ব্যথা নিয়ে দেশে ফিরছেন সোহেল

গত ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ইনজুরিতে পড়েন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার সোহেল রানা। হাতের ব্যথার জন্য পরবর্তী দুই ম্যাচে তিনি নেই দলে। ডাক্তার তাকে ৪ সপ্তাহের বিশ্রাম দিয়েছেন। এ কারণেই আগামীকাল (মঙ্গলবার) দোহা থেকে দেশের উদ্দেশ্যে রওনা হবেন সোহেল।
আজ সোমবার সকালে দোহা থেকে সোহেল বলেন, ‘আমি ইনজুরির জন্য নেই। আজ মাঠে যাব গ্যালারি থেকে দলকে সমর্থন দেব।’ ভারতের বিপক্ষে ভালো ফলাফলের প্রত্যাশা করছেন তিনি, ‘আমি নেই খারাপ লাগছে। তবে আমাদের দলে যারা আছে তারা সবাই আশা করি নিজেদের সেরাটা দিলে ভালো কিছুই হবে।’
আগামীকাল দেশে ফিরে বিশ্রাম নেবেন সোহেল। নিজের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন এই মিডফিল্ডার, ‘আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে আমি হাতে ব্যথা পেয়েছিলাম। সবাই দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরতে পারি।’
এজেড/এটি