কুমিল্লাতে মোহামেডানের হারের পরই আবাহনীর বড় জয়

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে মোহামেডানের হারের দিনে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনী বড় জয় পেয়েছে। দু’টি ম্যাচই হয়েছে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে। গতকাল রহমতগঞ্জ-মোহামেডান ম্যাচ বৈরী আবহাওয়ায় সম্পন্ন হয়নি। সেই ম্যাচ আজ (বুধবার) ১টায় শুরু হয়। এরপর নির্ধারিত সময়ে একই ভেন্যুতে মুখোমুখি হয় ঢাকা ও চট্টগ্রাম আবাহনী। জেলা পর্যায়ের স্টেডিয়ামে একইদিন দুই ম্যাচ হওয়ার ঘটনা সাম্প্রতিক অতীতে নেই। আবাহনী ও মোহামেডান একই ভেন্যুতে একইদিনে ঢাকার বাইরে খেলার বিশেষ কীর্তিও গড়ল।
মোহামেডান আগেরদিন ২-১ লিড নিয়ে আজ বাকি ৭২ মিনিট খেলা শুরু করে। এদিন অবশ্য ৪-৩ স্কোরলাইনে হার নিয়ে মাঠ ছাড়ে সাদা-কালোরা। মোহামেডান হারলেও ঢাকা আবাহনী ৫-০ গোলের বড় জয় তুলে নিয়েছে। ঢাকা আবাহনীর কাছে চট্টগ্রাম আবাহনীর হার অনুমেয়ই ছিল। আবাহনীর নাইজেরিয়ান এমেকা ওগবাহ জোড়া, আসাদুজ্জামান বাবলু, রাফায়েল অগাস্তু ও এনামুল ইসলাম গাজী একটি করে গোল করেন। এই জয়ে ১৬ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আবাহনী। সমান ম্যাচে ২৮ পয়েন্টে তৃতীয় বসুন্ধরা কিংস।

প্রিমিয়ার লিগে আজ অন্য ম্যাচে কিংস অ্যারেনায় পুলিশ ১-১ গোলে ড্র করেছে ফর্টিজের সঙ্গে। ৪৪ মিনিটে বক্সের মধ্যে অসাধারণ দক্ষতায় গোল করেন আল আমিন। এটি তার অস্টম গোল। চলমান লিগে স্থানীয়দের মধ্যে ১০ গোল নিয়ে সবার ওপরে বসুন্ধরা কিংসের রাকিব হোসেন। দেশি-বিদেশি মিলিয়ে ১৫ গোল নিয়ে এই তালিকায় শীর্ষে রহমতগঞ্জের ঘানাইয়ান ফরোয়ার্ড স্যামুয়েল বোয়াটেং।
ফর্টিজ ৬৭ মিনিটে ওমার বাবুর গোলে সমতা আনে। ছয় মিনিট পর জুমায়েভের ফ্রি কিক ক্রসবারে লেগে ফেরত আসলে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে দুই দল। ১৬ ম্যাচে ২৪ ও ২৩ পয়েন্ট নিয়ে যথাক্রমে ষষ্ঠ-সপ্তম স্থানে পুলিশ ও ফর্টিজ।
এজেড/এএইচএস