ৪০ বলে ৭০ রানের ইনিংস। আর শেষটা করেছেন রিয়ান পরাগ। ১৫ বলে ৩২ রানের ইনিংসে দলকে নিয়ে গেছেন জয়ের বন্দরে।

অবশ্য দিনশেষে গুজরাট-রাজস্থান ম্যাচের মহানায়ক হয়েছেন বৈভব সুর্যবংশী। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম বয়সে শতরানের কীর্তি এখন যার নামের পাশে। ১৪ বছর ৩২ দিন বয়সে এদিন তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছালেন বৈভব। আগের রেকর্ড ছিল বিজয় জোলের। ২০১৩ সালে মহারাষ্ট্রের ব্যাটার মুম্বাইয়ের বিরুদ্ধে শতরান করেছিলেন ১৮ বছর ১১৮ দিন বয়সে।
জেএ