চ্যাম্পিয়ন মোহামেডানের ফুটবল কমিটির চেয়ারম্যানের পদত্যাগ

২২ বছর পর ঢাকা মোহামেডান ঘরোয়া ফুটবল লিগে চ্যাম্পিয়ন হয়েছে। তিন দিন আগে ক্লাব থেকে সেই শিরোপা উদযাপনও হয়েছে। এমন আনন্দঘন মুহূর্তে ক্লাবটির ফুটবল কমিটির চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর পদত্যাগ করেছেন। আজ ক্লাব সভাপতি সাবেক সেনাপ্রধান জেনারেল আব্দুল মুবীন (অব) বরাবর তিনি পদত্যাগপত্র দিয়েছেন। অনুলিপি দিয়েছেন ক্লাবের ডিরেক্টর ইনচার্জ কাজী ফিরোজ রশীদের কাছে।
মোহামেডানের ফুটবল লিগ শিরোপা জয়ের পেছনে অন্যতম অবদান ফুটবল কমিটির চেয়ারম্যান আলমগীরের। তার আর্থিক সহায়তায় দল গঠন ও পরিচালনায় অনেক বড় ভুমিকা ছিল। ২০২৩ সালে ফেডারেশ কাপ চ্যাম্পিয়ন, গত মৌসুমে তিন আসরে রানার্সআপ এবার লিগ চ্যাম্পিয়ন। দীর্ঘদিনের কাঙ্ক্ষিত লিগ শিরোপা অর্জনের পর তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। ফুটবল কমিটির চেয়ারম্যান থেকে পদত্যাগ করলেও ক্লাবের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।
ক্লাবের প্রয়োজনে তিনি সদা তৎপর থাকবেন যেমনটা বিগত সময়ে ছিলেন এমনটা চিঠিতে উল্লেখ করেছেন। গত চার ফুটবল মৌসুম তিনি ও সভাপতি ছাড়া আর তেমন কেউ ফুটবল দলে সেভাবে আর্থিক সহায়তা করেনি বলে জানা গেছে ক্লাব সুত্রে।

ক্লাব সভাপতি আব্দুল মুবিনের কাছে লেখা এক পাতার চিঠিতে পরিচালক আলমগীর কয়েকটি বিষয় তুলে ধরেছেন। ২০২১ সালের মার্চে ২ বছরের জন্য পরিচালনা পর্ষদ নির্বাচিত হয়েছিল। যা ইতোমধ্যে চার বছর অতিক্রম করে গঠনতন্ত্রের নির্দেশনার বহির্ভূত। তাই সভাপতির নিকট খুব দ্রুত সময়ে বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের আয়োজনের অনুরোধ জানিয়েছেন। তিনি প্রত্যাশা করেন, নতুন পরিচালনা পর্ষদ ক্লাবকে আরো গতিশীল ও সাফল্য মণ্ডিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। পাশাপাশি তিনি ফুটবল কমিটির চেয়ারম্যান হিসেবে নতুন কাউকে মনোনয়ন দেয়ার তাগিদ দিয়েছেন।
ফুটবল কমিটির চেয়ারম্যান আলমগীর চিঠিতে উল্লেখ করেছেন, তার এই পদত্যাগের ফলে শুন্যতা ক্লাব কিংবা পরিচালনা পর্ষদের জন্য কোনো অস্বস্তিকর হবে না। কিন্তু বাস্তবিক অর্থে, তার এই পদত্যাগ নতুন মৌসুমে মোহামেডানের দল গঠনে বড় প্রভাব হিসেবে কাজ করবে। কারণ ইতোমধ্যে অনেক ক্লাব খেলোয়াড়দের দলে ভেড়ানোর চেষ্টা করছে। মোহামেডান দলবদলের বাজারে পিছিয়ে পড়লে শিরোপা ধরে রাখাও কঠিন হবে।
মোহামেডানের ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান বছর দেড়েক আগে পরিচালক থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র দিয়েছিলেন। সেই পদত্যাগ গৃহীত হয়নি। কিছু সময় নিষ্ক্রিয় থাকার পর আবার তিনি মোহামেডানে সক্রিয় ভুমিকা পালন করছেন। ফুটবল কমিটির চেয়ারম্যানের পদত্যাগপত্র কি হয় সেটাই দেখার বিষয়।
এজেড/জেএ