মাহমুদউল্লাহ-মুশফিকের সঙ্গে হৃদয়ের তুলনা করলেন সাবেক লঙ্কান

আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার জয়ের কারণে বাংলাদেশের সুপার ফোরের যাত্রা মসৃণ হয়েছিল। গ্রুপপর্বে লঙ্কানদের কাছে পাত্তা না পাওয়া বাংলাদেশ গতকাল (শনিবার) সুপার ফোরে তাদেরই হারিয়ে দিয়েছে। প্রথমে ব্যাট করে ১৬৮ রান তোলে শ্রীলঙ্কা। এই পুঁজিকে জয়ের জন্য যথেষ্ট মনে করেছিলেন সাবেক লঙ্কান তারকা পারভেজ মাহারুফ। কিন্তু তাকে ভুল প্রমাণিত করেছেন তরুণ টাইগার ব্যাটাররা।
ম্যাচ শেষে বর্তমানে ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক পারভেজ মাহারুফ বলেন, ‘আমরা ভেবেছিলাম ১৬৮ বেশ ভালো স্কোর। আগের ম্যাচেও দুবাইয়ের উইকেট দেখেছি। তবে আজকের উইকেটটা বেশ ভালো ছিল। হ্যাঁ, বেশ কয়েকটা ডেলিভারিতে টার্ন এবং বাউন্স পেয়েছে বোলাররা। আমার মনে হয় উইকেট অনেকটা হেল্প করেছে।’
পরে হৃদয়ের ব্যাটকে মাহমুদল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমের সঙ্গে তুলনা পারভেজ বলেন, ‘শেষটা করেছে তাওহীদ হৃদয়। এই কাজটা আমরা তাকে অনেকবার করতে দেখেছি। সে অনেকটা মাহমুদল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম আগে যেভাবে অ্যাঙ্কর রোল প্লে করেছে, সেটাই করছে। হৃদয় যেভাবে শেষ করেছে যেকোনো বাংলাদেশি সমর্থকদের জন্য তা ভালো ব্যাপার।’

মিডল অর্ডারে হৃদয়-শামীমরা বাংলাদেশের ভরসা হয়ে উঠছেন বলেও মনে করেন ১৩৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই তারকা, ‘হৃদয় বেশ অ্যাগ্রেসিভ ক্রিকেটার। আমার মনে হয় সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মুশফিকরা মিডল অর্ডারে আধিপত্য দেখিয়েছে এবং হৃদয় সেটাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। এখানে শামীম হোসেনের কথাও বলতে হবে।’
আরও পড়ুন
প্রসঙ্গত, স্বভাবসুলভ ছন্দে ৩৭ বলে ৪টি চার ও দুই ছক্কায় ৫৮ রানের ইনিংস খেলেন হৃদয়। তবে লঙ্কানদের লক্ষ্য তাড়ায় বাংলাদেশকে শুভসূচনা এনে দেন সাইফ হাসান। ৪৫ বলে ২ চার ও ৪ ছক্কায় ৬১ রানের পাশাপাশি দুটি ক্যাচ নিয়ে তিনি ম্যাচসেরা হন। লঙ্কানদের সঙ্গে আগের দেখায় ৪২ রান করা শামীম এদিন শেষদিকে নেমে করেন ১৪ রান।
এসএইচ/এএইচএস